ETV Bharat / sports

রাঁচি টেস্টে 46 রানের লিড ইংল্যান্ডের, দ্বিতীয় ইনিংসের শুরুতেই ব্রিটিশদের ধাক্কা অশ্বিনের

India vs England 2nd Test in Ranchi: রাঁচির চতুর্থ টেস্টে প্রথম ইনিংসে ইংল্যান্ডের স্কোরকে পার করতে পারল না ভারত ৷ তবে, টেস্ট ক্রিকেটের প্রথম হাফ-সেঞ্চুরি করলেন ধ্রুব জুরেল ৷ তিনি এবং কুলদীপ মিলে ভারতের রান তিনশো পার করালেন ৷ দ্বিতীয় ইনিংসে শুরুতেই উইকেট নিলেন রবিচন্দ্রন অশ্বিন ৷

Image Courtesy: BCCI X
Image Courtesy: BCCI X
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 25, 2024, 1:26 PM IST

রাঁচি, 25 ফেব্রুয়ারি: রাজকোটে অভিষেক টেস্টে হাফ-সেঞ্চুরি মাঠেই ফেলে এসেছিলেন ৷ তবে, রাঁচিতে সেই অধরা হাফ-সেঞ্চুরি পূরণ করেই ফিরলেন ভারতীয় দলের উইকেট-কিপার ব্যাটার ধ্রুব জুরেল (90 রান) ৷ সঙ্গে কুলদীপ যাদব (28) এবং মুকেশ কুমারের (9) সঙ্গে মিলে ভারতের ইনিংসকে সামলালেন তিনি ৷ তবে, ইংল্যান্ডের প্রথম ইনিংসের রান পার করাতে পারেননি ৷ তৃতীয়দিনের মধ্যাহ্নভোজের আগে ভারত 307 রানে অলআউট হয়ে যায় ভারত ৷

প্রথম ইনিংসে 46 রানের লিড পেয়েছে ইংল্যান্ড ৷ তবে, দ্বিতীয় সেশনে ব্যাট করতে নেমে শুরুতেই 2 উইকেট হারায় থ্রি-লায়ন্স ৷ ওপেনার বেন ডাকেট (15) এবং ওলি পোপকে (0) 19 রানের মাথায় পরপর প্যাভিলিয়নে ফেরান রবিচন্দ্রন অশ্বিন ৷ তবে, প্রাথমিক ধাক্কা সামলে ফের ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ইংল্যান্ড ৷ কিন্তু, যখন মনে হচ্ছিল ইংল্যান্ড ফের ম্যাচে ফিরছে ৷ তখনই জো রুটকে প্যাভিলিয়নে ফেরান অশ্বিন ৷ জ্যাক ক্রলির আগ্রাসী ব্যাটিংয়ে ইতিমধ্যে দ্বিতীয় ইনিংসে একশো রানের লিড পার করে ফেলেছে ইংল্যান্ড ৷

তবে, অধিনায়ক রোহিত শর্মা এ দিন নতুন বলে দুই অভিজ্ঞ স্পিনারকে দিয়ে আক্রমণ শুরু করান ৷ প্রথম ইনিংসে নতুন বলে সফল আকাশ দীপ বা সিরাজের মধ্যে কাউকেই বোলিং করাননি ৷ জাদেজা সাফল্য না পেলেও, অশ্বিন দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের টপ-অর্ডারের কোমর ভেঙে দেন ৷ এখন ভারতের সামনে লক্ষ্যে যত দ্রুত সম্ভব ইংল্যান্ডকে অলআউট করা ৷ তা না হলে, প্রথম ইনিংসে 46 রানে পিছিয়ে থাকার খেসারত দিতে হতে পারে ভারতকে ৷ এক্ষেত্রে ভারতের মিডল-অর্ডারের পারফর্ম্যান্স নিয়ে প্রশ্ন উঠবে ৷

বিশেষত, রবীন্দ্র জাদেজার (12) ব্যাটিং নিয়ে ৷ পাঁচ নম্বরে নেমে যশস্বীর সঙ্গে ইনিংস সামলানোর বদলে, অতি আগ্রাসনের জেরে নিজের উইকেট দিয়ে আসেন জাদেজা ৷ সরফরাজ খান অভিষেক টেস্টের প্রথম দুই ইনিংসে হাফ-সেঞ্চুরি করলেও, রাঁচিতে মাত্র 14 রান করেন 53 বল খেলে ৷ যদিও, এক্ষেত্রে পরিস্থিতি অনেকটাই দায়ী ৷ জাদেজা আউট হওয়ার পর তিনি যশস্বীর সঙ্গে ইনিংস সামলানোর চেষ্টায় নিজের স্বাভাবিক খেলা থেকে সরে যান ৷ ফলে ভারতীয় ব্যাটারদের উপর চেপে বসে ব্রিটিশ স্পিনাররা ৷

তবে, প্রথম ইনিংসে ব্যাট হাতে ভারতের সেরা ক্রিকেটার ছিলেন ধ্রুব জুরেল ৷ তাঁর 90 রানের ইনিংস এবং কুলদীপের 131 বলে 28 রান ভারতকে তিনশোর স্কোর পার করতে সাহায্য করেছে ৷ অন্যদিকে, পরপর দুই টেস্টে ডাবল সেঞ্চুরির পর, রাঁচিতেও নিজের ফর্ম বজায় রাখলেন যশস্বী জয়সওয়াল (73 রান) ৷

আরও পড়ুন:

  1. 'তুমি আসল হিরো, অনুপ্রেরণা'; জম্মু ও কাশ্মীরে প্যারা-ক্রিকেটার আমিরের সাক্ষাতে সচিন
  2. জাদেজার ঘূর্ণিতে 353 রানে থামল ইংল্যান্ডের প্রথম ইনিংস
  3. শেষ বলের রোমাঞ্চে ডব্লিউপিএলের প্রথম ম্যাচে 4 উইকেটে জয় মুম্বই ইন্ডিয়ান্সের

রাঁচি, 25 ফেব্রুয়ারি: রাজকোটে অভিষেক টেস্টে হাফ-সেঞ্চুরি মাঠেই ফেলে এসেছিলেন ৷ তবে, রাঁচিতে সেই অধরা হাফ-সেঞ্চুরি পূরণ করেই ফিরলেন ভারতীয় দলের উইকেট-কিপার ব্যাটার ধ্রুব জুরেল (90 রান) ৷ সঙ্গে কুলদীপ যাদব (28) এবং মুকেশ কুমারের (9) সঙ্গে মিলে ভারতের ইনিংসকে সামলালেন তিনি ৷ তবে, ইংল্যান্ডের প্রথম ইনিংসের রান পার করাতে পারেননি ৷ তৃতীয়দিনের মধ্যাহ্নভোজের আগে ভারত 307 রানে অলআউট হয়ে যায় ভারত ৷

প্রথম ইনিংসে 46 রানের লিড পেয়েছে ইংল্যান্ড ৷ তবে, দ্বিতীয় সেশনে ব্যাট করতে নেমে শুরুতেই 2 উইকেট হারায় থ্রি-লায়ন্স ৷ ওপেনার বেন ডাকেট (15) এবং ওলি পোপকে (0) 19 রানের মাথায় পরপর প্যাভিলিয়নে ফেরান রবিচন্দ্রন অশ্বিন ৷ তবে, প্রাথমিক ধাক্কা সামলে ফের ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ইংল্যান্ড ৷ কিন্তু, যখন মনে হচ্ছিল ইংল্যান্ড ফের ম্যাচে ফিরছে ৷ তখনই জো রুটকে প্যাভিলিয়নে ফেরান অশ্বিন ৷ জ্যাক ক্রলির আগ্রাসী ব্যাটিংয়ে ইতিমধ্যে দ্বিতীয় ইনিংসে একশো রানের লিড পার করে ফেলেছে ইংল্যান্ড ৷

তবে, অধিনায়ক রোহিত শর্মা এ দিন নতুন বলে দুই অভিজ্ঞ স্পিনারকে দিয়ে আক্রমণ শুরু করান ৷ প্রথম ইনিংসে নতুন বলে সফল আকাশ দীপ বা সিরাজের মধ্যে কাউকেই বোলিং করাননি ৷ জাদেজা সাফল্য না পেলেও, অশ্বিন দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের টপ-অর্ডারের কোমর ভেঙে দেন ৷ এখন ভারতের সামনে লক্ষ্যে যত দ্রুত সম্ভব ইংল্যান্ডকে অলআউট করা ৷ তা না হলে, প্রথম ইনিংসে 46 রানে পিছিয়ে থাকার খেসারত দিতে হতে পারে ভারতকে ৷ এক্ষেত্রে ভারতের মিডল-অর্ডারের পারফর্ম্যান্স নিয়ে প্রশ্ন উঠবে ৷

বিশেষত, রবীন্দ্র জাদেজার (12) ব্যাটিং নিয়ে ৷ পাঁচ নম্বরে নেমে যশস্বীর সঙ্গে ইনিংস সামলানোর বদলে, অতি আগ্রাসনের জেরে নিজের উইকেট দিয়ে আসেন জাদেজা ৷ সরফরাজ খান অভিষেক টেস্টের প্রথম দুই ইনিংসে হাফ-সেঞ্চুরি করলেও, রাঁচিতে মাত্র 14 রান করেন 53 বল খেলে ৷ যদিও, এক্ষেত্রে পরিস্থিতি অনেকটাই দায়ী ৷ জাদেজা আউট হওয়ার পর তিনি যশস্বীর সঙ্গে ইনিংস সামলানোর চেষ্টায় নিজের স্বাভাবিক খেলা থেকে সরে যান ৷ ফলে ভারতীয় ব্যাটারদের উপর চেপে বসে ব্রিটিশ স্পিনাররা ৷

তবে, প্রথম ইনিংসে ব্যাট হাতে ভারতের সেরা ক্রিকেটার ছিলেন ধ্রুব জুরেল ৷ তাঁর 90 রানের ইনিংস এবং কুলদীপের 131 বলে 28 রান ভারতকে তিনশোর স্কোর পার করতে সাহায্য করেছে ৷ অন্যদিকে, পরপর দুই টেস্টে ডাবল সেঞ্চুরির পর, রাঁচিতেও নিজের ফর্ম বজায় রাখলেন যশস্বী জয়সওয়াল (73 রান) ৷

আরও পড়ুন:

  1. 'তুমি আসল হিরো, অনুপ্রেরণা'; জম্মু ও কাশ্মীরে প্যারা-ক্রিকেটার আমিরের সাক্ষাতে সচিন
  2. জাদেজার ঘূর্ণিতে 353 রানে থামল ইংল্যান্ডের প্রথম ইনিংস
  3. শেষ বলের রোমাঞ্চে ডব্লিউপিএলের প্রথম ম্যাচে 4 উইকেটে জয় মুম্বই ইন্ডিয়ান্সের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.