ETV Bharat / sports

প্লে-অফের যোগ্যতাঅর্জনে ধোনিদের বিরুদ্ধে জটিল সমীকরণ বিরাটদের - IPL 2024 - IPL 2024

IPL 2024: আজ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচ শেষে নিশ্চিত হয়ে যাবে, এবারের আইপিএল প্লে-অফ লাইন-আপ ৷ চিন্নাস্বামী স্টেডিয়ামে বিরাট-ধোনি দ্বৈরথে সিএসএকের অংকটা খুবই সহজ ৷ ম্যাচ জিতে প্লে-অফের যোগ্যতাঅর্জন করো ৷ তবে আরসিবি-র জন্য অংকটা একটু জটিল ৷

ETV BHARAT
নেটে অনুশীলনে মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি ৷ (ছবি- সিএসকে ও আরসিবি এক্স হ্যান্ডেল)
author img

By PTI

Published : May 18, 2024, 11:49 AM IST

বেঙ্গালুরু, 18 মে: আইপিএলে আজ দাক্ষিণাত্য ডার্বিতে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং চেন্নাই সুপার কিংস ৷ একদিকে বিরাট কোহলি এবং অপরদিকে মহেন্দ্র সিং ধোনি ৷ যে দ্বৈরথ দিয়ে এবারের আইপিএলের শুরুটা হয়েছিল ৷ লিগের চূড়ান্ত ফলাফল সেই দুই দলের দ্বৈরথেই নির্ধারিত হতে চলেছে ৷ আইপিএল প্লে-অফে পৌঁছতে মাস্ট-উইন গেম দুই দলের কাছে ৷ তবে যোগ্যতাঅর্জনের রাস্তাটা কোহলির আরসিবি-র জন্য একটু কঠিন ৷

এই মুহূর্তে আইপিএলের পয়েন্ট টেবিলের পরিস্থিতি যা, তাতে কলকাতা নাইট রাইডার্স একনম্বর দল হিসেবে অনেক আগেই কোয়ালিফাই করেছে ৷ আপাতত দ্বিতীয় স্থানে রাজস্থান রয়্যালস ৷ আর তিন নম্বরে সানরাইজার্স হায়দরাবাদ ৷ খালি রয়েছে চার নম্বর জায়গা ৷ যেখানে চেন্নাই সুপার কিংসের পৌঁছনোর রাস্তাটা খুবই সহজ ৷ আজকের ম্যাচ জিততে হবে ৷ তবে, হারলেও সুযোগ থেকে যাচ্ছে নেট রানরেটের নিরিখে প্লে-অফের ওঠার ৷

আরসিবি ও সিএসকে-র প্লে-অফের দৌড়ে নেট রানরেটের খেলা

চেন্নাইয়ের জন্য অংকটা খুবই সহজ ৷ ম্যাচ জিতে সরাসরি কোয়ালিফাই করে যাওয়া ৷ আর ম্যাচ হারলে ? সেক্ষেত্রে আগে ব্যাট করলে 18 কম রানে হারতে হবে ৷ আর পরে ব্যাট করলে 18.1 ওভারের আগে আরসিবি-কে সেই রান তুলতে দেওয়া যাবে না ৷ আর বৃষ্টিতে খেলা নূন্যতম 5 ওভারে এসে দাঁড়ালেও, আগে ব্যাট করলে 18 বা তার বেশি রানে হারলে চলবে না ৷

আর আরসিবি-র ক্ষেত্রে হিসেবটা একটু জটিল ৷ ফাফ ডু’প্লেসিসের দলকে শুধু জিতলেই হবে না ৷ সিএসকে-র নেট রানরেটকে টপকাতে হবে ৷ আরসিবি আগে ব্যাট করলে তাদের 18 বা তার বেশি রানে জিততে হবে ৷ অর্থাৎ, আগে ব্যাট করে 200 রান তুললে, 182 বা তার কম রানে সিএসকে-কে আটকাতে হবে ৷ ঠিক তেমনি, আরসিবি যদি রান তাড়া করে, সেক্ষেত্রে কমপক্ষে 18.1 ওভার অর্থাৎ, 11 বল বাকি থাকতে সেই রান তুলতে হবে ৷ উদাহরণ, চেন্নাই সুপার কিংস 200 রান তুললে, আরসিবি-কে 201 রান করতে হবে 18.1 ওভারের মধ্যে ৷

