ETV Bharat / sports

সচিনের সতীর্থের মায়ের রহস্যমৃত্যু, গলাকাটা দেহ উদ্ধার - Former India Cricketer Mother Dies - FORMER INDIA CRICKETER MOTHER DIES

বাড়ি থেকে মিলল জনপ্রিয় ক্রিকেটারের মায়ের গলাকাটা দেহ ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷

Salil Ankola
জনপ্রিয় ক্রিকেটারের মায়ের রহস্যমৃত্যু (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Oct 5, 2024, 6:44 AM IST

পুনে, 5 অক্টোবর: প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মায়ের রহস্যমৃত্যু ৷ বাড়ি থেকে মিলল ভারতের হয়ে টেস্ট খেলা সলিল আঙ্কোলার মায়ের গলাকাটা দেহ ৷ পুলিশ সূত্রে খবর, পুনের বাড়ি থেকে সলিলের মা মায়া অশোক আঙ্কোলাকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।

শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি প্রকাশ্যে আসে ৷ পশ ডেকান এলাকার প্রভাত রোডে সলিলের বাড়ি ৷ পুলিশ জানিয়েছে, মায়ার দেহ প্রথম দেখতে পান তাঁর পরিচারিকা ৷ তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । তদন্তকারী আধিকারিক জানিয়েছেন, দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । অটোপ্সি রিপোর্ট আসার পরেই যাবতীয় তথ্য জানা যাবে ৷

Salil Ankola
সলিল আঙ্কোলার মায়ের গলাকাটা দেহ উদ্ধার (ইটিভি ভারত)

প্রাথমিক তদন্ত বলছে, প্রাক্তন ক্রিকেটারের বাড়িতে জোর করে প্রবেশের কোনও চিহ্ন নেই ৷ ঘরের ভেতর থেকেও ধস্তাধস্তির কোনও চিহ্ন মেলেনি ৷ প্রতিবেশীরাও বাড়ি থেকে কোনও শব্দ শুনতে পাননি ৷ আপাতত পুলিশ আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা থেকে জট ছাড়ানোর চেষ্টা করছে ৷ স্থানীয়দেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।

Sachin Tendulkar Salil Ankola
সচিন তেন্ডুলকর ও সলিল আঙ্কোলা (সোশাল মিডিয়া)

ডান-হাতি পেসার সলিল আঙ্কোলা একটি টেস্ট এবং 20টি ওডিআই’তে ভারতের প্রতিনিধিত্ব করেছেন ৷ টেস্টে তাঁর নামের পাশে রয়েছে 2টি উইকেট ৷ একদিনের ক্রিকেটে তাঁর সংগ্রহ 13টি উইকেট । 1989 করাচিতে পাকিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলেছিলেন সলিল । এছাড়াও তিনি 54টি প্রথম-শ্রেণির ম্যাচ খেলেছেন ৷ 181টি উইকেট রয়েছে তাঁর নামের পাশে । ঘরোয়া সার্কিটে আঙ্কোলা 42বারের রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন মুম্বই এবং মহারাষ্ট্রের হয়ে খেলেছেন । তিনি মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচক এবং জাতীয় নির্বাচক কমিটিরও অংশ ছিলেন ।

আরও পড়ুন:

পুনে, 5 অক্টোবর: প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মায়ের রহস্যমৃত্যু ৷ বাড়ি থেকে মিলল ভারতের হয়ে টেস্ট খেলা সলিল আঙ্কোলার মায়ের গলাকাটা দেহ ৷ পুলিশ সূত্রে খবর, পুনের বাড়ি থেকে সলিলের মা মায়া অশোক আঙ্কোলাকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।

শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি প্রকাশ্যে আসে ৷ পশ ডেকান এলাকার প্রভাত রোডে সলিলের বাড়ি ৷ পুলিশ জানিয়েছে, মায়ার দেহ প্রথম দেখতে পান তাঁর পরিচারিকা ৷ তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । তদন্তকারী আধিকারিক জানিয়েছেন, দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । অটোপ্সি রিপোর্ট আসার পরেই যাবতীয় তথ্য জানা যাবে ৷

Salil Ankola
সলিল আঙ্কোলার মায়ের গলাকাটা দেহ উদ্ধার (ইটিভি ভারত)

প্রাথমিক তদন্ত বলছে, প্রাক্তন ক্রিকেটারের বাড়িতে জোর করে প্রবেশের কোনও চিহ্ন নেই ৷ ঘরের ভেতর থেকেও ধস্তাধস্তির কোনও চিহ্ন মেলেনি ৷ প্রতিবেশীরাও বাড়ি থেকে কোনও শব্দ শুনতে পাননি ৷ আপাতত পুলিশ আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা থেকে জট ছাড়ানোর চেষ্টা করছে ৷ স্থানীয়দেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।

Sachin Tendulkar Salil Ankola
সচিন তেন্ডুলকর ও সলিল আঙ্কোলা (সোশাল মিডিয়া)

ডান-হাতি পেসার সলিল আঙ্কোলা একটি টেস্ট এবং 20টি ওডিআই’তে ভারতের প্রতিনিধিত্ব করেছেন ৷ টেস্টে তাঁর নামের পাশে রয়েছে 2টি উইকেট ৷ একদিনের ক্রিকেটে তাঁর সংগ্রহ 13টি উইকেট । 1989 করাচিতে পাকিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলেছিলেন সলিল । এছাড়াও তিনি 54টি প্রথম-শ্রেণির ম্যাচ খেলেছেন ৷ 181টি উইকেট রয়েছে তাঁর নামের পাশে । ঘরোয়া সার্কিটে আঙ্কোলা 42বারের রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন মুম্বই এবং মহারাষ্ট্রের হয়ে খেলেছেন । তিনি মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের নির্বাচক এবং জাতীয় নির্বাচক কমিটিরও অংশ ছিলেন ।

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.