ETV Bharat / sports

জয়ের হ্যাটট্রিকের সঙ্গে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখতে চায় ইস্টবেঙ্গল - ISL 2024

East Bengal: জয়ের হ্যাটট্রিকের সঙ্গে প্লে অফের আশা আরও জোরালো করে বাঁচিয়ে রাখতে চায় ইস্টবেঙ্গল । বুধবার দিল্লিতে প্রতিপক্ষ পঞ্জাব এফসি । 21 ম্যাচে 24 পয়েন্টে দাঁড়িয়ে থাকা কার্লেস কুয়াদ্রাতের ছেলেরা এই ম্যাচ থেকে যেকোনও মূল্যে জয় চাইছে । যাতে প্লে-অফের আশা বেঁচে থাকে । সেটা না হলেও অন্তত জয় দিয়ে মরশুম শেষ করা গিয়েছে এই সন্তুষ্টি যেন থাকে ।

East Bengal News
জয়ের হ্যাটট্রিকের সঙ্গে প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে চায় ইস্টবেঙ্গল
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 9, 2024, 7:08 PM IST

কলকাতা, 9 এপ্রিল: জয়ের হ্যাটট্রিকের সঙ্গে প্লে অফের আশা আরও জোরালো করে বাঁচিয়ে রাখতে চায় ইস্টবেঙ্গল । বুধবার দিল্লিতে প্রতিপক্ষ পঞ্জাব এফসি । 21 টি ম্যাচে 24 পয়েন্টে দাঁড়িয়ে থাকা কার্লেস কুয়াদ্রাতের ছেলেরা এই ম্যাচ থেকে যেকোনও মূল্যে জয় চাইছে । যাতে প্লে অফের আশা বেঁচে থাকে । সেটা না হলেও অন্তত জয় দিয়ে মরশুম শেষ করা গিয়েছে এই সন্তুষ্টি যেন থাকে । তবে দার্শনিক চিন্তার চেয়ে লাল হলুদ ব্রিগেড বাস্তবের মাটিতে দাঁড়িয়ে পঞ্জাব ম্যাচটি দেখতে চাইছে ।

আইএসএলে প্রথম পর্বে এই ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছিল । মাঝের সময়ে পয়েন্ট টেবিলে অনেক ওঠা নামা হয়েছে । এখন প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে ইস্টবেঙ্গলের জয় চাই । গুরুত্বপূর্ণ ম্যাচে কার্ড সমস্যায় গোলরক্ষক প্রোভসুখন গিল এবং মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী নেই । গিলের না থাকা বড় ধাক্কা । কারণ পরিবর্ত গোলরক্ষক কমলজিৎ সিং পুরো মরশুমে একটিও ম্যাচ খেলেননি। যদিও কুয়াদ্রাত এই সমস্যাকে আমল দিতে রাজি নন। তাঁর মতে দলের প্রতিটি ফুটবলার তৈরি এবং এই ম্যাচের গুরুত্ব তাঁরা জানেন । তাই যেকোনও মূল্যে জয় তুলে নিতে সকলে মরিয়া । বাহাত্তর ঘণ্টার ব্যবধানে ম্যাচ খেলার ঝক্কি নিয়ে কুয়াদ্রাত সরব হলেও তা নিয়ে প্রতিবাদের রাস্তায় হাঁটতে রাজি নন। কারন ক্রীড়াসূচি দেখেই তারা খেলছেন ৷

আপাতত দল যেভাবে শেষ দুই ম্যাচে শারীরিক এবং মানসিক কাঠিন্য দেখিয়ে জয় তুলে নিয়ে এসেছে তাতে তিনি খুশি । আশা করছেন লিগের শেষ ম্যাচে একই ধরেন কাঠিন্য দেখিয়ে পঞ্জাবের বিরুদ্ধে জয় তুলে নিয়ে আসবে । যেহেতু পর্যাপ্ত বিশ্রাম মেলেনি তাই বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলা একাদশকে হালকা অনুশীলন করান কুয়াদ্রাত । প্রতিপক্ষ পঞ্জাব আক্রমনাত্মক ফুটবলে খেলতে পছন্দ করে । তাদের বিরুদ্ধে দ্রুত লয়ের প্রতি আক্রমণে গোল তুলে নেওয়া লক্ষ্য । ক্লেটন সিলভা গোলে ফিরেছেন, যা স্বস্তির । গোলের মধ্যে থাকাই নয় সাউল ক্রেসপো মাঝমাঠের নিয়ন্ত্রণ সামলাচ্ছেন । ফলে ইস্টবেঙ্গলের খেলায় অনেক বেশি জমাট ভাব এসেছে ।

কুয়াদ্রাত বলছেন, মরশুমের শুরুতে সব জেনেই দলের দায়িত্ব নিয়েছিলেন । যা সাফল্য এসেছে তাতে খুশি । তবে আত্মসন্তুষ্ট নন । তবে বার্সেলোনার মানুষ হিসেবে সমর্থকদের আবেগটা জানেন । তাই তাঁদের মাঠে আসতে দেখে, দলের সঙ্গে একাত্ম হতে দেখে খুশি হয়েছেন । কারণ ইস্টবেঙ্গলের মত ঐতিহ্যশালী দলের সোনালি অতীত ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করতে চান । আর চান সমর্থকদের মুখে হাসি ফিরিয়ে নিয়ে আসতে ।

