ETV Bharat / sports

আরও পাঁচ বছর বাগানের মাথায় 'বিশাল' হাত, বড় ঘোষণা সবুজ-মেরুনের - MOHUN BAGAN SUPER GIANT

author img

By ETV Bharat Sports Team

Published : Sep 8, 2024, 4:55 PM IST

VISHAL KAITH EXTENDS CONTRACT: আইএসএল শুরুর আগে বড় ঘোষণা করল সবুজ-মেরুন ৷ লিগ শুরুর পাঁচদিন আগে দুর্গের শেষ প্রহরীকে তাঁর পারফরম্যান্সের পুরস্কার দিল আইএসএল শিল্ড জয়ীরা ৷

VISHAL KAITH
বিশাল কাইথ (DURAND CUP)

কলকাতা, 8 সেপ্টেম্বর: চলতি কন্টিনেন্টাল কাপে জাতীয় দলের প্রথম গোলরক্ষক হওয়া তো দূর, সুযোগই হয়নি তাঁর ৷ অথচ ক্লাব ফুটবল যাঁরা নিয়মিত খেয়াল রাখেন তাদের সকলেই একবাক্যে স্বীকার করে নেবেন এই মুহূর্তে দেশের সেরা গোলরক্ষকের নাম বিশাল কাইথ ৷ 2022 থেকে যিনি ভরসা দিচ্ছেন বাগানের তেকাঠিকে ৷ কাইথের 'বিশাল' দস্তানাতেই একের পর এক মুকুট ধরা দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের ট্রফি ক্য়াবিনেটে ৷ আইএসএল শুরুর ঠিক পাঁচদিন আগে দুর্গের শেষ প্রহরীর সঙ্গে চুক্তি বাড়িয়ে নিল সবুজ-মেরুন ৷

বিশাল কাইথের সঙ্গে রবিবার আরও চার বছর চুক্তি বাড়িয়ে নিল মোহনবাগান ম্য়ানেজমেন্ট ৷ প্রাথমিকভাবে 31 মে, 2025 পর্যন্ত 28 বছর বয়সি গোলরক্ষকের সঙ্গে চুক্তি ছিল আইএসএল শিল্ড চ্যাম্পিয়নদের ৷ সেই চুক্তি আরও খানিকটা বাড়িয়ে নিল মোহনবাগান ৷ অর্থাৎ, আরও পাঁচ বছর 'বিশাল' হাতে সুরক্ষিত বাগান দুর্গ ৷ এদিন সোশাল মিডিয়ায় পোস্ট করে বিশালের সঙ্গে 2029 পর্যন্ত চুক্তি বর্ধিত করার বিষয়টি জানানো হয় বাগানের তরফে ৷

সবুজ-মেরুন জার্সিতে বিশাল কাইথের বেশ কিছু অনবদ্য সেভের ভিডিয়ো একসঙ্গে করে পোস্ট করা হয় ৷ ক্যাপশনে লেখা হয়, "বিশ্বস্ততার আরেক নাম বিশাল কাইথ ৷" মোহনবাগান জার্সিতে এখনও পর্যন্ত পঞ্চাশেরও বেশি ম্য়াচ খেলেছেন হিমাচল প্রদেশের এই গোলরক্ষক ৷ শিলং লাজংয়ে কেরিয়ার শুরু করা বিশালকে 2022-23 মরশুমে তিন বছরের চুক্তিতে দলে নিয়েছিল কলকাতা জায়ান্টরা ৷

প্রথম মরশুমে বাগানের আইএসএল ট্রফি জয়ে বিশালের দস্তানার ভূমিকা ছিল অনস্বীকার্য ৷ ফাইনালে বেঙ্গালুরুর বিরুদ্ধে টাইব্রেকারে জোড়া শট রুখে নায়ক বনে গিয়েছিলেন ৷ ওই বছর বাগানের বর্ষসেরা ফুটবলারও হয়েছিলেন বিশাল ৷ গত মরশুমেও মোহনবাগানের ডুরান্ড ও আইএসএল শিল্ড জয়ে অন্যতম ভূমিকা নিয়েছিলেন একশোরও বেশি আইএসএল ম্যাচ খেলা ফুটবলার ৷ চলতি মরশুমে বাগান ডুরান্ড জিততে না-পারলেও বিশালের সৌজন্যে ফাইনালে পা রেখেছিল হোসে মোলিনার ছেলেরা ৷ চুক্তি বাড়িয়ে বিশালকে সেসবেরই পুরস্কার দিল সবুজ-মেরুন ৷

