ETV Bharat / sports

সেমিতে ভিনেশের কাছে পরাজিত কিউবার লোপেজ এখন সোনাজয়ের দাবিদার - PARIS OLYMPICS 2024 - PARIS OLYMPICS 2024

CUBA'S WRESTLER REPLACES VINESH IN FINAL: আন্তর্জাতিক কুস্তি সংস্থার নিয়ম মেনে মহিলাদের 50 কেজি কুস্তির ফাইনালে ভিনেশের পরিবর্তে লড়বেন কিউবার কুস্তিগীর, যিনি শেষ চারে ভিনেশের কাছেই হেরেছিলেন ৷ জানিয়ে দিল আলিম্পিক্স আয়োজকরা ৷

CUBA WRESTLER REPLACES VINESH
সেমিতে ভিনেশের কাছে পরাজিত হয়েছিলেন কিউবার লোপেজ (AP Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Aug 7, 2024, 3:44 PM IST

প্যারিস, 7 অগস্ট: কয়েকঘণ্টার মধ্যে বদলে গেল সবটা ৷ প্য়ারিস থেকে প্রথম সোনার পদক আনবেন কুস্তিগীর ভিনেশ ফোগত ৷ আশায় ছিল আসমুদ্র-হিমাচল ৷ কিন্তু আশা যে নিরাশায় পরিণত হল শুধু তাই নয়, ওজন বেশির কারণে ভিনেশ ফোগতকে 'বাতিল' ঘোষণায় হৃদয় ভাঙল 140 কোটির ৷ যার অভিঘাত বহুদিন মনে রাখবেন অনুরাগীরা ৷ প্রথমে বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হচ্ছিল 50 কেজি ক্যাটেগরিতে রুপোর পদক মিলবে না কোনও কুস্তিগীরের ৷ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সোনা জিতে নেবেন ফাইনালে ভিনেশের মার্কিন প্রতিদ্বন্দ্বী ৷ ব্রোঞ্জ পদকের ম্যাচ হবে নিয়ম মেনেই ৷

কিন্তু সময় গড়াতেই পরিষ্কার হল ছবিটা ৷ 'বাতিল' ভিনেশের পরিবর্তে 50 কেজির ফাইনালে লড়বেন কিউবার ইউসনেইলিস গুজম্যান লোপেজ ৷ যিনি মঙ্গলবার ভিনেশের কাছে সেমির লড়াইয়ে হেরে গিয়েছিলেন ৷ ভারতীয় কুস্তিগীরের ডিসকোয়ালিফিকেশনের কিছুক্ষণের মধ্যেই তাঁর পরিবর্ত খুঁজে নিল অলিম্পিক্স অফিসিয়ালরা ৷ অর্থাৎ, নিয়মের গেরোয় ভিনেশের কাছে শেষ চারে হেরে যাওয়া কুস্তিগীরই এখন সোনার দাবিদার ৷

মঙ্গলবার, সেমিফাইনালে কিউবার প্রতিদ্বন্দ্বীকে 50 কেজি ক্যাটেগরির শেষ চারের বাউটে 5-0 ব্যবধানে হারিয়েছিলেন ভিনেশ ৷ একতরফা সেই জয়ে ইতিহাসেও নাম তুলে ফেলেছিলেন হরিয়ানার কুস্তিগীর ৷ প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে অলিম্পিক্স ফাইনালের যোগ্যতা অর্জন করেন ভিনেশ ৷ উল্লেখ্য, ওজন কমিয়ে 53 কেজি ক্যাটেগরির পরিবর্তে চলতি অলিম্পিক্সে 50 কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেন ভিনেশ ৷

বুধবার, ফাইনালের দিন সকালে নিয়ম মেনে ওজন পরীক্ষা হয় ভারতীয় কুস্তিগীরের ৷ সেখানে ভিনেশের ওজন 100 গ্রাম বেশি হওয়ায় তাঁকে 'বাতিল' ঘোষণা করেন অফিসিয়ালরা ৷ কোনওরকম পদকজয়ের সম্ভাবনা শেষ হয়ে যায় ভিনেশের ৷ পরিবর্তে নিয়ম মেনেই সুযোগ করে নিলেন কিউবার কুস্তিগীর ৷ এক বিবৃতিতে প্যারিস অলিম্পিক্স আয়োজক কমিটি জানিয়েছে, আন্তর্জাতিক কুস্তি সংস্থার নিয়মের আর্টিকল 11 অনুযায়ী সেমিফাইনালে হেরে যাওয়া কিউবার ইউসনেইলিস গুজম্যান ভিনেশের পরিবর্তে ফাইনালে লড়বেন ৷ (PTI INPUT)

