ETV Bharat / sports

আত্মঘাতীই হয়েছেন প্রাক্তন ইংরেজ ক্রিকেটার, সত্য সামনে আনলেন স্ত্রী - Graham Thorpe Dies - GRAHAM THORPE DIES

Graham Thorpe Dies of Suicide: মানসিক অশান্তির জেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন গ্রাহাম থর্প ৷ মৃত্যুর এক সপ্তাহ পর সত্য অনুরাগীদের সামনে আনলেন প্রাক্তন ইংরেজ ক্রিকেটারের স্ত্রী ৷ জানালেন, বহু প্রচেষ্টা সত্ত্বেও থর্পকে সুস্থ করা সম্ভব হয়নি ৷

Graham Thorpe
গ্রাহাম থর্প (GETTY IMAGE)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 12, 2024, 4:07 PM IST

Updated : Aug 12, 2024, 4:51 PM IST

লন্ডন, 12 অগস্ট: বিগত দু'বছর ধরে হতাশা এবং চরম উদ্বেগের শিকার ছিলেন গ্রাহাম থর্প ৷ আর সেই কারণেই সম্প্রতি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি ৷ মৃত্যুর এক সপ্তাহ পর সত্য অনুরাগীদের সামনে আনলেন প্রাক্তন ইংরেজ ক্রিকেটারের স্ত্রী ৷ গত 5 অগস্ট ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে দেশের প্রাক্তন ক্রিকেটারের মৃত্যু সংবাদ ঘোষণা করা হয়েছিল ৷ তবে কারণ নিয়ে ছিল ধোঁয়াশা ৷

সম্প্রতি প্রয়াত থর্পের স্ত্রী অ্যামান্ডা এক সাক্ষাৎকারে জানান, দীর্ঘ সময় ধরে মানসিক অশান্তির সঙ্গে লড়াইয়ের পর আত্মহননের পথই বেছে নিয়েছেন ক্রিকেটার ৷ প্রাক্তন ইংরেজ অধিনায়ক মাইকেল আথারটনকে দেওয়া সাক্ষাৎকারে প্রয়াত ক্রিকেটারের স্ত্রী বলেন, "স্ত্রী এবং দুই কন্যাসন্তানকে থর্প খুবই ভালোবাসতেন ৷ আমরাও ভীষণ ভালোবাসতাম তাঁকে ৷ কিন্তু পরিস্থিতি আয়ত্তে আনা গেল না ৷" শেষদিকে থর্প মনে করতেন, তাঁকে ছাড়াই হয়তো স্ত্রী এবং সন্তানেরা ভালো থাকবে ৷ সাক্ষাৎকারে এমনটাও জানিয়েছেন প্রয়াত ক্রিকেটারের স্ত্রী ৷

থর্পের মৃত্যুর পর ফার্নহ্য়াম এবং চিপস্টিড ক্রিকেট ক্লাবের তরফে একটি স্মরণসভার আয়োজন করা হয় ৷ যেখানে দুই কন্য়াসন্তানকে নিয়ে অংশগ্রহণ করেছিলেন থর্পের স্ত্রী ৷ সেখানে তিনি বলেন, "শেষ দু'বছরের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়েছিল গ্রাহামের ৷ 2022 সালের মে মাসেও একবার আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিল সে ৷ যার ফলে দীর্ঘদিন তাঁকে আইসিইউ'তে থাকতে হয় ৷" পরিবারের তরফে চিকিৎসার মাধ্যমে বহু চেষ্টা সত্ত্বেও দুর্ভাগ্যবশত কিছুই কাজ করেনি বলে জানান অ্যামান্ডা ৷

ইংল্য়ান্ডের হয়ে 100টি টেস্ট ম্য়াচ এবং 82টি ওয়ান ডে ম্য়াচে প্রতিনিধিত্ব করেছিলেন থর্প ৷ 16টি শতরান-সহ লাল বলের ক্রিকেটে প্রায় 7 হাজারের কাছাকাছি রান করেছেন তিনি ৷ সর্বাধিক অপরাজিত 200 রান ৷ শতরান না-থাকলেও ওয়ান-ডে ক্রিকেটে 21টি অর্ধশতরান করেছিলেন তিনি ৷

লন্ডন, 12 অগস্ট: বিগত দু'বছর ধরে হতাশা এবং চরম উদ্বেগের শিকার ছিলেন গ্রাহাম থর্প ৷ আর সেই কারণেই সম্প্রতি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি ৷ মৃত্যুর এক সপ্তাহ পর সত্য অনুরাগীদের সামনে আনলেন প্রাক্তন ইংরেজ ক্রিকেটারের স্ত্রী ৷ গত 5 অগস্ট ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে দেশের প্রাক্তন ক্রিকেটারের মৃত্যু সংবাদ ঘোষণা করা হয়েছিল ৷ তবে কারণ নিয়ে ছিল ধোঁয়াশা ৷

সম্প্রতি প্রয়াত থর্পের স্ত্রী অ্যামান্ডা এক সাক্ষাৎকারে জানান, দীর্ঘ সময় ধরে মানসিক অশান্তির সঙ্গে লড়াইয়ের পর আত্মহননের পথই বেছে নিয়েছেন ক্রিকেটার ৷ প্রাক্তন ইংরেজ অধিনায়ক মাইকেল আথারটনকে দেওয়া সাক্ষাৎকারে প্রয়াত ক্রিকেটারের স্ত্রী বলেন, "স্ত্রী এবং দুই কন্যাসন্তানকে থর্প খুবই ভালোবাসতেন ৷ আমরাও ভীষণ ভালোবাসতাম তাঁকে ৷ কিন্তু পরিস্থিতি আয়ত্তে আনা গেল না ৷" শেষদিকে থর্প মনে করতেন, তাঁকে ছাড়াই হয়তো স্ত্রী এবং সন্তানেরা ভালো থাকবে ৷ সাক্ষাৎকারে এমনটাও জানিয়েছেন প্রয়াত ক্রিকেটারের স্ত্রী ৷

থর্পের মৃত্যুর পর ফার্নহ্য়াম এবং চিপস্টিড ক্রিকেট ক্লাবের তরফে একটি স্মরণসভার আয়োজন করা হয় ৷ যেখানে দুই কন্য়াসন্তানকে নিয়ে অংশগ্রহণ করেছিলেন থর্পের স্ত্রী ৷ সেখানে তিনি বলেন, "শেষ দু'বছরের শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়েছিল গ্রাহামের ৷ 2022 সালের মে মাসেও একবার আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিল সে ৷ যার ফলে দীর্ঘদিন তাঁকে আইসিইউ'তে থাকতে হয় ৷" পরিবারের তরফে চিকিৎসার মাধ্যমে বহু চেষ্টা সত্ত্বেও দুর্ভাগ্যবশত কিছুই কাজ করেনি বলে জানান অ্যামান্ডা ৷

ইংল্য়ান্ডের হয়ে 100টি টেস্ট ম্য়াচ এবং 82টি ওয়ান ডে ম্য়াচে প্রতিনিধিত্ব করেছিলেন থর্প ৷ 16টি শতরান-সহ লাল বলের ক্রিকেটে প্রায় 7 হাজারের কাছাকাছি রান করেছেন তিনি ৷ সর্বাধিক অপরাজিত 200 রান ৷ শতরান না-থাকলেও ওয়ান-ডে ক্রিকেটে 21টি অর্ধশতরান করেছিলেন তিনি ৷

Last Updated : Aug 12, 2024, 4:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.