ETV Bharat / sports

বিবাহবিচ্ছেদের কয়েকমাস পর ছেলেকে কাছে পেলেন হার্দিক, ভাইরাল ছবি - HARDIK MEETS SON AFTER DIVORCE - HARDIK MEETS SON AFTER DIVORCE

HARDIK REUNITES WITH SON AGASTYA: বিচ্ছেদের দু'মাস পর ফের ছেলে অগস্ত্যকে সামনে পেলেন হার্দিক পান্ডিয়া ৷ সোশাল মিডিয়ায় পোস্ট করলেন সেই ছবিও ৷ ছবি পোস্ট করে কী লিখলেন বরোদা অলরাউন্ডার ৷ দেখে নিন ৷

HARDIK PANDYA
হার্দিক পান্ডিয়া (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : Sep 23, 2024, 7:03 PM IST

বরোদা, 23 সেপ্টেম্বর: জুলাইয়ে হার্দিক পান্ডিয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ছেলেকে নিয়ে দেশে ফিরে গিয়েছিলেন নাতাশা স্ট্যানকোভিচ ৷ তবে সন্তান অগস্ত্যর খুশির জন্য দু'জনে সবকিছু করতে প্রস্তুত বলে বিচ্ছেদ ঘোষণায় জানিয়েছিলেন হার্দিক-নাতাশা ৷ সেইমত বিবাহ বিচ্ছেদের মাসদু'য়েক পর সন্তানের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ক্রিকেটার ৷ সোশাল মিডিয়ার পোস্ট করা সন্তানের সঙ্গে হার্দিকের সেই ছবি ভাইরাল সোশাল মিডিয়ায় ৷

বিচ্ছেদের পর হার্দিককে ছেড়ে নাতাশা এবং অগস্ত্যর সার্বিয়া ফিরে যাওয়ার ছবিও ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায় ৷ তবে সম্প্রতি মায়ের সঙ্গে ভারতে ফিরেছেন অগস্ত্য ৷ স্বাভাবিকভাবেই এদেশে ফিরে বাবার সঙ্গে সাক্ষাৎ হয়েছে খুদের ৷ ছেলের সঙ্গে পুনর্মিলন সেই পর্বের ছবি সোশাল মিডিয়ায় রবিবার পোস্ট করেন টি-20 বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সহ-অধিনায়ক ৷ সন্তান এবং পোষ্যদের সঙ্গে বাড়ির জিমে হার্দিকের সেই ছবি দেখেই স্পষ্ট ছেলেকে কাছে পেয়ে কতটা খুশি ক্রিকেটার ৷

ছবির ক্য়াপশনে হার্দিক লিখেছেন, "সুখ ৷" ইনস্টাগ্রাম পোস্ট ছাড়াও একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয় ৷ যেখানে হার্দিক এবং অগস্ত্য ছাড়াও দেখা যাচ্ছে নাতাশা স্ট্য়ানকোভিচ, তাঁর বোন এবং বোনের সন্তানকে ৷ দুই খুদের সঙ্গে ইনস্টায় এদিন ছবি পোস্ট করেন ভারতীয় ক্রিকেটার ৷ সূত্রের খবর, সার্বিয়া থেকে ফেরার পর হার্দিকের দাদা ক্রুনাল পান্ডিয়ার পরিবারের সঙ্গেই থাকছেন অগস্ত্য ৷

বিয়ের চার বছর পর গত 18 জুলাই বিবাহবিচ্ছেদের ঘোষণায় হার্দিক লিখেছিলেন, "4 বছর একসঙ্গে থাকার পর নাতাশা এবং আমি সর্বসম্মতিতেই সরে আসার সিদ্ধান্ত নিয়েছি ৷ আমরা নিজেদের সেরাটা একসঙ্গে দিয়েছি এবং সবটা দিয়েছি ৷ তারপরেও আমরা বিশ্বাস করি, এই সিদ্ধান্তটা আমাদের দু'জনের স্বার্থেই সবচেয়ে ভালো সিদ্ধান্ত ৷ নিঃসন্দেহে কঠিন একটা সিদ্ধান্ত ছিল ৷ আনন্দ, পারস্পরিক সম্মান এবং একে অপরের সঙ্গ আমরা চুটিয়ে উপভোগ করেছি ৷ একইসঙ্গে পরিবার হিসেবেই বেড়ে উঠেছি ৷"

