ETV Bharat / sports

‘10 দিনের মধ্যে টাকা না-পেলে মামলা করব’, ফেডারেশনকে হুমকি বরখাস্ত স্টিম্যাচের - Igor Stimac warns AIFF - IGOR STIMAC WARNS AIFF

Igor Stimac is ready for legal battle: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ভরাডুবির পর ইগর স্টিম্যাচকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন ৷ এবার এআইএফএফ’কে হুমকি দিলেন ক্রোয়েশিয়ার ফুটবল প্রশিক্ষক ৷ 10 দিনের মধ্যে ফেডারেশন প্রাপ্য টাকা না-দিলেন কেস করবেন বলে জানিয়েছেন স্টিম্যাচ ৷

Etv Bharat
ফেডারেশনকে হুমকি বরখাস্ত স্টিম্যাচের (ইটিভি ভারত)
author img

By PTI

Published : Jun 18, 2024, 11:00 PM IST

নয়াদিল্লি, 18 জুন: প্রাক বিশ্বকাপ পর্বে ভারতের ভরাডুবির পরেই ব্যর্থতার দায়ে চাকরি গিয়েছে ইগর স্টিম্যাচের । পাঁচ বছর ধরে ‘মেন ইন ব্লু’র দলের দায়িত্ব সামলানোর পরেই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে । চুক্তি শেষ হওয়ার একবছর আগেই তাঁকে দরজা দেখিয়েছে এআইএফএফ ৷ এবার পালটা ফেডারেশনকে তোপ দাগলেন বরখাস্ত কোচ ৷ স্টিম্যাচের দাবি, এইআইএফএফের কাছে তাঁর এখনও টাকা পাওনা রয়েছে ৷ আগামী 10 দিনের মধ্যে ফেডারেশন সেই টাকা না-মেটালে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারী দিয়েছেন ক্রোয়েশিয়ার ফুটবল প্রশিক্ষক ৷

একইসঙ্গে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) সচিব কল্যাণ চৌবেকেও নিশানা করেছেন স্টিম্যাচ ৷ সুনীল ছেত্রীদের প্রাক্তন কোচের দাবি, একবার নয় ৷ বেশ কয়েকবার তাঁর সঙ্গে প্রতারণা হয়েছে ৷ তাঁর চুক্তি মানা হয়নি ৷ পাশাপাশি ভারতীয় দলের ব্যর্থতার জন্যও কল্যাণকেই কাঠগড়ায় তুলেছেন স্টিম্যাচ ৷ তাঁর অভিযোগ, তাঁকে জোর করে চাপ দিয়ে স্বাস্থ্য সমস্যার দিকে ঠেলে দেওয়া হয়েছে ৷

তিনি বলেন, ‘‘প্রেসিডেন্ট মিস্টার চৌবে এসএআই (স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া) কর্মকর্তাদের সঙ্গে এশিয়ান গেমসের জন্য আমার বাছাই করা খেলোয়াড়দের তালিকা পরিবর্তন করেছিলেন ৷ তিনজন সিনিয়র খেলোয়াড়কে তিনি দলে ঢোকান ৷ আইএসএল ক্লাবগুলিকে সিদ্ধান্ত নেওয়ার অনুমতি দিয়েছেন যে কোন খেলোয়াড়রা এশিয়ান গেমসে দেশের প্রতিনিধিত্ব করবে ৷’’

1998 বিশ্বকাপে ব্রোঞ্জ পদক বিজয়ী ক্রোয়েশিয়ান এদিন বলেন, ‘‘আগামী 10 দিনের মধ্যে আমার চুক্তি অনুযায়ী বকেয়া মিটিয়ে দিতে হবে ৷ নয়তো আমি আইনানুগ ব্যবস্থা নেব ৷ কোনও কারণ ছাড়াই আমাকে বরখাস্ত করা হয়েছে ৷ ফিফার আইনের পরিশিষ্ট 2-এর ধারা 6 অনুযায়ী সময়ের আগেই চুক্তি বাতিল করলে ক্ষতিপূরণ দিতে হবে ৷ ফলে এআইএফএফ আমার বকেয়া না-মেটালে আমি ফিফা ট্রাইব্যুনালে যাব ৷’’

নয়াদিল্লি, 18 জুন: প্রাক বিশ্বকাপ পর্বে ভারতের ভরাডুবির পরেই ব্যর্থতার দায়ে চাকরি গিয়েছে ইগর স্টিম্যাচের । পাঁচ বছর ধরে ‘মেন ইন ব্লু’র দলের দায়িত্ব সামলানোর পরেই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে । চুক্তি শেষ হওয়ার একবছর আগেই তাঁকে দরজা দেখিয়েছে এআইএফএফ ৷ এবার পালটা ফেডারেশনকে তোপ দাগলেন বরখাস্ত কোচ ৷ স্টিম্যাচের দাবি, এইআইএফএফের কাছে তাঁর এখনও টাকা পাওনা রয়েছে ৷ আগামী 10 দিনের মধ্যে ফেডারেশন সেই টাকা না-মেটালে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারী দিয়েছেন ক্রোয়েশিয়ার ফুটবল প্রশিক্ষক ৷

একইসঙ্গে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) সচিব কল্যাণ চৌবেকেও নিশানা করেছেন স্টিম্যাচ ৷ সুনীল ছেত্রীদের প্রাক্তন কোচের দাবি, একবার নয় ৷ বেশ কয়েকবার তাঁর সঙ্গে প্রতারণা হয়েছে ৷ তাঁর চুক্তি মানা হয়নি ৷ পাশাপাশি ভারতীয় দলের ব্যর্থতার জন্যও কল্যাণকেই কাঠগড়ায় তুলেছেন স্টিম্যাচ ৷ তাঁর অভিযোগ, তাঁকে জোর করে চাপ দিয়ে স্বাস্থ্য সমস্যার দিকে ঠেলে দেওয়া হয়েছে ৷

তিনি বলেন, ‘‘প্রেসিডেন্ট মিস্টার চৌবে এসএআই (স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া) কর্মকর্তাদের সঙ্গে এশিয়ান গেমসের জন্য আমার বাছাই করা খেলোয়াড়দের তালিকা পরিবর্তন করেছিলেন ৷ তিনজন সিনিয়র খেলোয়াড়কে তিনি দলে ঢোকান ৷ আইএসএল ক্লাবগুলিকে সিদ্ধান্ত নেওয়ার অনুমতি দিয়েছেন যে কোন খেলোয়াড়রা এশিয়ান গেমসে দেশের প্রতিনিধিত্ব করবে ৷’’

1998 বিশ্বকাপে ব্রোঞ্জ পদক বিজয়ী ক্রোয়েশিয়ান এদিন বলেন, ‘‘আগামী 10 দিনের মধ্যে আমার চুক্তি অনুযায়ী বকেয়া মিটিয়ে দিতে হবে ৷ নয়তো আমি আইনানুগ ব্যবস্থা নেব ৷ কোনও কারণ ছাড়াই আমাকে বরখাস্ত করা হয়েছে ৷ ফিফার আইনের পরিশিষ্ট 2-এর ধারা 6 অনুযায়ী সময়ের আগেই চুক্তি বাতিল করলে ক্ষতিপূরণ দিতে হবে ৷ ফলে এআইএফএফ আমার বকেয়া না-মেটালে আমি ফিফা ট্রাইব্যুনালে যাব ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.