যদি, কোনওভাবে 18.1 ওভারের মধ্যে 201 রান না ওঠে ৷ সেখানেও একটা সুযোগ থাকবে ৷ আর তা হল, 200 রানে পৌঁছে সেখান থেকে ছয় মেরে ম্যাচ জিততে হবে আরসিবি-কে ৷ তবে, সেটা করতে হবে 18.4 ওভার বা 8 বল বাকি থাকতে ৷ বৃষ্টির কারণে নূন্যতম 5 ওভারের খেলা হলে, রান ডিফেন্ড করার ক্ষেত্রে 18 বা তার বেশি রানে জেতার অংক বজায় থাকবে ৷ রান তাড়া করার ক্ষেত্রে যে টার্গেট সিএসকে দেবে, তা 3.1 ওভারের মধ্যে তুলতে হবে ৷

সব মিলিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্লে-অফের অংক বেশ জটিল ৷ তবে, আরসিবি-র জন্য আরও একটি খারাপ খবর রয়েছে ৷ আর তা হল, বৃষ্টি ৷ বেঙ্গালুরুতে আজ 80 শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ম্যাচের সময় ৷ তা হলে, ম্যাচ পণ্ড হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে ৷ যদিও, গতকাল আরসিবি-র তরফে মাঠের ড্রেনেজ ব্যবস্থা যাচাই করে দেখানো হয়েছে ৷ যেখানে কোনওভাবে আউট ফিল্ডে জল জমে গেলে, তা শুকিয়ে ম্যাচ শুরু করতে খুব একটা সময় লাগবে না বলে দাবি করা হয়েছে ৷

তবে, এসবের বাইরে আরসিবি-র বিরুদ্ধে সিএসকে ম্যানেজমেন্ট আলাদা পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন তাদের বোলিং কোচ ডোয়েন ব্রাভো ৷ তিনি বলেন, "আমরা আরসিবি-র জন্য বিশেষ পরিকল্পনা তৈরি করেছি ৷ যদি, ওদের ম্যাচ জিততে হয় তাহলে, সেই পরিকল্পনাগুলিকে হারাতে হবে ৷ না হলে, 'পরের মরশুমে' চেষ্টা করতে হবে ৷" যদিও, আরসিবি-র শেষ পাঁচ ম্যাচের পারফর্ম্যান্সের পর, তাদের সম্মান জানানোর কথাও বলতে শোনা গেল সিএসকে-র বোলিং কোচকে ৷ কারণ, এই মুহূর্তে চেন্নাইয়ের বোলিং পুরোপুরি অনভিজ্ঞ, বিশেষত পেস বোলিং ৷ যেখানে উলটোদিকে বিরাট কোহলি এবং ফাফ ডিপ্লেসিসের মতো ব্যাটাররা রয়েছেন ৷

আরও পড়ুন:

  1. সল্টের পরিবর্তে নারিনের পার্টনার কে ? জানালেন কেকেআর কোচ
  2. টি-20 বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত
  3. কোহলির সঙ্গে আলোচনা সেরেই অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত, জানালেন ছেত্রী

বেঙ্গালুরু, 18 মে: আইপিএলে আজ দাক্ষিণাত্য ডার্বিতে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং চেন্নাই সুপার কিংস ৷ একদিকে বিরাট কোহলি এবং অপরদিকে মহেন্দ্র সিং ধোনি ৷ যে দ্বৈরথ দিয়ে এবারের আইপিএলের শুরুটা হয়েছিল ৷ লিগের চূড়ান্ত ফলাফল সেই দুই দলের দ্বৈরথেই নির্ধারিত হতে চলেছে ৷ আইপিএল প্লে-অফে পৌঁছতে মাস্ট-উইন গেম দুই দলের কাছে ৷ তবে যোগ্যতাঅর্জনের রাস্তাটা কোহলির আরসিবি-র জন্য একটু কঠিন ৷

এই মুহূর্তে আইপিএলের পয়েন্ট টেবিলের পরিস্থিতি যা, তাতে কলকাতা নাইট রাইডার্স একনম্বর দল হিসেবে অনেক আগেই কোয়ালিফাই করেছে ৷ আপাতত দ্বিতীয় স্থানে রাজস্থান রয়্যালস ৷ আর তিন নম্বরে সানরাইজার্স হায়দরাবাদ ৷ খালি রয়েছে চার নম্বর জায়গা ৷ যেখানে চেন্নাই সুপার কিংসের পৌঁছনোর রাস্তাটা খুবই সহজ ৷ আজকের ম্যাচ জিততে হবে ৷ তবে, হারলেও সুযোগ থেকে যাচ্ছে নেট রানরেটের নিরিখে প্লে-অফের ওঠার ৷