দু'জনে আরও লেখেন, "অগস্ত্যকে পেয়ে আমরা আশীর্বাদধন্য ৷ ওকে ঘিরেই দু'জনের জীবন আবর্তিত হবে ৷ বিচ্ছেদ হলেও ওর খুশির জন্য মা-বাবা হিসেবে আমরা ওকে সবকিছু দিতে প্রস্তুত ৷ কঠিন সময়ে আমরা আপনাদের সমর্থন এবং ব্যক্তিগত সময় চেয়ে নিচ্ছি ৷"

বরোদা, 23 সেপ্টেম্বর: জুলাইয়ে হার্দিক পান্ডিয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর ছেলেকে নিয়ে দেশে ফিরে গিয়েছিলেন নাতাশা স্ট্যানকোভিচ ৷ তবে সন্তান অগস্ত্যর খুশির জন্য দু'জনে সবকিছু করতে প্রস্তুত বলে বিচ্ছেদ ঘোষণায় জানিয়েছিলেন হার্দিক-নাতাশা ৷ সেইমত বিবাহ বিচ্ছেদের মাসদু'য়েক পর সন্তানের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ক্রিকেটার ৷ সোশাল মিডিয়ার পোস্ট করা সন্তানের সঙ্গে হার্দিকের সেই ছবি ভাইরাল সোশাল মিডিয়ায় ৷

বিচ্ছেদের পর হার্দিককে ছেড়ে নাতাশা এবং অগস্ত্যর সার্বিয়া ফিরে যাওয়ার ছবিও ভাইরাল হয়েছিল নেট দুনিয়ায় ৷ তবে সম্প্রতি মায়ের সঙ্গে ভারতে ফিরেছেন অগস্ত্য ৷ স্বাভাবিকভাবেই এদেশে ফিরে বাবার সঙ্গে সাক্ষাৎ হয়েছে খুদের ৷ ছেলের সঙ্গে পুনর্মিলন সেই পর্বের ছবি সোশাল মিডিয়ায় রবিবার পোস্ট করেন টি-20 বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সহ-অধিনায়ক ৷ সন্তান এবং পোষ্যদের সঙ্গে বাড়ির জিমে হার্দিকের সেই ছবি দেখেই স্পষ্ট ছেলেকে কাছে পেয়ে কতটা খুশি ক্রিকেটার ৷

ছবির ক্য়াপশনে হার্দিক লিখেছেন, "সুখ ৷" ইনস্টাগ্রাম পোস্ট ছাড়াও একটি ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হয় ৷ যেখানে হার্দিক এবং অগস্ত্য ছাড়াও দেখা যাচ্ছে নাতাশা স্ট্য়ানকোভিচ, তাঁর বোন এবং বোনের সন্তানকে ৷ দুই খুদের সঙ্গে ইনস্টায় এদিন ছবি পোস্ট করেন ভারতীয় ক্রিকেটার ৷ সূত্রের খবর, সার্বিয়া থেকে ফেরার পর হার্দিকের দাদা ক্রুনাল পান্ডিয়ার পরিবারের সঙ্গেই থাকছেন অগস্ত্য ৷

বিয়ের চার বছর পর গত 18 জুলাই বিবাহবিচ্ছেদের ঘোষণায় হার্দিক লিখেছিলেন, "4 বছর একসঙ্গে থাকার পর নাতাশা এবং আমি সর্বসম্মতিতেই সরে আসার সিদ্ধান্ত নিয়েছি ৷ আমরা নিজেদের সেরাটা একসঙ্গে দিয়েছি এবং সবটা দিয়েছি ৷ তারপরেও আমরা বিশ্বাস করি, এই সিদ্ধান্তটা আমাদের দু'জনের স্বার্থেই সবচেয়ে ভালো সিদ্ধান্ত ৷ নিঃসন্দেহে কঠিন একটা সিদ্ধান্ত ছিল ৷ আনন্দ, পারস্পরিক সম্মান এবং একে অপরের সঙ্গ আমরা চুটিয়ে উপভোগ করেছি ৷ একইসঙ্গে পরিবার হিসেবেই বেড়ে উঠেছি ৷"

দু'জনে আরও লেখেন, "অগস্ত্যকে পেয়ে আমরা আশীর্বাদধন্য ৷ ওকে ঘিরেই দু'জনের জীবন আবর্তিত হবে ৷ বিচ্ছেদ হলেও ওর খুশির জন্য মা-বাবা হিসেবে আমরা ওকে সবকিছু দিতে প্রস্তুত ৷ কঠিন সময়ে আমরা আপনাদের সমর্থন এবং ব্যক্তিগত সময় চেয়ে নিচ্ছি ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.