বিশাখাপত্তনম, 22 মার্চ: বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে 2022 সালের 21 ডিসেম্বর শেষবার পেশাদার ক্রিকেটে প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নেমেছিলেন ৷ তার 9 দিনের মাথায় ভয়াবহ পথ দুর্ঘটনায় 14 মাসের বিরতি ৷ মাঝে দীর্ঘ এই সময়ে কঠিন লড়াই ৷ সেই লড়াই পেরিয়ে শনিবার ফের পেশাদার ক্রিকেটের মঞ্চে প্রত্যাবর্তন ৷ তার আগে নিজের অনুভূতি ও আবেগের বহিঃপ্রকাশ ঘটালেন ঋষভ পন্ত ৷
জানালেন, এতদিন পর ফের উইকেটের পিছনে গ্লাভস হাতে দাঁড়াবেন, ব্যাটহাতে বাইশ গজে প্রতিপক্ষ বোলারকে ফেস করবেন ৷ সেই সব নিয়ে যেমন উত্তেজিত, তেমনই ভিতর থেকে কিছুটা নার্ভাসও ৷ আবার কিছুটা চিন্তিত বটে ৷ কারণ, শুরুটা কেমন হবে ? সেটাই মাঝে মধ্যে মাথায় আসছে ৷ ঋষভ বলেন, "চিন্তিত, নার্ভাস, উত্তেজিত... সব একসঙ্গে অনুভূতি হচ্ছে ৷ কিন্তু, একই সঙ্গে খুব খুশি এটা ভেবে যে, আবারও পেশাদার ক্রিকেটে মাঠে ফিরছি ৷ আমি এই মুহূর্তে শনিবারের ম্যাচ খেলার অপেক্ষায় আছি ৷"
তবে, ঋষভ জানানে শুরুতেই সেই আগের ছন্দ পাবেন না ৷ এর জন্য মাঠের ভিতরে এবার তাঁকে লড়াই করতে হবে ৷ প্রতি মুহূর্তে তাঁর আগের পারফর্ম্যান্সের সঙ্গে বর্তমানের তুলনা চলবে ৷ কত দ্রুত নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পারবেন পন্ত ! সেটাই এখন দেখার ৷ তাই এক একটা দিন ধরে এগোতে চান ঋষভ ৷ তিনি বলেন, "প্রত্যেকবার যখন আমি মাঠে নামছি, তখন একটা আলাদা অনুভূতি হচ্ছে ৷ আমি শুধু চাইছি যতক্ষণ পারব, ধৈর্য ধরে ব্যাট করে যাব ৷ আর তাহলেই আমি নিজের পুরনো ছন্দে ফিরব ৷ আমি খুব বেশি আগে ভাবতে চাইছি না ৷ আমি একটা করে দিন ধরে এগোচ্ছি ৷ সঙ্গে নিজের 100 শতাংশ দিচ্ছি ৷"
পঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে দিল্লি ক্যাপিটালস ৷ হোম ম্যাচ হলেও, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলা হচ্ছে না পন্তদের ৷ দিল্লির মাঠ এখনও প্রস্তুত নয় ৷ তাই প্রথম কয়েকটি ম্যাচ বিশাখাপত্তনমে খেলবে দিল্লি ক্যাপিটাল ৷ যে ম্যাচে দুই দলেই বেশ কিছু পরিবর্তন দেখা যাবে ৷ সেই সঙ্গে পঞ্জাব কিংসের হয়ে শিখর ধাওয়ান টস করতে নামেন কিনা, সেদিকেও নজর থাকবে সকলের ৷
আরও পড়ুন: