ETV Bharat / sports

মারাদোনার দেহ করব থেকে তুলে সমাধিস্থলে রাখতে চান সন্তানরা - Diego Maradona

Diego Maradona: কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদনার দেহ কবর থেকে তোলা হতে পারে ৷ তার জন্য সান ইসিদ্রোর আদালতে আবেদন জানিয়েছেন বিশ্বকাপ জয়ী কিংবদন্তির সন্তানরা ৷

author img

By PTI

Published : May 3, 2024, 11:22 AM IST

ETV BHARAT
ETV BHARAT (ETV BHARAT FILE)

বুয়েনস আইরেস, 3 মে: দিয়েগো মারাদোনার দেহ কবর থেকে তোলার জন্য আর্জেন্তিনার আদালতে আবেদন জানালেন প্রয়াত কিংবদন্তি ফুটবলারের সন্তানরা ৷ ব্যক্তিগত কবরস্থান থেকে মারাদোনার দেহ সরিয়ে বুয়েনস আইরিসে সমাধিস্থলে রাখা হোক ৷ এমনই ইচ্ছেপ্রকাশ করে তাঁর সন্তানরা সান ইসিদ্রোর আদালতে আবেদন জানিয়েছেন ৷ যাতে কিংবদন্তি এই ফুটবলারকে বিশ্বের ফুটবলপ্রেমীরা শ্রদ্ধার্ঘ্য অর্পণ করতে পারে ৷

এই মুহূর্তে বুয়েনস আইরেসে ফুটবল রাজপুত্রের দেহ রাখার জন্য সেই বিশেষ সমাধি তৈরির কাজ চলছে ৷ বুয়েনস আইরিসের স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, সান ইসিদ্রো আদালতে বৃহস্পতিবার এই আবেদন করা হয়েছে ৷ আর এই আবেদন করেছেন মারাদোনার সন্তানরা ৷ বুয়েনস আইরিসের কাছে পুয়ের্তো মাদেরোতে একটি নতুন সমাধি তৈরি করা হচ্ছে ৷ যার নাম রাখা হয়েছে, 'মেমোরিয়াল দেল দিয়েজ' ৷ বর্তমান কবরস্থানের থেকে সেটি অনেক বেশি নিরাপদ বলে জানানো হয়েছে আবেদনপত্রে ৷

ওই আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, এখন যেখানে মারাদোনার দেহ রয়েছে, সেখানে তাঁর সকল অনুগামী ও ফুটবল প্রেমিরা শ্রদ্ধার্ঘ্য জানাতে পারে না ৷ কিন্তু, নতুন সমাধিস্থলে আর্জেন্তিনা এমনকি, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ফুটবলপ্রেমীরা দিয়েগো মারাদোনাকে নিজেদের শ্রদ্ধা অর্পণ করতে পারবে ৷ 2020 সালে রহস্যজনকভাবে মৃত্যু হয় কিংবদন্তি ফুটবলারের ৷ সান মিগুয়েল শহরে জর্ডন দে বেল্লা ভিস্তা নামে একটি বেসরকারি কবরস্থানে সমাধিস্থ করা হয় তাঁকে ৷

উল্লেখ্য, মারাদোনার দেহ কবর থেকে তুলে নতুন সমাধিস্থলে রাখতে হলে, আদালতের অনুমতি বাধ্যতামূলক ৷ কারণ, ফুটবল কিংবদন্তির মৃত্যুর ঘটনায় তাঁর চিকিৎসা ও সেবার দায়িত্ব থাকা আটজনের বিরুদ্ধে ক্রিমিনাল মামলারুজু করে তদন্ত চলছে ৷ আবেদনs মারাদোনার সন্তানরা জানিয়েছেন, ইতিমধ্যে কবরের উপর থেকে মারাদোনার দেহ পরীক্ষা করা হয়েছে ৷ পর্যাপ্ত নিরাপত্তা ও গোপনীয়তার সঙ্গে 1986 বিশ্বকাপ জয়ী আর্জেন্তিনা দলের অধিনায়কের দেহ সরানোর আবেদন করা হয়েছে ৷

আরও পড়ুন:

