ETV Bharat / sports

ধ্রুব জুরেলের ভবিষ্যত উজ্জ্বল, ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব দেওয়ার পক্ষে ঋদ্ধি - ধ্রুব জুরেল

Wriddhiman Saha on Dhruv Jurel: সরাসরি বা টিভি লাইভ দেখা না হলেও, হাইলাইটসে তরুণ ধ্রুব জুরেলের উইকেটকিপিং ও ব্যাটিং দেখেছেন ঋদ্ধিমান সাহা ৷ আর তা দেখে ঋদ্ধির মনে ধরেছে ভারতীয় ক্রিকেটের এই উঠতি প্রতিভাকে ৷ জানালেন, ব্যাটিং থেকে কিপিং সবকিছুর টেকনিক অসাধারণ ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 1, 2024, 12:22 PM IST

ধ্রুব জুরেল ও ভারতীয় দলের সেন্ট্রাল কন্ট্র্যাক্ট বিতর্ক নিয়ে কথা বললেন ঋদ্ধিমান সাহা

কলকাতা, 1 মার্চ: রাহুল দ্রাবিড় কোচ হয়ে আসার পর, ভারতীয় দলে তাঁর মধুর সমাপ্তি হয়নি ৷ মহেন্দ্র সিং ধোনি পরবর্তী সময়ে দারুণ আশা জাগিয়ে শুরু করেও, বাদ পড়েছেন তিনি ৷ কিন্তু, রাগ, অভিমান মনে রাখেননি ৷ বরং বাস্তব মেনে আইপিএলে মনসংযোগ করেছেন ঋদ্ধিমান সাহা ৷ তবে, ভারতীয় দলের পারফরম্যান্সে নজর রয়েছে তাঁর ৷ উঠতি তরুণ উইকেট-কিপার ধ্রুব জুরেলের পারফরম্যান্স মুগ্ধ হয়ে দেখেছেন ৷ জানিয়ে দিলেন, ধ্রুব জুরেলের ভবিষ্যৎ উজ্জ্বল ৷

কলকাতা ক্রীড়া সাংবাদিকদের ক্লাবে একটি অনুষ্ঠানে এসেছিলেন প্রাক্তন ভারতীয় উইকেট-কিপার ৷ ধ্রুব জুরেল নিয়ে ঋদ্ধি বলেছেন, "ঘরোয়া ক্রিকেটে আগে আমি ওর খেলা দেখিনি ৷ তবে, ম্যাচের হাইলাইটস দেখে যা বুঝেছি, অসাধারণ ব্যাট করে ৷ টেকনিকের দিক থেকে নিখুঁত ৷ আশা করি, ছেলেটা ভালো খেলবে ৷"

অন্যদিকে, জাতীয় দলের ক্রিকেটারেদের সিরিজ না থাকাকালীন ঘরোয়া ক্রিকেট খেলা নিয়ে সম্প্রতি কঠোর অবস্থান নিয়েছে বিসিসিআই ৷ যা নিয়ে বলতে গিয়ে সরফরাজ খানকে উদাহরণ হিসেবে তুলে ধরলেন ঋদ্ধি, "সরফরাজ খানও অসাধারণ ক্রিকেটার ৷ এত বছর ধরে রান করেছে ঘরোয়া ক্রিকেটে ৷ তার প্রভাব তো থাকবেই ৷ যেই স্তরেই রান করুক, আত্মবিশ্বাস বাড়ে ৷ সেটাই কাজে লাগিয়েছে সরফরাজ ৷"

এদিন তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার পক্ষে কথা বললেন ঋদ্ধি ৷ কোনও দিন সাহায্যের হাত বাড়াতে কার্পন্য করেননি ৷ এখন ভারতীয় দলে একঝাঁক ক্রিকেটারের উত্থানে ঋদ্ধিমান খুশি ৷ বলছেন, "তরুণ ক্রিকেটারদের মধ্যে সকলেই রান করছে, উইকেট পাচ্ছে ৷ যাকে যখন দরকার, সে খেলে দিচ্ছে ৷ আমাদের রিজার্ভ বেঞ্চ তৈরি ৷ ধ্রুবও সুযোগ পেয়ে কিন্তু খেলে দিল ৷"

