ETV Bharat / sports

হোয়াইটওয়াশ বাঁচাতে গম্ভীরের বাজি নাইট পেসার ! বসতে পারেন বুমরা - IND VS NZ

রঞ্জিতে দুরন্ত পারফরম্যান্সের জেরে ভারতীয় স্কোয়াডে জায়গা করে নিয়েছেন নাইট ক্রিকেটার ৷ বিভিন্ন সূত্র বলছে, ওয়াংখেড়েতেই অভিষেক হতে চলেছে আনকোরা জোরে বোলারের ৷

Harshit Rana
গম্ভীরের বাজি নাইট পেসার (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Oct 31, 2024, 1:17 PM IST

মুম্বই, 31 অক্টোবর: অসমের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে দুরন্ত পারফরম্য়ান্স ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুম্বই টেস্টের দলে নেওয়া হয়েছে কেকেআর ক্রিকেটার হর্ষিত রানাকে ৷ এবার খবর, তৃতীয় টেস্টেই তাঁর অভিষেক হতে পারে ৷ চুনকাম হওয়ার লজ্জা এড়াতে জসপ্রীত বুমরার বদলে তাঁকে জুড়ে দিতে পারেন গৌতম গম্ভীর ৷

শোচনীয় হারের পর রোহিত শর্মা বলেছিলেন, 12 বছর পর হোম সিরিজে পরাজয় ড্রেসিংরুমের আবহাওয়া বদলে দিয়েছে ৷ ফলে যেকোনও উপায়ে মুম্বই টেস্ট জিতে ব্যবধান কমাতে তৎপর ‘রোহিত অ্যান্ড কোং’ ৷ শুধু লজ্জা এড়ানোই নয়, জিতলে ডব্লিউটিসি ফাইনাল খেলার দিকেও খানিক এগোবে ভারত ৷ ফলে ওয়াংখেড়ের পিচে হর্ষিত রানাকে নামিয়ে বড় বাজি খেলতে পারেন রোহিতরা ৷

নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রঞ্জি ম্যাচের প্রথম ইনিংসে অসমের পাঁচ উইকেট-সহ ম্যাচে সাত উইকেট নেন গত মরশুমে কেকেআরের জার্সিতে সাড়া জাগানো ক্রিকেটার ৷ দিল্লির হয়ে প্রথম ইনিংসে ব্য়াট হাতে গুরুত্বপূর্ণ অর্ধশতরানও করেন তিনি ৷ এই ম্যাচে 10 উইকেটে জয় তুলে নিয়েছে দিল্লি ৷ তারপরেই তাঁকে ডেকে নেয় বিসিসিআই ৷

কোন উপায়ে ফাইনালে ভারত ?

নিউজিল্যান্ডের পর অস্ট্রেলিয়ায় পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে ভারত ৷ রোহিতদের সঙ্গেই ফাইনালের দৌড়ে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ৷ ফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে শ্রীলঙ্কার সামনেও ৷ ফলে ভারত চাইবে কোনও সমীকরণের উপর নির্ভর না-করে ফাইনালে প্রবেশ করতে ৷ সেক্ষেত্রে বাকি ছ'টি টেস্টের মধ্যে পাঁচটি টেস্ট জিততে হবে ভারতকে ৷

বাকি ছ'টি ম্যাচের দু'টিতে জিতলেও ভারতের সামনে 2023-25 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার সুযোগ থাকছে ৷ তবে সেক্ষেত্রে অন্যান্যদের দিকে চেয়ে থাকা ছাড়া গতি নেই ভারতীয় দলের ৷ শতকরা 60 ভাগ জয় বজায় রাখতে অবশ্য সেক্ষেত্রে বাকি চার ম্য়াচ ড্র করতে হবে গত দু'বারের রানার্সদের ৷ ন'ম্যাচ পর 55.56% জয় নিয়ে পয়েন্ট টেবলে তিনে শ্রীলঙ্কা ৷ বাকি চার ম্যাচের সবক'টি জিতলে এবং ভারত কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট হারালে ফাইনালে প্রবেশের সুযোগ থাকছে দ্বীপরাষ্ট্রের কাছেও ৷

আরও পড়ুন:

মুম্বই, 31 অক্টোবর: অসমের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে দুরন্ত পারফরম্য়ান্স ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুম্বই টেস্টের দলে নেওয়া হয়েছে কেকেআর ক্রিকেটার হর্ষিত রানাকে ৷ এবার খবর, তৃতীয় টেস্টেই তাঁর অভিষেক হতে পারে ৷ চুনকাম হওয়ার লজ্জা এড়াতে জসপ্রীত বুমরার বদলে তাঁকে জুড়ে দিতে পারেন গৌতম গম্ভীর ৷

শোচনীয় হারের পর রোহিত শর্মা বলেছিলেন, 12 বছর পর হোম সিরিজে পরাজয় ড্রেসিংরুমের আবহাওয়া বদলে দিয়েছে ৷ ফলে যেকোনও উপায়ে মুম্বই টেস্ট জিতে ব্যবধান কমাতে তৎপর ‘রোহিত অ্যান্ড কোং’ ৷ শুধু লজ্জা এড়ানোই নয়, জিতলে ডব্লিউটিসি ফাইনাল খেলার দিকেও খানিক এগোবে ভারত ৷ ফলে ওয়াংখেড়ের পিচে হর্ষিত রানাকে নামিয়ে বড় বাজি খেলতে পারেন রোহিতরা ৷

নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রঞ্জি ম্যাচের প্রথম ইনিংসে অসমের পাঁচ উইকেট-সহ ম্যাচে সাত উইকেট নেন গত মরশুমে কেকেআরের জার্সিতে সাড়া জাগানো ক্রিকেটার ৷ দিল্লির হয়ে প্রথম ইনিংসে ব্য়াট হাতে গুরুত্বপূর্ণ অর্ধশতরানও করেন তিনি ৷ এই ম্যাচে 10 উইকেটে জয় তুলে নিয়েছে দিল্লি ৷ তারপরেই তাঁকে ডেকে নেয় বিসিসিআই ৷

কোন উপায়ে ফাইনালে ভারত ?

নিউজিল্যান্ডের পর অস্ট্রেলিয়ায় পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাবে ভারত ৷ রোহিতদের সঙ্গেই ফাইনালের দৌড়ে রয়েছে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ৷ ফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে শ্রীলঙ্কার সামনেও ৷ ফলে ভারত চাইবে কোনও সমীকরণের উপর নির্ভর না-করে ফাইনালে প্রবেশ করতে ৷ সেক্ষেত্রে বাকি ছ'টি টেস্টের মধ্যে পাঁচটি টেস্ট জিততে হবে ভারতকে ৷

বাকি ছ'টি ম্যাচের দু'টিতে জিতলেও ভারতের সামনে 2023-25 বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার সুযোগ থাকছে ৷ তবে সেক্ষেত্রে অন্যান্যদের দিকে চেয়ে থাকা ছাড়া গতি নেই ভারতীয় দলের ৷ শতকরা 60 ভাগ জয় বজায় রাখতে অবশ্য সেক্ষেত্রে বাকি চার ম্য়াচ ড্র করতে হবে গত দু'বারের রানার্সদের ৷ ন'ম্যাচ পর 55.56% জয় নিয়ে পয়েন্ট টেবলে তিনে শ্রীলঙ্কা ৷ বাকি চার ম্যাচের সবক'টি জিতলে এবং ভারত কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট হারালে ফাইনালে প্রবেশের সুযোগ থাকছে দ্বীপরাষ্ট্রের কাছেও ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.