প্যারিস, 7 অগস্ট: কয়েকঘণ্টার মধ্যে বদলে গেল সবটা ৷ প্য়ারিস থেকে প্রথম সোনার পদক আনবেন কুস্তিগীর ভিনেশ ফোগত ৷ আশায় ছিল আসমুদ্র-হিমাচল ৷ কিন্তু আশা যে নিরাশায় পরিণত হল শুধু তাই নয়, ওজন বেশির কারণে ভিনেশ ফোগতকে 'বাতিল' ঘোষণায় হৃদয় ভাঙল 140 কোটির ৷ যার অভিঘাত বহুদিন মনে রাখবেন অনুরাগীরা ৷ প্রথমে বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হচ্ছিল 50 কেজি ক্যাটেগরিতে রুপোর পদক মিলবে না কোনও কুস্তিগীরের ৷ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সোনা জিতে নেবেন ফাইনালে ভিনেশের মার্কিন প্রতিদ্বন্দ্বী ৷ ব্রোঞ্জ পদকের ম্যাচ হবে নিয়ম মেনেই ৷

কিন্তু সময় গড়াতেই পরিষ্কার হল ছবিটা ৷ 'বাতিল' ভিনেশের পরিবর্তে 50 কেজির ফাইনালে লড়বেন কিউবার ইউসনেইলিস গুজম্যান লোপেজ ৷ যিনি মঙ্গলবার ভিনেশের কাছে সেমির লড়াইয়ে হেরে গিয়েছিলেন ৷ ভারতীয় কুস্তিগীরের ডিসকোয়ালিফিকেশনের কিছুক্ষণের মধ্যেই তাঁর পরিবর্ত খুঁজে নিল অলিম্পিক্স অফিসিয়ালরা ৷ অর্থাৎ, নিয়মের গেরোয় ভিনেশের কাছে শেষ চারে হেরে যাওয়া কুস্তিগীরই এখন সোনার দাবিদার ৷

মঙ্গলবার, সেমিফাইনালে কিউবার প্রতিদ্বন্দ্বীকে 50 কেজি ক্যাটেগরির শেষ চারের বাউটে 5-0 ব্যবধানে হারিয়েছিলেন ভিনেশ ৷ একতরফা সেই জয়ে ইতিহাসেও নাম তুলে ফেলেছিলেন হরিয়ানার কুস্তিগীর ৷ প্রথম ভারতীয় মহিলা কুস্তিগীর হিসেবে অলিম্পিক্স ফাইনালের যোগ্যতা অর্জন করেন ভিনেশ ৷ উল্লেখ্য, ওজন কমিয়ে 53 কেজি ক্যাটেগরির পরিবর্তে চলতি অলিম্পিক্সে 50 কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করেন ভিনেশ ৷

বুধবার, ফাইনালের দিন সকালে নিয়ম মেনে ওজন পরীক্ষা হয় ভারতীয় কুস্তিগীরের ৷ সেখানে ভিনেশের ওজন 100 গ্রাম বেশি হওয়ায় তাঁকে 'বাতিল' ঘোষণা করেন অফিসিয়ালরা ৷ কোনওরকম পদকজয়ের সম্ভাবনা শেষ হয়ে যায় ভিনেশের ৷ পরিবর্তে নিয়ম মেনেই সুযোগ করে নিলেন কিউবার কুস্তিগীর ৷ এক বিবৃতিতে প্যারিস অলিম্পিক্স আয়োজক কমিটি জানিয়েছে, আন্তর্জাতিক কুস্তি সংস্থার নিয়মের আর্টিকল 11 অনুযায়ী সেমিফাইনালে হেরে যাওয়া কিউবার ইউসনেইলিস গুজম্যান ভিনেশের পরিবর্তে ফাইনালে লড়বেন ৷ (PTI INPUT)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.