ETV Bharat / sports

ডার্বি জয়ের পরেই পদস্খলন, ক্লান্তি সরিয়ে পুলিশের বিরুদ্ধে জয়ের খোঁজে ইস্টবেঙ্গল - CFL 2024 - CFL 2024

East Bengal in CFL 2024: ডার্বি জয়ের পরের ম্যাচেই আটকে গিয়েছে ইস্টবেঙ্গল ৷ আপাত সহজ কাস্টমসের বিরুদ্ধে আটকে যাওয়ায় কিছুটা হলেও হতাশ লাল-হলুদ সমর্থকরা । তারমধ্যেই পুলিশ এসি’র বিরুদ্ধে ফের জয়ের রাস্তায় ফিরতে চাইছে ‘বিনো জর্জ অ্যান্ড কোং’ ৷

East Bengal in CFL 2024
জয়ের খোঁজে ইস্টবেঙ্গল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 19, 2024, 6:56 AM IST

কলকাতা, 19 জুলাই: জয়ের সরণিতে ফিরতে মরিয়া ইস্টবেঙ্গল । কলকাতা লিগে পুলিশ এসির বিরুদ্ধে নিজেদের মাঠে খেলবে লাল-হলুদ । বৃহস্পতিবারই থাইল্যান্ডে কেরালা ব্লাস্টার্সের প্রস্তুতি শিবির থেকে জিকশান সিং কলকাতায় চলে আসায় লাল-হলুদ সমর্থকদের মধ্যে উন্মাদনা বেড়ে গিয়েছে । বিকেলে কেরালা ব্লাস্টার্সের তরফে তাঁকে রিলিজ দেওয়ার কথা সরকারিভাবে জানানো হয় ।

এক ভিডিয়ো বার্তায় তিনি বলেন, “আমি ক্লাব ছাড়ছি । আমার এই সিদ্ধান্তে আশা করি সমর্থকরা সম্মান জানাবেন । ক্লাবের সবাইকে ধন্যবাদ ।” যদিও ইস্টবেঙ্গলের পক্ষ থেকে সরকারিভাবে তাঁর নাম ঘোষণা করতে আরও কিছুটা সময় লাগবে ।

তিন ম্যাচে 12 গোল করার পর চতুর্থ ম্যাচে কাস্টমসের কাছে আটকে গিয়েছিল জেসিন টিকে’রা । শুক্রবার সেই জয়ের সরণিতেই ফিরতে মরিয়া ইস্টবেঙ্গল । একই সঙ্গে এই ম্যাচে প্রথম তিন ম্যাচের মতোই স্কোরবোর্ডকে সচল রাখতে চান ডেভিডরা । লাল-হলুদ শিবিরের একটাই চিন্তা, ঘনঘন ম্যাচ খেলা । তবে এই প্রতিবন্ধকতাকে কাটিয়েই শুক্রবার তিন পয়েন্টের আশা করছেন বিনো জর্জের ছেলেরা । ডার্বিতে কার্ড দেখে কাস্টমস ম্যাচ খেলতে পারেননি জোসেফ । শুক্রবার তিনিও ফিরছেন ।

ডার্বি জয়ের পরের ম্যাচেই আটকে যাওয়ায় কিছুটা হলেও হতাশ লাল-হলুদ সমর্থকরা । শুক্রবার ঘরের মাঠে পুলিশ এসির বিরুদ্ধে সেই লাল-হলুদ সমর্থকদের পাশে থাকার আবেদন কোচ বিনো জর্জের । তিনি বলেন, “আমরা ঘরের মাঠে ফিরছি । সব সমর্থকদের কাছে মাঠে আসার আবেদন । আমরা আমাদের একশো শতাংশ দেব । জয়ের সরণীতে ফিরতে চাই । জয়ের সাক্ষী থাকুন ।”

কলকাতা, 19 জুলাই: জয়ের সরণিতে ফিরতে মরিয়া ইস্টবেঙ্গল । কলকাতা লিগে পুলিশ এসির বিরুদ্ধে নিজেদের মাঠে খেলবে লাল-হলুদ । বৃহস্পতিবারই থাইল্যান্ডে কেরালা ব্লাস্টার্সের প্রস্তুতি শিবির থেকে জিকশান সিং কলকাতায় চলে আসায় লাল-হলুদ সমর্থকদের মধ্যে উন্মাদনা বেড়ে গিয়েছে । বিকেলে কেরালা ব্লাস্টার্সের তরফে তাঁকে রিলিজ দেওয়ার কথা সরকারিভাবে জানানো হয় ।

এক ভিডিয়ো বার্তায় তিনি বলেন, “আমি ক্লাব ছাড়ছি । আমার এই সিদ্ধান্তে আশা করি সমর্থকরা সম্মান জানাবেন । ক্লাবের সবাইকে ধন্যবাদ ।” যদিও ইস্টবেঙ্গলের পক্ষ থেকে সরকারিভাবে তাঁর নাম ঘোষণা করতে আরও কিছুটা সময় লাগবে ।

তিন ম্যাচে 12 গোল করার পর চতুর্থ ম্যাচে কাস্টমসের কাছে আটকে গিয়েছিল জেসিন টিকে’রা । শুক্রবার সেই জয়ের সরণিতেই ফিরতে মরিয়া ইস্টবেঙ্গল । একই সঙ্গে এই ম্যাচে প্রথম তিন ম্যাচের মতোই স্কোরবোর্ডকে সচল রাখতে চান ডেভিডরা । লাল-হলুদ শিবিরের একটাই চিন্তা, ঘনঘন ম্যাচ খেলা । তবে এই প্রতিবন্ধকতাকে কাটিয়েই শুক্রবার তিন পয়েন্টের আশা করছেন বিনো জর্জের ছেলেরা । ডার্বিতে কার্ড দেখে কাস্টমস ম্যাচ খেলতে পারেননি জোসেফ । শুক্রবার তিনিও ফিরছেন ।

ডার্বি জয়ের পরের ম্যাচেই আটকে যাওয়ায় কিছুটা হলেও হতাশ লাল-হলুদ সমর্থকরা । শুক্রবার ঘরের মাঠে পুলিশ এসির বিরুদ্ধে সেই লাল-হলুদ সমর্থকদের পাশে থাকার আবেদন কোচ বিনো জর্জের । তিনি বলেন, “আমরা ঘরের মাঠে ফিরছি । সব সমর্থকদের কাছে মাঠে আসার আবেদন । আমরা আমাদের একশো শতাংশ দেব । জয়ের সরণীতে ফিরতে চাই । জয়ের সাক্ষী থাকুন ।”

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.