শ্রেয়স আইয়ার এবং ঈশান কিষাণ প্রসঙ্গে সরাসরি মন্তব্য করলেন না ৷ তবে, বুঝিয়ে দিলেন দল থেকে অকারণে ছুটি নিয়ে ঠিক করেননি তাঁরা ৷ ভারতীয় দলের প্রাক্তন উইকেটরক্ষকের প্রতিক্রিয়া, "অনেকেই সুযোগ পেয়ে খেলতে চাইছে না ৷ আমি কারও নাম নেব না ৷ কিন্তু, এটা একদমই উচিত নয় ৷ যে কোনও ফর্ম্যাটে দেশের স্কোয়াডে থাকলে তার খেলা উচিত ৷" প্রায় একই সঙ্গে যোগ করেন, "ফিট থাকলে সব ম্যাচ খেলা উচিত ৷ আমি তো সময় পেলে ক্লাব ম্যাচও খেলতাম ৷ অফিস ম্যাচও খেলতাম ৷ ম্যাচকে ম্যাচ হিসেবে দেখা উচিত ৷ কোন স্তরে খেলছি সেটা বিষয় নয় ৷"

ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচ টেস্টের সিরিজ একম্যাচ বাকি থাকতে জিতে নিয়েছে ভারত ৷ এবার সিরিজের পাঁচ নম্বর টেস্ট ধর্মশালায় ৷ শেষ টেস্টে ভারতকেই এগিয়ে রাখছেন ঋদ্ধিমান ৷ গতবারের উদাহরণ টেনে তিনি বলেন, "ভারত খুব ভাল খেলছে ৷ আগের বারও তাই হয়েছিল ৷ প্রথম ম্যাচ হারার পরে আমরা প্রত্যেকটি জিতেছি ৷ এবারও আশা করি সিরিজ 4-1 হবে ৷"

আপাতত আইপিএলের প্রস্তুতিতে ব্যস্ত তিনি ৷ সদ্য গুজরাত টাইটান্সের প্রস্তুতি শিবির থেকে ফিরেছেন ৷ আবার যোগ দেবেন সাতদিন পর ৷ তখন থেকে পুরোদমে আইপিএলের প্রস্তুতি শুরু হবে যাবে ৷ একইভাবে ত্রিপুরার হয়ে রঞ্জি ট্রফি খেলাও উপভোগ করছেন বলে জানিয়েছেন ঋদ্ধিমান সাহা ৷

আরও পড়ুন:

  1. বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ শ্রেয়স-ঈশান, এলিট ক্যাটেগরিতে নাম জুড়ল জাদেজার
  2. ময়দানে গড়াপেটা, রিপোর্ট চেয়ে বুধে বৈঠক সিএবি'র
  3. লন্ডনে মহম্মদ শামির গোড়ালির সফল অস্ত্রোপচার

ধ্রুব জুরেল ও ভারতীয় দলের সেন্ট্রাল কন্ট্র্যাক্ট বিতর্ক নিয়ে কথা বললেন ঋদ্ধিমান সাহা

কলকাতা, 1 মার্চ: রাহুল দ্রাবিড় কোচ হয়ে আসার পর, ভারতীয় দলে তাঁর মধুর সমাপ্তি হয়নি ৷ মহেন্দ্র সিং ধোনি পরবর্তী সময়ে দারুণ আশা জাগিয়ে শুরু করেও, বাদ পড়েছেন তিনি ৷ কিন্তু, রাগ, অভিমান মনে রাখেননি ৷ বরং বাস্তব মেনে আইপিএলে মনসংযোগ করেছেন ঋদ্ধিমান সাহা ৷ তবে, ভারতীয় দলের পারফরম্যান্সে নজর রয়েছে তাঁর ৷ উঠতি তরুণ উইকেট-কিপার ধ্রুব জুরেলের পারফরম্যান্স মুগ্ধ হয়ে দেখেছেন ৷ জানিয়ে দিলেন, ধ্রুব জুরেলের ভবিষ্যৎ উজ্জ্বল ৷

কলকাতা ক্রীড়া সাংবাদিকদের ক্লাবে একটি অনুষ্ঠানে এসেছিলেন প্রাক্তন ভারতীয় উইকেট-কিপার ৷ ধ্রুব জুরেল নিয়ে ঋদ্ধি বলেছেন, "ঘরোয়া ক্রিকেটে আগে আমি ওর খেলা দেখিনি ৷ তবে, ম্যাচের হাইলাইটস দেখে যা বুঝেছি, অসাধারণ ব্যাট করে ৷ টেকনিকের দিক থেকে নিখুঁত ৷ আশা করি, ছেলেটা ভালো খেলবে ৷"