আরও পড়ুন:

  1. পরপর 2 ম্যাচে হার, কেকেআরের বিরুদ্ধে ঘরের মাঠের সুবিধা নিতে মরিয়া ধোনিরা
  2. আইএসএলের দরজা খুলতেই বাজেট ভাবনা মহমেডানে, কী বলছেন ইনভেস্টর-কর্তা?
  3. গোলাপি শহরে প্রথম শতরানে উজ্জ্বল কোহলি, গড়লেন 'বিরাট' নজিরও

কলকাতা, 9 এপ্রিল: জয়ের হ্যাটট্রিকের সঙ্গে প্লে অফের আশা আরও জোরালো করে বাঁচিয়ে রাখতে চায় ইস্টবেঙ্গল । বুধবার দিল্লিতে প্রতিপক্ষ পঞ্জাব এফসি । 21 টি ম্যাচে 24 পয়েন্টে দাঁড়িয়ে থাকা কার্লেস কুয়াদ্রাতের ছেলেরা এই ম্যাচ থেকে যেকোনও মূল্যে জয় চাইছে । যাতে প্লে অফের আশা বেঁচে থাকে । সেটা না হলেও অন্তত জয় দিয়ে মরশুম শেষ করা গিয়েছে এই সন্তুষ্টি যেন থাকে । তবে দার্শনিক চিন্তার চেয়ে লাল হলুদ ব্রিগেড বাস্তবের মাটিতে দাঁড়িয়ে পঞ্জাব ম্যাচটি দেখতে চাইছে ।

আইএসএলে প্রথম পর্বে এই ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছিল । মাঝের সময়ে পয়েন্ট টেবিলে অনেক ওঠা নামা হয়েছে । এখন প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে ইস্টবেঙ্গলের জয় চাই । গুরুত্বপূর্ণ ম্যাচে কার্ড সমস্যায় গোলরক্ষক প্রোভসুখন গিল এবং মিডফিল্ডার সৌভিক চক্রবর্তী নেই । গিলের না থাকা বড় ধাক্কা । কারণ পরিবর্ত গোলরক্ষক কমলজিৎ সিং পুরো মরশুমে একটিও ম্যাচ খেলেননি। যদিও কুয়াদ্রাত এই সমস্যাকে আমল দিতে রাজি নন। তাঁর মতে দলের প্রতিটি ফুটবলার তৈরি এবং এই ম্যাচের গুরুত্ব তাঁরা জানেন । তাই যেকোনও মূল্যে জয় তুলে নিতে সকলে মরিয়া । বাহাত্তর ঘণ্টার ব্যবধানে ম্যাচ খেলার ঝক্কি নিয়ে কুয়াদ্রাত সরব হলেও তা নিয়ে প্রতিবাদের রাস্তায় হাঁটতে রাজি নন। কারন ক্রীড়াসূচি দেখেই তারা খেলছেন ৷

আপাতত দল যেভাবে শেষ দুই ম্যাচে শারীরিক এবং মানসিক কাঠিন্য দেখিয়ে জয় তুলে নিয়ে এসেছে তাতে তিনি খুশি । আশা করছেন লিগের শেষ ম্যাচে একই ধরেন কাঠিন্য দেখিয়ে পঞ্জাবের বিরুদ্ধে জয় তুলে নিয়ে আসবে । যেহেতু পর্যাপ্ত বিশ্রাম মেলেনি তাই বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলা একাদশকে হালকা অনুশীলন করান কুয়াদ্রাত । প্রতিপক্ষ পঞ্জাব আক্রমনাত্মক ফুটবলে খেলতে পছন্দ করে । তাদের বিরুদ্ধে দ্রুত লয়ের প্রতি আক্রমণে গোল তুলে নেওয়া লক্ষ্য । ক্লেটন সিলভা গোলে ফিরেছেন, যা স্বস্তির । গোলের মধ্যে থাকাই নয় সাউল ক্রেসপো মাঝমাঠের নিয়ন্ত্রণ সামলাচ্ছেন । ফলে ইস্টবেঙ্গলের খেলায় অনেক বেশি জমাট ভাব এসেছে ।

কুয়াদ্রাত বলছেন, মরশুমের শুরুতে সব জেনেই দলের দায়িত্ব নিয়েছিলেন । যা সাফল্য এসেছে তাতে খুশি । তবে আত্মসন্তুষ্ট নন । তবে বার্সেলোনার মানুষ হিসেবে সমর্থকদের আবেগটা জানেন । তাই তাঁদের মাঠে আসতে দেখে, দলের সঙ্গে একাত্ম হতে দেখে খুশি হয়েছেন । কারণ ইস্টবেঙ্গলের মত ঐতিহ্যশালী দলের সোনালি অতীত ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করতে চান । আর চান সমর্থকদের মুখে হাসি ফিরিয়ে নিয়ে আসতে ।

আরও পড়ুন:

  1. পরপর 2 ম্যাচে হার, কেকেআরের বিরুদ্ধে ঘরের মাঠের সুবিধা নিতে মরিয়া ধোনিরা
  2. আইএসএলের দরজা খুলতেই বাজেট ভাবনা মহমেডানে, কী বলছেন ইনভেস্টর-কর্তা?
  3. গোলাপি শহরে প্রথম শতরানে উজ্জ্বল কোহলি, গড়লেন 'বিরাট' নজিরও
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.