ETV Bharat / sports

কলকাতার মতো ডার্বির পরিবেশ অন্য কোথাও পাওয়া সম্ভব নয়; কুয়াদ্রাত - Carles Cuadrat on ISL Derby

Indian Super League 2023-24: কোনও অবস্থাতেই ডার্বি ভুবনেশ্বরে করতে রাজি নয় লাল-হলুদ ব্রিগেড । হেডস্যরও বলছেন, কলকাতার মতো পরিবেশ পাওয়া কোথায় সম্ভব নয় ৷ যদিও ডার্বি নয়, আপাতত গোয়া ম্যাচকেই পাখির চোখ করছেন কার্লেস কুয়াদ্রাত ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 4, 2024, 7:48 PM IST

কলকাতার মতো ডার্বির পরিবেশ অন্য কোথাও পাওয়া সম্ভব নয়

কলকাতা, 4 মার্চ: ডার্বির জন্য কলকাতার মতো জমজমাট পরিবেশ অন্য কোথাও পাওয়া সম্ভব নয় । ষাট হাজার দর্শকের উপস্থিতিতে পরিবেশটাই অন্যমাত্রার । তবে আইএসএল কর্তৃপক্ষ ঠিক করবে ডার্বি কোথায় হবে । যেখানেই হোক, ডার্বি খেলতে ইস্টবেঙ্গল প্রস্তুত । এফসি গোয়ার বিরুদ্ধে আইএসএলের ম্যাচ খেলতে যাওয়ার আগে ডার্বির স্থানান্তরের সম্ভাবনা নিয়ে প্রতিক্রিয়া ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাতের ।

প্রথম ছয়ের আশা টিকিয়ে রাখতে বুধবার গোয়ার মাটিতে তাদের হারাতে হবে । তাই ডার্বি স্থানান্তর নিয়ে মন্তব্য করলেও কার্লেস কুয়াদ্রাত এবং লাল-হলুদ ব্রিগেডের পাখির চোখ এফসি গোয়া ম্যাচ । প্রথম পর্বে ঘরের মাঠে গোয়ার বিরুদ্ধে 1-2 ব্যবধানে হেরেছিল ইস্টবেঙ্গল । এবার সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার পাশাপাশি সুপার সিক্সে প্রবেশ করার আশা বাঁচিয়ে রাখার চ্যালেঞ্জ । কুয়াদ্রাত বলছেন, সামনের পাঁচটি ম্যাচ তাদের কাছে ফাইনালের সমান । সেখানেই লুকিয়ে সুপার সিক্সের টিকিট । প্রতি ম্যাচে পয়েন্ট টেবিলে বদল হচ্ছে । তাই সেই সুযোগ কাজে লাগাতে হবে । এককথায় দলের জন্য মরণ-বাঁচন পরিস্থিতি ।

এফসি গোয়া ম্যাচের জন্য কার্ড সমস্যার কারণে অজয় ছেত্রীকে পাবে না ইস্টবেঙ্গল । তবে চোট সারিয়ে খেলার মতো পরিস্থিতিতে চলে এসেছেন সাউল ক্রেসপো । লাল-হলুদের হেডস্যর বলছেন, অনেকদিন পরে ছয় বিদেশি রয়েছে তাঁর ডাগ-আউটে । ইতিমধ্যে হরমনজিৎ সিং খাবরা ফিট হয়ে শেষ ম্যাচে পরিবর্ত হিসেবে মাঠে নেমেছিলেন ।

চলতি মরশুমে ইস্টবেঙ্গলের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব । ফলস্বরূপ টানা দু’টো ম্যাচ জিততে পারেনি দল । বিষয়টি মেনে নিয়ে কুয়াদ্রাত জানিয়েছেন, পুরো মরশুম জুড়েই একাধিক সমস্যা নিয়ে তাঁরা চলেছেন । তা নিয়ে দু’টো ফাইনাল খেলেছেন, ট্রফি পেয়েছেন এবং ডার্বিতে জিতেছেন । আগামী পাঁচটি ম্যাচে ধাপে ধাপে এগোতে চান । ক্লাবের হার না-মানা মনোভাব প্রতিটি ম্যাচে তুলে ধরাই লক্ষ্য । সব মিলিয়ে এফসি গোয়া ম্যাচে মধুর প্রতিশোধ নেওয়াই নয়, সুপার সিক্সের আশা বাঁচিয়ে রাখারও ম্যাচ । সেই লক্ষ্য পূরণে মিশন গোয়ার পথে ইস্টবেঙ্গল ।