কলকাতা, 8 সেপ্টেম্বর: চলতি কন্টিনেন্টাল কাপে জাতীয় দলের প্রথম গোলরক্ষক হওয়া তো দূর, সুযোগই হয়নি তাঁর ৷ অথচ ক্লাব ফুটবল যাঁরা নিয়মিত খেয়াল রাখেন তাদের সকলেই একবাক্যে স্বীকার করে নেবেন এই মুহূর্তে দেশের সেরা গোলরক্ষকের নাম বিশাল কাইথ ৷ 2022 থেকে যিনি ভরসা দিচ্ছেন বাগানের তেকাঠিকে ৷ কাইথের 'বিশাল' দস্তানাতেই একের পর এক মুকুট ধরা দিয়েছে মোহনবাগান সুপার জায়ান্টের ট্রফি ক্য়াবিনেটে ৷ আইএসএল শুরুর ঠিক পাঁচদিন আগে দুর্গের শেষ প্রহরীর সঙ্গে চুক্তি বাড়িয়ে নিল সবুজ-মেরুন ৷

বিশাল কাইথের সঙ্গে রবিবার আরও চার বছর চুক্তি বাড়িয়ে নিল মোহনবাগান ম্য়ানেজমেন্ট ৷ প্রাথমিকভাবে 31 মে, 2025 পর্যন্ত 28 বছর বয়সি গোলরক্ষকের সঙ্গে চুক্তি ছিল আইএসএল শিল্ড চ্যাম্পিয়নদের ৷ সেই চুক্তি আরও খানিকটা বাড়িয়ে নিল মোহনবাগান ৷ অর্থাৎ, আরও পাঁচ বছর 'বিশাল' হাতে সুরক্ষিত বাগান দুর্গ ৷ এদিন সোশাল মিডিয়ায় পোস্ট করে বিশালের সঙ্গে 2029 পর্যন্ত চুক্তি বর্ধিত করার বিষয়টি জানানো হয় বাগানের তরফে ৷

সবুজ-মেরুন জার্সিতে বিশাল কাইথের বেশ কিছু অনবদ্য সেভের ভিডিয়ো একসঙ্গে করে পোস্ট করা হয় ৷ ক্যাপশনে লেখা হয়, "বিশ্বস্ততার আরেক নাম বিশাল কাইথ ৷" মোহনবাগান জার্সিতে এখনও পর্যন্ত পঞ্চাশেরও বেশি ম্য়াচ খেলেছেন হিমাচল প্রদেশের এই গোলরক্ষক ৷ শিলং লাজংয়ে কেরিয়ার শুরু করা বিশালকে 2022-23 মরশুমে তিন বছরের চুক্তিতে দলে নিয়েছিল কলকাতা জায়ান্টরা ৷

প্রথম মরশুমে বাগানের আইএসএল ট্রফি জয়ে বিশালের দস্তানার ভূমিকা ছিল অনস্বীকার্য ৷ ফাইনালে বেঙ্গালুরুর বিরুদ্ধে টাইব্রেকারে জোড়া শট রুখে নায়ক বনে গিয়েছিলেন ৷ ওই বছর বাগানের বর্ষসেরা ফুটবলারও হয়েছিলেন বিশাল ৷ গত মরশুমেও মোহনবাগানের ডুরান্ড ও আইএসএল শিল্ড জয়ে অন্যতম ভূমিকা নিয়েছিলেন একশোরও বেশি আইএসএল ম্যাচ খেলা ফুটবলার ৷ চলতি মরশুমে বাগান ডুরান্ড জিততে না-পারলেও বিশালের সৌজন্যে ফাইনালে পা রেখেছিল হোসে মোলিনার ছেলেরা ৷ চুক্তি বাড়িয়ে বিশালকে সেসবেরই পুরস্কার দিল সবুজ-মেরুন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.