কলকাতা, 6 অক্টোবর: পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ে ফুটবল প্রতিভার খোঁজ । সেই কাজে সাহায্যের হাত বাড়ালো রোটারি ক্যালকাটা মেট্রো সিটি । ঝাড়গ্রামের নয়াগ্রাম থানার বিদ্যাপীঠ ফুটবল দলকে ফুটবলের সরঞ্জাম দিয়ে সাহায্য করা হয়েছে । 85টি জার্সি, 30টি ফুটবল-সহ খেলার অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে নতুন প্রতিভার হাতে ।
সাম্প্রতিক সময়ে বেশ কিছু ক্রীড়া প্রতিভা সামাজিক স্তরে পিছিয়ে পড়া জায়গা থেকে উঠে এসেছে । সঠিক পরিকাঠামো এবং সঠিক দিশায় সাহায্য পেয়ে শুধু জেলা কিংবা রাজ্য পর্যায় নয়, আর্ন্তজাতিক পর্যায়েও সাফল্য পেয়েছে । তিরন্দাজি, হকিতে অনেক উল্লেখযোগ্য মুখ রয়েছে । ফুটবলেও কম নেই উদাহরণ । একাধিক ফুটবল প্রতিভা কলকাতা ময়দানে বিভিন্ন ক্লাব এবং আই লিগে খেলছে । মেয়েদের ফুটবলেও আদিবাসী মেয়েদের ফুটবল প্রতিভার বিচ্ছুরণ দেখা যাচ্ছে ।
ঝাড়গ্রামে ক্রীড়া প্রতিভার নিয়মিত খোঁজ পাওয়া যাচ্ছে । অলিম্পিয়ান তিরন্দাজ দোলা বন্দ্যোপাধ্যায় ও রাহুল বন্দ্যোপাধ্যায় ঝাড়গ্রামে অ্যাকাডেমি করেছেন । রাজ্য সরকারের তিরন্দাজি অ্যাকাডেমিও রয়েছে ঝাড়গ্রামে । তবে শুধু ঝাড়গ্রাম নয়, সন্দেশখালি-সুন্দরবনেও মেয়েরা ফুটবল খেলছেন । তাঁদের অনেকেই কলকাতায় কন্যাশ্রী কাপে নজরকাড়া পারফরম্যান্স করেছেন । তাই ‘ক্যাচ দেম ইন গ্রাসরুট লেভেল’ ভাবনা থেকেই ঝাড়গ্রামের নয়াগ্রামের বালিকা বিদ্যাপীঠের ফুটবল প্রতিভাদের পাশে দাঁড়ানোর উদ্যোগ রোটারি ক্যালকাটা মেট্রো সিটির ।
এই উদ্যোগে সামিল ইংল্যান্ডের একটি অলাভজনক সংস্থাও । ইংল্যান্ডের বাংলার খেলাধুলোয় সাহায্যের হাত বাড়ানো নতুন নয় । রাগবিতে তারা বহু বছর ধরে সাহায্য করে আসছে । এবার আদিবাসী ফুটবল প্রতিভা অন্বেষণে লাগল ব্রিটেনের ছোঁয়া । ক্লাবের প্রতিনিধি শুভজিৎ রায় জানিয়েছেন, তারা গত কয়েকবছর ধরেই পিছিয়ে পড়া অঞ্চল থেকে ফুটবল প্রতিভা অন্বেষণে কাজ করে আসছেন । মেয়েদের ফুটবল প্রতিভার বিকাশেও কাজ চলছে । এবার সুন্দরবন, সন্দেশখালি পেরিয়ে ঝাড়গ্রামে প্রতিভার খোঁজ এবং পাশে দাঁড়ানো ফুটবলকে ভালোবেসে ।