ETV Bharat / sports

'ভারতকে নিয়ে এত আগ্রহ কীসের?' কোহলি ইস্যুতে পন্টিংকে তোপ গম্ভীরের

ভারতীয় ক্রিকেট নিয়ে বেশি মাথা ঘামাচ্ছেন রিকি পন্টিং ৷ অস্ট্রেলিয়া যাওয়ার আগে প্রাক্তন অজি অধিনায়ককে কার্যত ধমকে দিলেন গৌতম গম্ভীর ৷

GAMBHIR SLAMS PONTING
পন্টিংকে তোপ গম্ভীরের (IANS Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Nov 11, 2024, 3:52 PM IST

মুম্বই, 11 নভেম্বর: অস্ট্রেলিয়া উড়ে যাওয়ার আগে তেলেবেগুনে জ্বলে উঠলেন গৌতম গম্ভীর ৷ বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে ক্য়াঙারুর দেশে উড়ে যাওয়ার আগে মুম্বইয়ে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ভারতের কোচ ৷ সেখানে বিরাট কোহলিকে নিয়ে করা রিকি পন্টিংয়ের সাম্প্রতিক মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে ৷ তখনই কোহলিকে ঢাল করেন গম্ভীর ৷ পাল্টা প্রশ্ন তুলে ভারতের কোচ জানান, পন্টিংয়ের ভারতকে নিয়ে এত কীসের আগ্রহ ?

আইসিসি'র একটি ইভেন্টে সাম্প্রতিক খারাপ ফর্ম নিয়ে বিরাট কোহলিকে কটাক্ষ করেন প্রাক্তন অজি অধিনায়ক ৷ গত পাঁচ বছরে টেস্ট ক্রিকেটে বিরাটের মাত্র দু'টি শতরানের পরিসংখ্যান তুলে খোঁচা দেন 'পান্টার' ৷ জোড়া বিশ্বকাপজয়ী প্রাক্তন অজি অধিনায়ক বলেন, "গত পাঁচ বছরে মাত্র দু'টো শতরান ৷ আমার মনে হয় না এরকম পরিসংখ্যান নিয়ে অন্য কোনও ক্রিকেটারের আন্তর্জাতিক ক্রিকেটে টপ-অর্ডারে ব্যাটিংয়ের সুযোগ হত ৷" পন্টিংয়ের এমন মন্তব্য স্বাভাবিকভাবেই সাড়া ফেলেছে ক্রিকেটমহলে ৷

ক্য়াঙারুর দেশে উড়ে যাওয়ার আগে সাংবাদিক সম্মেলনে এদিন স্বাভাবিকভাবেই গম্ভীরের কাছে ধেয়ে আসে এই প্রশ্ন ৷ যা শুনে ক্ষুব্ধ ভারতের কোচ ৷ তাঁর উত্তর থেকেই পরিষ্কার বর্ডার-গাভাসকর ট্রফির আগে কতটা চাপে তিনি ৷ গম্ভীর এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, "ভারতীয় ক্রিকেট নিয়ে ওর (পন্টিং) এত কীসের মাথাব্য়থা? ওর উচিৎ অস্ট্রেলিয়ান ক্রিকেট নিয়ে মাথা ঘামানো ৷ বিরাট কিংবা রোহিতকে নিয়ে ওর এত উদ্বেগের কোনও প্রয়োজনই নেই ৷ দু'জনেই কঠোর মানসিকতার ৷ ভারতীয় ক্রিকেটে দু'জনের অবদান অনেক ৷ আমার মনে হয় আগামীতেও অনেককিছু করবে ওরা ৷"

অর্থাৎ, সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে রোহিত শর্মা ও বিরাট কোহলির ব্যাট সেই অর্থে কথা না-বললেও তাঁদের প্রতি যে বিশ্বাস রাখছেন কোচ; সেটা পরিষ্কার ৷ গম্ভীর এদিন আরও বলেন, "আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ওরা এখনও কঠোর পরিশ্রম করছে ৷ এখনও অনেক রেকর্ড গড়তে মরিয়া ওরা ৷ সাজঘরে এই খিদেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ ৷ আমার মনে হয় গত নিউজিল্যান্ড সিরিজে যা হয়েছে, তারপর সকলের মধ্যেই খিদেটা বেড়ে গিয়েছে ৷"

