ETV Bharat / sports

নাকামুরার কাছে হার প্রজ্ঞানন্দের, সুইডিশ প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে জয়ী দিদি বৈশালী - Norway Chess Tournament - NORWAY CHESS TOURNAMENT

Norway Chess Tournament: বিশ্বের প্রথম ভাই-বোনের গ্র্যান্ডমাস্টার জুটি ভারতের আর প্রজ্ঞানন্দা এবং তাঁর দিদি আর বৈশালীর ৷ চলতি নরওয়ে দাবা টুর্নামেন্টে বিশ্বের একনম্বর ম্যাগনাস কার্লসেনকে হারানোর পর, নিজেও প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন ৷ তবে, তাঁর দিদি গ্র্যান্ড মাস্টার বৈশালী সুইডেনের প্রতিপক্ষকে হারিয়ে, জয়ের ধারা বজায় রেখেছেন ৷

ETV BHARAT
গ্র্যান্ড মাস্টার আর প্রজ্ঞানন্দা (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 31, 2024, 2:34 PM IST

Updated : May 31, 2024, 3:10 PM IST

নরওয়ে, 31 মে: ভারতীয় গ্র্যান্ডমাস্টার আর বৈশালী সুইডেনের অভিজ্ঞ জিএম পিয়া ক্রামলিংকে হারিয়ে, তাঁর স্বপ্নের দৌড় অব্যাহত রাখলেন ৷ কিন্তু, উলটোদিকে তাঁর ভাই আর প্রজ্ঞানন্দা মার্কিন হিকারু নাকামুরার কাছে চতুর্থ রাউন্ডে হেরেছেন নরওয়ে দাবা প্রতিযোগিতায় ৷ বৈশালী তাঁর দ্বিতীয় ম্যাচে স্থানীয় সময় বৃহস্পতিবার নির্ধারিত সময়ের মধ্যে প্রতিপক্ষকে হারিয়ে 2.5 পয়েন্টের লিড নিয়েছেন ৷ এই মুহূর্তে বৈশালীর মোট পয়েন্ট 8.5 ৷ এবার তাঁর সামনে মহিলা বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু চিনের ওয়েনজুং জু এবং ইউক্রেনের প্রতিপক্ষ আনা মুজিচুক ৷

ক্লাসিক্যাল দাবায় বিশ্বের একনম্বর ম্যাগনাস কার্লসেনকে প্রথমবার হারান প্রজ্ঞানন্দা ৷ কিন্তু, নরওয়ে দাবা প্রতিযোগিতায় চতুর্থ রাউন্ডে হারলেন আর প্রজ্ঞানন্দ ৷ মার্কিন প্রতিপক্ষ হিকারু নাকামুরার হেরেছেন তিনি ৷ অন্যদিকে, ম্যাগনাস কার্লসেন তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী মার্কিন যুক্তরাষ্ট্রের ফাবিয়ানো কারুয়ানাকে এদিন হারিয়েছেন ৷

এই মুহূর্তে, হিকারু নাকামুরা প্রতিযোগিতায় একনম্বরে রয়েছেন ৷ তাঁর অর্জিত পয়েন্ট হল 7 ৷ চতুর্থ রাউন্ডে জিতে তৃতীয় স্থানে উঠে এসেছেন বিশ্বের এক নম্বর ম্যাগনাস কার্লসেন (6 পয়েন্ট) ৷ ভারতের আর প্রজ্ঞানন্দা চতুর্থ রাউন্ডে হেরে চতুর্থ স্থানে নেমে গিয়েছেন (5.5 পয়েন্ট)৷ ফ্রান্সের ফিরোজা আলিরেজা 6.5 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের ফাবিয়ানো কারুয়ানা 5 পয়েন্ট নিয়ে তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন ৷