অন্যদিকে, জাতীয় দলের ক্রিকেটারেদের সিরিজ না থাকাকালীন ঘরোয়া ক্রিকেট খেলা নিয়ে সম্প্রতি কঠোর অবস্থান নিয়েছে বিসিসিআই ৷ যা নিয়ে বলতে গিয়ে সরফরাজ খানকে উদাহরণ হিসেবে তুলে ধরলেন ঋদ্ধি, "সরফরাজ খানও অসাধারণ ক্রিকেটার ৷ এত বছর ধরে রান করেছে ঘরোয়া ক্রিকেটে ৷ তার প্রভাব তো থাকবেই ৷ যেই স্তরেই রান করুক, আত্মবিশ্বাস বাড়ে ৷ সেটাই কাজে লাগিয়েছে সরফরাজ ৷"

এদিন তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার পক্ষে কথা বললেন ঋদ্ধি ৷ কোনও দিন সাহায্যের হাত বাড়াতে কার্পন্য করেননি ৷ এখন ভারতীয় দলে একঝাঁক ক্রিকেটারের উত্থানে ঋদ্ধিমান খুশি ৷ বলছেন, "তরুণ ক্রিকেটারদের মধ্যে সকলেই রান করছে, উইকেট পাচ্ছে ৷ যাকে যখন দরকার, সে খেলে দিচ্ছে ৷ আমাদের রিজার্ভ বেঞ্চ তৈরি ৷ ধ্রুবও সুযোগ পেয়ে কিন্তু খেলে দিল ৷"

শ্রেয়স আইয়ার এবং ঈশান কিষাণ প্রসঙ্গে সরাসরি মন্তব্য করলেন না ৷ তবে, বুঝিয়ে দিলেন দল থেকে অকারণে ছুটি নিয়ে ঠিক করেননি তাঁরা ৷ ভারতীয় দলের প্রাক্তন উইকেটরক্ষকের প্রতিক্রিয়া, "অনেকেই সুযোগ পেয়ে খেলতে চাইছে না ৷ আমি কারও নাম নেব না ৷ কিন্তু, এটা একদমই উচিত নয় ৷ যে কোনও ফর্ম্যাটে দেশের স্কোয়াডে থাকলে তার খেলা উচিত ৷" প্রায় একই সঙ্গে যোগ করেন, "ফিট থাকলে সব ম্যাচ খেলা উচিত ৷ আমি তো সময় পেলে ক্লাব ম্যাচও খেলতাম ৷ অফিস ম্যাচও খেলতাম ৷ ম্যাচকে ম্যাচ হিসেবে দেখা উচিত ৷ কোন স্তরে খেলছি সেটা বিষয় নয় ৷"

ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে পাঁচ টেস্টের সিরিজ একম্যাচ বাকি থাকতে জিতে নিয়েছে ভারত ৷ এবার সিরিজের পাঁচ নম্বর টেস্ট ধর্মশালায় ৷ শেষ টেস্টে ভারতকেই এগিয়ে রাখছেন ঋদ্ধিমান ৷ গতবারের উদাহরণ টেনে তিনি বলেন, "ভারত খুব ভাল খেলছে ৷ আগের বারও তাই হয়েছিল ৷ প্রথম ম্যাচ হারার পরে আমরা প্রত্যেকটি জিতেছি ৷ এবারও আশা করি সিরিজ 4-1 হবে ৷"

আপাতত আইপিএলের প্রস্তুতিতে ব্যস্ত তিনি ৷ সদ্য গুজরাত টাইটান্সের প্রস্তুতি শিবির থেকে ফিরেছেন ৷ আবার যোগ দেবেন সাতদিন পর ৷ তখন থেকে পুরোদমে আইপিএলের প্রস্তুতি শুরু হবে যাবে ৷ একইভাবে ত্রিপুরার হয়ে রঞ্জি ট্রফি খেলাও উপভোগ করছেন বলে জানিয়েছেন ঋদ্ধিমান সাহা ৷

আরও পড়ুন:

  1. বোর্ডের বার্ষিক চুক্তি থেকে বাদ শ্রেয়স-ঈশান, এলিট ক্যাটেগরিতে নাম জুড়ল জাদেজার
  2. ময়দানে গড়াপেটা, রিপোর্ট চেয়ে বুধে বৈঠক সিএবি'র
  3. লন্ডনে মহম্মদ শামির গোড়ালির সফল অস্ত্রোপচার
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.