কলকাতা, 28 অগস্ট: 'ময়দানে কিছুই স্ট্যাটিক নয় ৷' মোহনবাগানের প্রাক্তন সচিব স্বর্গীয় অঞ্জন মিত্রের বিখ্যাত উক্তি অরণ্যর প্রাচীন প্রবাদের মত ৷ সেই সূত্র ধরেই বলা যায় মোহনবাগান জনতা 'বাজপাখি' নামে চিনত শিলটন পাল'কে ৷ কিন্তু শিলটনের থেকে ছিনিয়ে নেওয়ার পথে বিশাল কাইথ ৷ মঙ্গলবার ডুরান্ড কাপের সেমিফাইনালের পর দিমিত্রি পেত্রাতোস তো জানিয়েই দিলেন, বিশাল কাইথ-ই বাগানের বাজপাখি।
বিশাল কাইথের বিশ্বস্ত দস্তানায় বেঙ্গালুরুকে হারিয়ে ফের একবার ডুরান্ড কাপ ফাইনালে সবুজ-মেরুন। ফাইনালে প্রবেশের নায়ক হিসাবে স্বাভাবিকভাবেই বিশালকে বেছে নিয়েছেন দিমিত্রি। অজি ফুটবলার বলছেন, "বিশাল আমাদের সত্যিকারের বাজপাখি। ওর উপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে।" বেঙ্গালুরু এফসি'র বিরুদ্ধে একাধিক গোলের সুযোগ তৈরি করেও ফায়দা তুলতে পারেনি মোহনবাগান সুপারজায়ান্ট। পেত্রাতোস যদিও সুযোগ নষ্টে চিন্তিত নন। তাঁর কথায়, "আমরা গোলের সুযোগ তৈরি করছি এটাই সবচেয়ে ইতিবাচক।"
অন্যদিকে ফাইনালে পৌঁছনোর জন্য দলের ফুটবলারদেরই সম্পূর্ণ কৃতিত্ব দিলেন বাগান কোচ হোসে মোলিনা। স্প্যানিয়ার্ড বলছেন, "কোচের ভূমিকা আর কতটুকু? প্লেয়াররা ভালো খেলছে, তার ফল ওরাই মাঠে পাচ্ছে।" প্রতি ম্যাচেই একাধিক বদল প্রথম একাদশে। এ ব্য়াপারে যদিও মোলিনা বলছেন, "আমার হাতে একাধিক ভালো ফুটবলার রয়েছে। তাই আমি সবাইকে ঘুরিয়ে ফিরিয়েই খেলাতে চাই।"
.@vishalkaith01 SUPREMACY! 🫡💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/CE0KaMoe8r
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) August 27, 2024
টানা জয়ের কৃতিত্বের সিংহভাগ যদিও দাবি করতেই পারেন বিশাল কাইথ। ধারাবাহিকভাবে ভালো খেলে চলেছেন। তবুও জাতীয় দলে ব্রাত্য। তবে এতকিছুর পরও নির্লিপ্ত বিশাল। বাগান গোলরক্ষক বলছেন, "আমার কাজ প্রতিনিয়ত উন্নতি করা। কাউকে জবাব দিতে আমি মাঠে নামি না। জাতীয় দলে ডাক না-পাওয়ায় আমার কোনও আফসোস নেই। আমি প্রতিদিন নিজের ধারা বজায় রাখতে। টাইব্রেকারের জন্য আমি প্রস্তুত ছিলাম। কোয়ার্টার ফাইনালেও একইরকম পরিস্থিতি ছিল। জানতাম বিপক্ষ গোল করবে, আমাকে একটা দু’টো বাঁচাতে হবে এই যা।"