1 লক্ষ 61 হাজার পুরস্কার মূল্যের নরওয়ে দাবা প্রতিযোগিতায় এখনও অনেকগুলি রাউন্ড বাকি আছে ৷ ফলে আর প্রজ্ঞানন্দার কাছে লড়াইয়ে ফেরার সুযোগ এখনও রয়েছে ৷ কিন্তু, সমস্যাটা হল তিনি প্রথম পজিশনে থাকা হিকারু নাকামুরার থেকে 2.5 পয়েন্ট পিছনে রয়েছেন ৷ ফলে প্রজ্ঞানন্দাকে পরের রাউন্ডগুলির প্রায় সবক’টি জিতে পয়েন্ট তালিকায় সবার উপরে উঠতে হবে ৷ সেখানে তাঁর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফ্রান্সের ফিরোজা আলিরেজা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ফাবিয়ানো কারুয়ানা ৷

নরওয়ে, 31 মে: ভারতীয় গ্র্যান্ডমাস্টার আর বৈশালী সুইডেনের অভিজ্ঞ জিএম পিয়া ক্রামলিংকে হারিয়ে, তাঁর স্বপ্নের দৌড় অব্যাহত রাখলেন ৷ কিন্তু, উলটোদিকে তাঁর ভাই আর প্রজ্ঞানন্দা মার্কিন হিকারু নাকামুরার কাছে চতুর্থ রাউন্ডে হেরেছেন নরওয়ে দাবা প্রতিযোগিতায় ৷ বৈশালী তাঁর দ্বিতীয় ম্যাচে স্থানীয় সময় বৃহস্পতিবার নির্ধারিত সময়ের মধ্যে প্রতিপক্ষকে হারিয়ে 2.5 পয়েন্টের লিড নিয়েছেন ৷ এই মুহূর্তে বৈশালীর মোট পয়েন্ট 8.5 ৷ এবার তাঁর সামনে মহিলা বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু চিনের ওয়েনজুং জু এবং ইউক্রেনের প্রতিপক্ষ আনা মুজিচুক ৷

ক্লাসিক্যাল দাবায় বিশ্বের একনম্বর ম্যাগনাস কার্লসেনকে প্রথমবার হারান প্রজ্ঞানন্দা ৷ কিন্তু, নরওয়ে দাবা প্রতিযোগিতায় চতুর্থ রাউন্ডে হারলেন আর প্রজ্ঞানন্দ ৷ মার্কিন প্রতিপক্ষ হিকারু নাকামুরার হেরেছেন তিনি ৷ অন্যদিকে, ম্যাগনাস কার্লসেন তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী মার্কিন যুক্তরাষ্ট্রের ফাবিয়ানো কারুয়ানাকে এদিন হারিয়েছেন ৷

এই মুহূর্তে, হিকারু নাকামুরা প্রতিযোগিতায় একনম্বরে রয়েছেন ৷ তাঁর অর্জিত পয়েন্ট হল 7 ৷ চতুর্থ রাউন্ডে জিতে তৃতীয় স্থানে উঠে এসেছেন বিশ্বের এক নম্বর ম্যাগনাস কার্লসেন (6 পয়েন্ট) ৷ ভারতের আর প্রজ্ঞানন্দা চতুর্থ রাউন্ডে হেরে চতুর্থ স্থানে নেমে গিয়েছেন (5.5 পয়েন্ট)৷ ফ্রান্সের ফিরোজা আলিরেজা 6.5 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের ফাবিয়ানো কারুয়ানা 5 পয়েন্ট নিয়ে তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন ৷

1 লক্ষ 61 হাজার পুরস্কার মূল্যের নরওয়ে দাবা প্রতিযোগিতায় এখনও অনেকগুলি রাউন্ড বাকি আছে ৷ ফলে আর প্রজ্ঞানন্দার কাছে লড়াইয়ে ফেরার সুযোগ এখনও রয়েছে ৷ কিন্তু, সমস্যাটা হল তিনি প্রথম পজিশনে থাকা হিকারু নাকামুরার থেকে 2.5 পয়েন্ট পিছনে রয়েছেন ৷ ফলে প্রজ্ঞানন্দাকে পরের রাউন্ডগুলির প্রায় সবক’টি জিতে পয়েন্ট তালিকায় সবার উপরে উঠতে হবে ৷ সেখানে তাঁর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফ্রান্সের ফিরোজা আলিরেজা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ফাবিয়ানো কারুয়ানা ৷

Last Updated : May 31, 2024, 3:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.