ETV Bharat / sports

আট উইকেটে ওমানকে হারিয়ে শেষ আটে যাওয়ার পথ জোরাল ইংল্যান্ডের - T20 World Cup 2024 - T20 WORLD CUP 2024

ENG vs OMAN: সুপার এইটে ওঠার পথ আরও উজ্জ্বল করল ইংল্যান্ড ৷ 8 উইকেটে ওমানকে হারিয়ছে জস বাটলারের দল ৷ গ্রুপের শেষ দু'টি ম্যাচ বড় ব্যবধানে জেতা ছাড়া সুপার এইটে যাওয়ার কোনও রাস্তা খোলা ছিল না জস বাটলারের দলের ৷ অবশেষে একটিতে এল জয় ৷ পরের ম্যাচে নামিবিয়ার সঙ্গে বড় রানে জয় পেতেই হবে ইংল্যান্ডকে ৷

ENG vs OMAN
ইংল্যান্ডের জয় (ইংল্যান্ড ক্রিকেট এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 14, 2024, 10:20 AM IST

Updated : Jun 14, 2024, 10:36 AM IST

নর্থ সাউন্ড (অ্যান্ডিগা), 14 জুন: আট উইকেটে ওমানকে হারাল ইংল্যান্ড ৷ ইংল্যান্ড বোলারদের দাপটে একত্রে অর্ধশতরানও করতে পারেননি ওমান ব্যাটাররা ৷ 47 রানেই অলআউট হয়ে যায় আকিব ইলিয়াস বাহিনী ৷

স্যর ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে গতকাল (ভারতীয় সময় অনুযায়ী, বৃহস্পতিবার) ওমানের মুখোমুখি হয় ইংল্যান্ড ৷ ইতিমধ্যেই গ্রুপ-বি'র টপার অস্ট্রেলিয়া সুপার এইটে কোয়ালিফাই করেছে ৷ নামিবিয়া ও ওমান ছিটকে গিয়েছে এবারের মতো ৷ সুযোগ রয়েছে স্কটল্যান্ড ও ইংল্যান্ডের ৷ তারমধ্যে স্কটল্যান্ডের সুপার এইটে পৌঁছনোর সুযোগ ইংল্যান্ডের থেকে বেশি ৷ স্কটল্যান্ডের পয়েন্ট 2 ম্যাচ জিতে 5 ও জস বাটলারদের 1টি ম্যাচ জিতে 3 ৷ তাই আগামী তথা শেষ ম্যাচ নামিবিয়াকে বড় ব্যবধানে হারালে তবেই শেষ আটে পৌঁছবে গত বারের চ্যাম্পিয়নরা ৷ সেইসঙ্গে শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে স্কটল্যান্ড হারলে আর ইংল্যান্ড জিতলে বাটলাররা যাবেন শেষ আটে।

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। জোফ্রা আর্চার, মার্ক উড, আদিল রাশিদদের দাপুটে বোলিংয়ে ক্রিজে দাঁড়াতেই পারেননি ওমানের ব্যাটারকা। আদিল রাশিদের চার উইকেট, জোফ্রা আর্চার ও মার্ক উডের 3টি করে উইকেটে 13.2 ওভারে মাত্র 47 রান তুলতে পারে ওমান ৷ সর্বোচ্চ শোয়েব খান 11 রান করেন। আরও কোনও ওমানের ব্যাটার দুই অঙ্কের রানে পৌঁছতে পারেনননি।

রান তাড়া করতে নেমে ওপেনার ফিল সল্ট করেন 12 রান ও অধিনায়ক জস বাটলার করেন 24 ৷ 8 বলে 24 রানের ইনিংসে তিনি 4টি বাউন্ডারি ও 1টি ওভার বাউন্ডারি হাঁকান ৷ উইল জ্যাকস 5 রান করেন ৷ জনি বেয়ারস্টো 2 বলে 2টি চার মেরে আট রানে অপরাজিত থাকেন ৷ মাত্র 3.1 ওভারে 2 উইকেট হারিয়ে 50 রান তুলে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৷

নর্থ সাউন্ড (অ্যান্ডিগা), 14 জুন: আট উইকেটে ওমানকে হারাল ইংল্যান্ড ৷ ইংল্যান্ড বোলারদের দাপটে একত্রে অর্ধশতরানও করতে পারেননি ওমান ব্যাটাররা ৷ 47 রানেই অলআউট হয়ে যায় আকিব ইলিয়াস বাহিনী ৷

স্যর ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে গতকাল (ভারতীয় সময় অনুযায়ী, বৃহস্পতিবার) ওমানের মুখোমুখি হয় ইংল্যান্ড ৷ ইতিমধ্যেই গ্রুপ-বি'র টপার অস্ট্রেলিয়া সুপার এইটে কোয়ালিফাই করেছে ৷ নামিবিয়া ও ওমান ছিটকে গিয়েছে এবারের মতো ৷ সুযোগ রয়েছে স্কটল্যান্ড ও ইংল্যান্ডের ৷ তারমধ্যে স্কটল্যান্ডের সুপার এইটে পৌঁছনোর সুযোগ ইংল্যান্ডের থেকে বেশি ৷ স্কটল্যান্ডের পয়েন্ট 2 ম্যাচ জিতে 5 ও জস বাটলারদের 1টি ম্যাচ জিতে 3 ৷ তাই আগামী তথা শেষ ম্যাচ নামিবিয়াকে বড় ব্যবধানে হারালে তবেই শেষ আটে পৌঁছবে গত বারের চ্যাম্পিয়নরা ৷ সেইসঙ্গে শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে স্কটল্যান্ড হারলে আর ইংল্যান্ড জিতলে বাটলাররা যাবেন শেষ আটে।

এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। জোফ্রা আর্চার, মার্ক উড, আদিল রাশিদদের দাপুটে বোলিংয়ে ক্রিজে দাঁড়াতেই পারেননি ওমানের ব্যাটারকা। আদিল রাশিদের চার উইকেট, জোফ্রা আর্চার ও মার্ক উডের 3টি করে উইকেটে 13.2 ওভারে মাত্র 47 রান তুলতে পারে ওমান ৷ সর্বোচ্চ শোয়েব খান 11 রান করেন। আরও কোনও ওমানের ব্যাটার দুই অঙ্কের রানে পৌঁছতে পারেনননি।

রান তাড়া করতে নেমে ওপেনার ফিল সল্ট করেন 12 রান ও অধিনায়ক জস বাটলার করেন 24 ৷ 8 বলে 24 রানের ইনিংসে তিনি 4টি বাউন্ডারি ও 1টি ওভার বাউন্ডারি হাঁকান ৷ উইল জ্যাকস 5 রান করেন ৷ জনি বেয়ারস্টো 2 বলে 2টি চার মেরে আট রানে অপরাজিত থাকেন ৷ মাত্র 3.1 ওভারে 2 উইকেট হারিয়ে 50 রান তুলে নেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা ৷

Last Updated : Jun 14, 2024, 10:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.