মুম্বই, 11 নভেম্বর: অস্ট্রেলিয়া উড়ে যাওয়ার আগে তেলেবেগুনে জ্বলে উঠলেন গৌতম গম্ভীর ৷ বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে ক্য়াঙারুর দেশে উড়ে যাওয়ার আগে মুম্বইয়ে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ভারতের কোচ ৷ সেখানে বিরাট কোহলিকে নিয়ে করা রিকি পন্টিংয়ের সাম্প্রতিক মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে ৷ তখনই কোহলিকে ঢাল করেন গম্ভীর ৷ পাল্টা প্রশ্ন তুলে ভারতের কোচ জানান, পন্টিংয়ের ভারতকে নিয়ে এত কীসের আগ্রহ ?

আইসিসি'র একটি ইভেন্টে সাম্প্রতিক খারাপ ফর্ম নিয়ে বিরাট কোহলিকে কটাক্ষ করেন প্রাক্তন অজি অধিনায়ক ৷ গত পাঁচ বছরে টেস্ট ক্রিকেটে বিরাটের মাত্র দু'টি শতরানের পরিসংখ্যান তুলে খোঁচা দেন 'পান্টার' ৷ জোড়া বিশ্বকাপজয়ী প্রাক্তন অজি অধিনায়ক বলেন, "গত পাঁচ বছরে মাত্র দু'টো শতরান ৷ আমার মনে হয় না এরকম পরিসংখ্যান নিয়ে অন্য কোনও ক্রিকেটারের আন্তর্জাতিক ক্রিকেটে টপ-অর্ডারে ব্যাটিংয়ের সুযোগ হত ৷" পন্টিংয়ের এমন মন্তব্য স্বাভাবিকভাবেই সাড়া ফেলেছে ক্রিকেটমহলে ৷

ক্য়াঙারুর দেশে উড়ে যাওয়ার আগে সাংবাদিক সম্মেলনে এদিন স্বাভাবিকভাবেই গম্ভীরের কাছে ধেয়ে আসে এই প্রশ্ন ৷ যা শুনে ক্ষুব্ধ ভারতের কোচ ৷ তাঁর উত্তর থেকেই পরিষ্কার বর্ডার-গাভাসকর ট্রফির আগে কতটা চাপে তিনি ৷ গম্ভীর এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, "ভারতীয় ক্রিকেট নিয়ে ওর (পন্টিং) এত কীসের মাথাব্য়থা? ওর উচিৎ অস্ট্রেলিয়ান ক্রিকেট নিয়ে মাথা ঘামানো ৷ বিরাট কিংবা রোহিতকে নিয়ে ওর এত উদ্বেগের কোনও প্রয়োজনই নেই ৷ দু'জনেই কঠোর মানসিকতার ৷ ভারতীয় ক্রিকেটে দু'জনের অবদান অনেক ৷ আমার মনে হয় আগামীতেও অনেককিছু করবে ওরা ৷"

অর্থাৎ, সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে রোহিত শর্মা ও বিরাট কোহলির ব্যাট সেই অর্থে কথা না-বললেও তাঁদের প্রতি যে বিশ্বাস রাখছেন কোচ; সেটা পরিষ্কার ৷ গম্ভীর এদিন আরও বলেন, "আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ওরা এখনও কঠোর পরিশ্রম করছে ৷ এখনও অনেক রেকর্ড গড়তে মরিয়া ওরা ৷ সাজঘরে এই খিদেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ ৷ আমার মনে হয় গত নিউজিল্যান্ড সিরিজে যা হয়েছে, তারপর সকলের মধ্যেই খিদেটা বেড়ে গিয়েছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.