ETV Bharat / sports

বিতর্কিত সেলিব্রেশন, পাকিস্তানের বিরুদ্ধে জেতানো ভারতীয় পেসারকে আইসিসি'র শাস্তি - WOMENS T20 WORLD CUP 2024

ARUNDHATI REDDY PUNISHED BY ICC: পাকিস্তান ব্যাটারকে আউট করে বিতর্কিত সেলিব্রেশনের শাস্তি পেলেন অরুন্ধতী রেড্ডি ৷ কী সেলিব্রেশন করেছিলেন ভারতীয় পেসার?

ARUNDHATI REDDY
অরুন্ধতীর বিতর্কিত সেলিব্রেশন (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Oct 7, 2024, 10:37 PM IST

দুবাই, 7 অক্টোবর: রবিবার পাকিস্তানের বিরুদ্ধে তিন উইকেট নিয়ে ম্য়াচ জয়ের অন্যতম কাণ্ডারী ছিলেন তিনি ৷ কিন্তু পরদিনই আইসিসি'র কড়া শাস্তির মুখে পড়তে হল মহিলা দলের পেসার অরুন্ধতী রেড্ডিকে ৷ বিপক্ষ দলের ব্য়াটারকে আউট করে বিতর্কিত সেলিব্রেশন করায় ভারতীয় পেসারকে দোষী সাব্যস্ত করেছে বিশ্ব ক্রিকেটের গভর্নিং বডি আইসিসি ৷

আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, আইসিসি'র কোড অফ কন্ডাক্টের 2.5 নম্বর ধারা ভেঙেছেন রেড্ডি ৷ এই ধারার অধীনে আন্তর্জাতিক ম্যাচে আপত্তিকর শব্দ ব্যবহার, আপত্তিকর অঙ্গভঙ্গি করা থেকে বিরত থাকতে হয় ক্রিকেটারদের; যা প্রতিপক্ষ ক্রিকেটারের কাছে অপমানের সামিল এবং বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে ৷ একইসঙ্গে অরুন্ধতী রেড্ডির একটি ডিমেরিট পয়েন্ট কেটে নেওয়া হয়েছে বলেও বিবৃতিতে জানিয়েছে আইসিসি ৷

এই ধরনের নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে এক বা দুই ডিমেরিট পয়েন্টের পাশাপাশি ম্য়াচ ফি'র 50 শতাংশও কেটে নেওয়া হয়ে থাকে অপরাধের গুরুত্ব বিবেচনা করে ৷ ভারতীয় পেসারের ক্ষেত্রে ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে কি না, তা যদিও স্পষ্ট নয় ৷ ঘটনাটি ঘটে রবিবার পাকিস্তান ইনিংসের একেবারে অন্তিম ওভারে ৷ পাক ব্যাটর নিদা দারকে ক্লিন বোল্ড করে প্য়াভিলিয়নের দিকে অঙ্গুলি নির্দেশ করেন অরুন্ধতী ৷ যা চোখ এড়ায়নি দুই অনফিল্ড আম্পায়ারের ৷ পরবর্তীতে ম্যাচ অফিসিয়ালরা ভারতীয় পেসারের এই অপরাধকে লেভেল ওয়ান স্তরে অন্তর্ভুক্ত করেন ৷

উল্লেখ্য, 28 রান করে রবিবার ভারতের বিরুদ্ধে নিদা দারই ছিলেন সর্বাধিক রান সংগ্রাহক ৷ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে মাত্র 105 রান তোলে পাকিস্তানের মেয়েরা ৷ সর্বাধিক তিন উইকেট নেন অরুন্ধতী রেড্ডি ৷ জবাবে সাত বল বাকি থাকতে চার উইকেট হারিয়ে রান তুলে দেয় ভারত ৷ সেমির লক্ষ্যে টিকে থাকতে গ্রুপ পর্বে ভারতের পরের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ৷ আগামী 9 অক্টোবর দ্বীপরাষ্ট্রের মুখোমুখি হবে হরমনপ্রীত ব্রিগেড ৷

দুবাই, 7 অক্টোবর: রবিবার পাকিস্তানের বিরুদ্ধে তিন উইকেট নিয়ে ম্য়াচ জয়ের অন্যতম কাণ্ডারী ছিলেন তিনি ৷ কিন্তু পরদিনই আইসিসি'র কড়া শাস্তির মুখে পড়তে হল মহিলা দলের পেসার অরুন্ধতী রেড্ডিকে ৷ বিপক্ষ দলের ব্য়াটারকে আউট করে বিতর্কিত সেলিব্রেশন করায় ভারতীয় পেসারকে দোষী সাব্যস্ত করেছে বিশ্ব ক্রিকেটের গভর্নিং বডি আইসিসি ৷

আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, আইসিসি'র কোড অফ কন্ডাক্টের 2.5 নম্বর ধারা ভেঙেছেন রেড্ডি ৷ এই ধারার অধীনে আন্তর্জাতিক ম্যাচে আপত্তিকর শব্দ ব্যবহার, আপত্তিকর অঙ্গভঙ্গি করা থেকে বিরত থাকতে হয় ক্রিকেটারদের; যা প্রতিপক্ষ ক্রিকেটারের কাছে অপমানের সামিল এবং বিরূপ প্রতিক্রিয়া তৈরি করতে পারে ৷ একইসঙ্গে অরুন্ধতী রেড্ডির একটি ডিমেরিট পয়েন্ট কেটে নেওয়া হয়েছে বলেও বিবৃতিতে জানিয়েছে আইসিসি ৷

এই ধরনের নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে এক বা দুই ডিমেরিট পয়েন্টের পাশাপাশি ম্য়াচ ফি'র 50 শতাংশও কেটে নেওয়া হয়ে থাকে অপরাধের গুরুত্ব বিবেচনা করে ৷ ভারতীয় পেসারের ক্ষেত্রে ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে কি না, তা যদিও স্পষ্ট নয় ৷ ঘটনাটি ঘটে রবিবার পাকিস্তান ইনিংসের একেবারে অন্তিম ওভারে ৷ পাক ব্যাটর নিদা দারকে ক্লিন বোল্ড করে প্য়াভিলিয়নের দিকে অঙ্গুলি নির্দেশ করেন অরুন্ধতী ৷ যা চোখ এড়ায়নি দুই অনফিল্ড আম্পায়ারের ৷ পরবর্তীতে ম্যাচ অফিসিয়ালরা ভারতীয় পেসারের এই অপরাধকে লেভেল ওয়ান স্তরে অন্তর্ভুক্ত করেন ৷

উল্লেখ্য, 28 রান করে রবিবার ভারতের বিরুদ্ধে নিদা দারই ছিলেন সর্বাধিক রান সংগ্রাহক ৷ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে মাত্র 105 রান তোলে পাকিস্তানের মেয়েরা ৷ সর্বাধিক তিন উইকেট নেন অরুন্ধতী রেড্ডি ৷ জবাবে সাত বল বাকি থাকতে চার উইকেট হারিয়ে রান তুলে দেয় ভারত ৷ সেমির লক্ষ্যে টিকে থাকতে গ্রুপ পর্বে ভারতের পরের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ৷ আগামী 9 অক্টোবর দ্বীপরাষ্ট্রের মুখোমুখি হবে হরমনপ্রীত ব্রিগেড ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.