আরসিবি ও সিএসকে-র প্লে-অফের দৌড়ে নেট রানরেটের খেলা

চেন্নাইয়ের জন্য অংকটা খুবই সহজ ৷ ম্যাচ জিতে সরাসরি কোয়ালিফাই করে যাওয়া ৷ আর ম্যাচ হারলে ? সেক্ষেত্রে আগে ব্যাট করলে 18 কম রানে হারতে হবে ৷ আর পরে ব্যাট করলে 18.1 ওভারের আগে আরসিবি-কে সেই রান তুলতে দেওয়া যাবে না ৷ আর বৃষ্টিতে খেলা নূন্যতম 5 ওভারে এসে দাঁড়ালেও, আগে ব্যাট করলে 18 বা তার বেশি রানে হারলে চলবে না ৷

আর আরসিবি-র ক্ষেত্রে হিসেবটা একটু জটিল ৷ ফাফ ডু’প্লেসিসের দলকে শুধু জিতলেই হবে না ৷ সিএসকে-র নেট রানরেটকে টপকাতে হবে ৷ আরসিবি আগে ব্যাট করলে তাদের 18 বা তার বেশি রানে জিততে হবে ৷ অর্থাৎ, আগে ব্যাট করে 200 রান তুললে, 182 বা তার কম রানে সিএসকে-কে আটকাতে হবে ৷ ঠিক তেমনি, আরসিবি যদি রান তাড়া করে, সেক্ষেত্রে কমপক্ষে 18.1 ওভার অর্থাৎ, 11 বল বাকি থাকতে সেই রান তুলতে হবে ৷ উদাহরণ, চেন্নাই সুপার কিংস 200 রান তুললে, আরসিবি-কে 201 রান করতে হবে 18.1 ওভারের মধ্যে ৷

যদি, কোনওভাবে 18.1 ওভারের মধ্যে 201 রান না ওঠে ৷ সেখানেও একটা সুযোগ থাকবে ৷ আর তা হল, 200 রানে পৌঁছে সেখান থেকে ছয় মেরে ম্যাচ জিততে হবে আরসিবি-কে ৷ তবে, সেটা করতে হবে 18.4 ওভার বা 8 বল বাকি থাকতে ৷ বৃষ্টির কারণে নূন্যতম 5 ওভারের খেলা হলে, রান ডিফেন্ড করার ক্ষেত্রে 18 বা তার বেশি রানে জেতার অংক বজায় থাকবে ৷ রান তাড়া করার ক্ষেত্রে যে টার্গেট সিএসকে দেবে, তা 3.1 ওভারের মধ্যে তুলতে হবে ৷

সব মিলিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্লে-অফের অংক বেশ জটিল ৷ তবে, আরসিবি-র জন্য আরও একটি খারাপ খবর রয়েছে ৷ আর তা হল, বৃষ্টি ৷ বেঙ্গালুরুতে আজ 80 শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ম্যাচের সময় ৷ তা হলে, ম্যাচ পণ্ড হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে ৷ যদিও, গতকাল আরসিবি-র তরফে মাঠের ড্রেনেজ ব্যবস্থা যাচাই করে দেখানো হয়েছে ৷ যেখানে কোনওভাবে আউট ফিল্ডে জল জমে গেলে, তা শুকিয়ে ম্যাচ শুরু করতে খুব একটা সময় লাগবে না বলে দাবি করা হয়েছে ৷

তবে, এসবের বাইরে আরসিবি-র বিরুদ্ধে সিএসকে ম্যানেজমেন্ট আলাদা পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন তাদের বোলিং কোচ ডোয়েন ব্রাভো ৷ তিনি বলেন, "আমরা আরসিবি-র জন্য বিশেষ পরিকল্পনা তৈরি করেছি ৷ যদি, ওদের ম্যাচ জিততে হয় তাহলে, সেই পরিকল্পনাগুলিকে হারাতে হবে ৷ না হলে, 'পরের মরশুমে' চেষ্টা করতে হবে ৷" যদিও, আরসিবি-র শেষ পাঁচ ম্যাচের পারফর্ম্যান্সের পর, তাদের সম্মান জানানোর কথাও বলতে শোনা গেল সিএসকে-র বোলিং কোচকে ৷ কারণ, এই মুহূর্তে চেন্নাইয়ের বোলিং পুরোপুরি অনভিজ্ঞ, বিশেষত পেস বোলিং ৷ যেখানে উলটোদিকে বিরাট কোহলি এবং ফাফ ডিপ্লেসিসের মতো ব্যাটাররা রয়েছেন ৷

আরও পড়ুন:

  1. সল্টের পরিবর্তে নারিনের পার্টনার কে ? জানালেন কেকেআর কোচ
  2. টি-20 বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত
  3. কোহলির সঙ্গে আলোচনা সেরেই অবসরের চূড়ান্ত সিদ্ধান্ত, জানালেন ছেত্রী
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.