আরও পড়ুন:

কলকাতার মতো ডার্বির পরিবেশ অন্য কোথাও পাওয়া সম্ভব নয়

কলকাতা, 4 মার্চ: ডার্বির জন্য কলকাতার মতো জমজমাট পরিবেশ অন্য কোথাও পাওয়া সম্ভব নয় । ষাট হাজার দর্শকের উপস্থিতিতে পরিবেশটাই অন্যমাত্রার । তবে আইএসএল কর্তৃপক্ষ ঠিক করবে ডার্বি কোথায় হবে । যেখানেই হোক, ডার্বি খেলতে ইস্টবেঙ্গল প্রস্তুত । এফসি গোয়ার বিরুদ্ধে আইএসএলের ম্যাচ খেলতে যাওয়ার আগে ডার্বির স্থানান্তরের সম্ভাবনা নিয়ে প্রতিক্রিয়া ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাতের ।

প্রথম ছয়ের আশা টিকিয়ে রাখতে বুধবার গোয়ার মাটিতে তাদের হারাতে হবে । তাই ডার্বি স্থানান্তর নিয়ে মন্তব্য করলেও কার্লেস কুয়াদ্রাত এবং লাল-হলুদ ব্রিগেডের পাখির চোখ এফসি গোয়া ম্যাচ । প্রথম পর্বে ঘরের মাঠে গোয়ার বিরুদ্ধে 1-2 ব্যবধানে হেরেছিল ইস্টবেঙ্গল । এবার সেই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার পাশাপাশি সুপার সিক্সে প্রবেশ করার আশা বাঁচিয়ে রাখার চ্যালেঞ্জ । কুয়াদ্রাত বলছেন, সামনের পাঁচটি ম্যাচ তাদের কাছে ফাইনালের সমান । সেখানেই লুকিয়ে সুপার সিক্সের টিকিট । প্রতি ম্যাচে পয়েন্ট টেবিলে বদল হচ্ছে । তাই সেই সুযোগ কাজে লাগাতে হবে । এককথায় দলের জন্য মরণ-বাঁচন পরিস্থিতি ।

এফসি গোয়া ম্যাচের জন্য কার্ড সমস্যার কারণে অজয় ছেত্রীকে পাবে না ইস্টবেঙ্গল । তবে চোট সারিয়ে খেলার মতো পরিস্থিতিতে চলে এসেছেন সাউল ক্রেসপো । লাল-হলুদের হেডস্যর বলছেন, অনেকদিন পরে ছয় বিদেশি রয়েছে তাঁর ডাগ-আউটে । ইতিমধ্যে হরমনজিৎ সিং খাবরা ফিট হয়ে শেষ ম্যাচে পরিবর্ত হিসেবে মাঠে নেমেছিলেন ।

চলতি মরশুমে ইস্টবেঙ্গলের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব । ফলস্বরূপ টানা দু’টো ম্যাচ জিততে পারেনি দল । বিষয়টি মেনে নিয়ে কুয়াদ্রাত জানিয়েছেন, পুরো মরশুম জুড়েই একাধিক সমস্যা নিয়ে তাঁরা চলেছেন । তা নিয়ে দু’টো ফাইনাল খেলেছেন, ট্রফি পেয়েছেন এবং ডার্বিতে জিতেছেন । আগামী পাঁচটি ম্যাচে ধাপে ধাপে এগোতে চান । ক্লাবের হার না-মানা মনোভাব প্রতিটি ম্যাচে তুলে ধরাই লক্ষ্য । সব মিলিয়ে এফসি গোয়া ম্যাচে মধুর প্রতিশোধ নেওয়াই নয়, সুপার সিক্সের আশা বাঁচিয়ে রাখারও ম্যাচ । সেই লক্ষ্য পূরণে মিশন গোয়ার পথে ইস্টবেঙ্গল ।

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.