  1. প্র্যাকটিসে সেটপিস ও স্পটকিকে জোর হাবাসের, তুঙ্গে টিকিটের চাহিদা
  2. বিশ্বকাপ স্কোয়াডের পরিকল্পনায় আইপিএলের বিশেষ প্রভাব নেই, স্পষ্ট করলেন রোহিত

বুয়েনস আইরেস, 3 মে: দিয়েগো মারাদোনার দেহ কবর থেকে তোলার জন্য আর্জেন্তিনার আদালতে আবেদন জানালেন প্রয়াত কিংবদন্তি ফুটবলারের সন্তানরা ৷ ব্যক্তিগত কবরস্থান থেকে মারাদোনার দেহ সরিয়ে বুয়েনস আইরিসে সমাধিস্থলে রাখা হোক ৷ এমনই ইচ্ছেপ্রকাশ করে তাঁর সন্তানরা সান ইসিদ্রোর আদালতে আবেদন জানিয়েছেন ৷ যাতে কিংবদন্তি এই ফুটবলারকে বিশ্বের ফুটবলপ্রেমীরা শ্রদ্ধার্ঘ্য অর্পণ করতে পারে ৷

এই মুহূর্তে বুয়েনস আইরেসে ফুটবল রাজপুত্রের দেহ রাখার জন্য সেই বিশেষ সমাধি তৈরির কাজ চলছে ৷ বুয়েনস আইরিসের স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, সান ইসিদ্রো আদালতে বৃহস্পতিবার এই আবেদন করা হয়েছে ৷ আর এই আবেদন করেছেন মারাদোনার সন্তানরা ৷ বুয়েনস আইরিসের কাছে পুয়ের্তো মাদেরোতে একটি নতুন সমাধি তৈরি করা হচ্ছে ৷ যার নাম রাখা হয়েছে, 'মেমোরিয়াল দেল দিয়েজ' ৷ বর্তমান কবরস্থানের থেকে সেটি অনেক বেশি নিরাপদ বলে জানানো হয়েছে আবেদনপত্রে ৷

ওই আবেদনপত্রে উল্লেখ করা হয়েছে, এখন যেখানে মারাদোনার দেহ রয়েছে, সেখানে তাঁর সকল অনুগামী ও ফুটবল প্রেমিরা শ্রদ্ধার্ঘ্য জানাতে পারে না ৷ কিন্তু, নতুন সমাধিস্থলে আর্জেন্তিনা এমনকি, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ফুটবলপ্রেমীরা দিয়েগো মারাদোনাকে নিজেদের শ্রদ্ধা অর্পণ করতে পারবে ৷ 2020 সালে রহস্যজনকভাবে মৃত্যু হয় কিংবদন্তি ফুটবলারের ৷ সান মিগুয়েল শহরে জর্ডন দে বেল্লা ভিস্তা নামে একটি বেসরকারি কবরস্থানে সমাধিস্থ করা হয় তাঁকে ৷

উল্লেখ্য, মারাদোনার দেহ কবর থেকে তুলে নতুন সমাধিস্থলে রাখতে হলে, আদালতের অনুমতি বাধ্যতামূলক ৷ কারণ, ফুটবল কিংবদন্তির মৃত্যুর ঘটনায় তাঁর চিকিৎসা ও সেবার দায়িত্ব থাকা আটজনের বিরুদ্ধে ক্রিমিনাল মামলারুজু করে তদন্ত চলছে ৷ আবেদনs মারাদোনার সন্তানরা জানিয়েছেন, ইতিমধ্যে কবরের উপর থেকে মারাদোনার দেহ পরীক্ষা করা হয়েছে ৷ পর্যাপ্ত নিরাপত্তা ও গোপনীয়তার সঙ্গে 1986 বিশ্বকাপ জয়ী আর্জেন্তিনা দলের অধিনায়কের দেহ সরানোর আবেদন করা হয়েছে ৷

আরও পড়ুন:

  1. প্র্যাকটিসে সেটপিস ও স্পটকিকে জোর হাবাসের, তুঙ্গে টিকিটের চাহিদা
  2. বিশ্বকাপ স্কোয়াডের পরিকল্পনায় আইপিএলের বিশেষ প্রভাব নেই, স্পষ্ট করলেন রোহিত
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.