পুণে, 27 অক্টোবর: এক যুগ বাদে ঘরের মাটিতে সিরিজ হার ৷ অস্ট্রেলিয়া সফরে উড়ে যাওয়ার আগে দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হার যেন 'রিয়্যালিটি চেক' দিয়ে গেল ডব্লিউটিসি পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ভারতীয় দলকে ৷ আর সিরিজ হেরে কড়া পদক্ষেপ গ্রহণ করল ভারতীয় টিম ম্যানেজমেন্ট ৷ যার বাইরে নন দলের সিনিয়র ক্রিকেটাররাও ৷
ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুযায়ী, নিউজিল্যান্ডের কাছে সিরিজ খুইয়ে দলের ক্রিকেটারদের জন্য ঐচ্ছিক অনুশীলন বাতিল করেছেন গৌতম গম্ভীর ও তাঁর সহকারিরা ৷ উল্লেখ্য, ম্য়াচের পর দলের ক্রিকেটারদের জন্য ঐচ্ছিক অনুশীলন সেশন রাখা হয় ম্য়ানেজমেন্টের তরফে ৷ সেখানে চাইলে দলের সিনিয়র ক্রিকেটাররা গরহাজির থাকতে পারেন কিংবা চাইলে হাল্কা অনুশীলনে সামিল হতে পারেন ৷ টম ল্য়াথামের দলের কাছে হেরে সেই ঐচ্ছিক অনুশীলন পর্বই বাতিল করে দিলেন গম্ভীর ৷ তৃতীয় টেস্টের আগে আগামী 30 ও 31 অক্টোবর দলের অনুশীলনে হাজির থাকতে বলা হয়েছে সকল ক্রিকেটারদের ৷ রোহিত, বুমরা কিংবা বিরাট কেউ এর বাইরে নন ৷
ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্টে বলা হয়েছে, "আগামী 30 এবং 31 অক্টোবর টিম ম্য়ানেজমেন্ট দলের অনুশীলনে সকল ক্রিকেটারদের হাজির হওয়ার নির্দেশ দিয়েছে ৷ এই অনুশীলন পর্ব অনিবার্য এবং কোনও ক্রিকেটার অনুপস্থিত থাকতে পারবে না ৷" তবে আগামী বুধ ও বৃহস্পতিবার সেই অনুশীলনের আগে দু'দিনের ছুটি দেওয়া হয়েছে ভারতীয় ক্রিকেটারদের ৷ মনে করা হচ্ছে অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি পরিবারের সঙ্গে সেই বিরতিতে স্বল্প সময় কাটিয়ে পুনরায় দলে যোগ দেবেন ৷ বাকি ক্রিকেটারদের রবিবারই মায়ানগরীতে মিলিত হওয়ার কথা ৷
A tough loss for #TeamIndia in Pune.
— BCCI (@BCCI) October 26, 2024
Scorecard ▶️ https://t.co/YVjSnKCtlI #INDvNZ | @IDFCFIRSTBank pic.twitter.com/PlU9iJpGih
সিরিজ হারলেও ওয়াংখেড়েতে সিরিজের অন্তিম টেস্টে কিউয়িদের বিরুদ্ধে সিরিজ হারতে চাইবে না ভারত ৷ কারণ এতে হোয়াইটওয়াশ তো এড়ানো যাবেই, সেইসঙ্গে ম্যাচ জিতে ডব্লিউটিসি পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে অবস্থান কিছুটা মজবুত হবে ভারতের ৷ বর্ডার-গাভাসকর ট্রফি শুরুর আগে যা আত্মবিশ্বাসীও করবে দলকে ৷ শনিবার নিউজিল্যান্ডের কাছে সিরিজ হেরে শীর্ষস্থান ধরে রাখলেও জয়ের শতকরা হারের নিরিখে অস্ট্রেলিয়া ভারতের কাঁধে নিঃশ্বাস ফেলছে ৷