ETV Bharat / sports

ভারতই ফেভারিট, বলছেন চেতন শর্মা; ঋষভে মুগ্ধ কিরণ মোরে - T20 World Cup 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 26, 2024, 10:18 PM IST

India vs England T20 WC Semi-final: দু’বছর আগে বিশ্বকাপ সেমি-ফাইনালে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল ইংল্যান্ড ৷ গুয়ানায় শেষ চারে সেই ইংরেজদের সামনে আবারও ‘মেন ইন ব্লু’ ৷

Rishabh Pant
ঋষভে মুগ্ধ প্রাক্তনীরাও (ইটিভি ভারত)

গুয়ানা, 26 জুন: বিশ্বকাপ সেমি-ফাইনালে গুয়ানা ন্যাশনাল স্টেডিয়ামে রোহিত শর্মাদের প্রতিপক্ষ ইংল্যান্ড ৷ দু’বছর আগে এই মঞ্চ থেকে বিদায় নিতে হতে হয়েছিল টিম ইন্ডিয়াকে । অ্যাডিলেড ওভালের ওই ম্যাচের ক্ষত এখনও শোকায়নি ৷ চেতন শর্মা, কিরণ মোরের মত প্রাক্তনীরা অবশ্য বলছেন, এবার পরিস্থিতি আলাদা ।

চেতন শর্মা ও কিরণ মোরের বক্তব্য (ইটিভি ভারত)

বেঙ্গল প্রো টি-20 লিগে ধারাভাষ্য দিতে এসে চেতন শর্মা বলছেন, দু’বছর আগের সঙ্গে এবারের তুলনা করা যাবে না। পরিবেশ পরিস্থিতি পিচ-আবহাওয়া সব আলাদা । তাই অ্যাডভান্টেজ ভারত । চলতি বিশ্বকাপে অপরাজিত ‘মেন ইন ব্লু’ । চেতন শর্মা বলছেন, ব্যক্তি নয়, দলের প্রতিটি সদস্য প্রয়োজনীয় সময়ে পারফরম্যান্স করেছেন । তাই ভারতকে অপ্রতিরোধ্য দেখাচ্ছে । তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিত শর্মার ইনিংস অন্যতম সেরা ।

অধিনায়ক রান করলেও বিরাট কোহলির রানের খরা অব্যাহত । প্রাক্তন পেসার বলছেন, "বিরাট কোহলি বড় ম্যাচের খেলোয়াড় । সেমিফাইনাল এবং ফাইনালের মত বড় মঞ্চে কোহলি ফের নিজের ছন্দে ফিরবে।" ব্যাটারদের পাশাপাশি জসপ্রীত বুমরার বিধ্বংসী পারফরম্যান্সে মুগ্ধ প্রাক্তন পেসার । ভারতের দাপটে পারফরম্যান্সের মধ্যে আফগানিস্তানের ইতিহাস সৃষ্টি এখন ক্রিকেট বিশ্বে আলোচনায় । চলতি টি-20 বিশ্বকাপে প্রথমে নিউজিল্যান্ডকে হারানোর পরে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশকেও হারিয়েছে আফগানিস্তান । তাদের এই লড়াকু সাফল্যের প্রশংসায় চেতন শর্মা ।

অন্যদিকে, প্রাক্তন উইকেটরক্ষক কিরণ মোরের মুখে ঋষভ পন্থের প্রশংসা । যেভাবে কঠিন সময় সামলে পন্থ ফিরে এসেছেন, তাকে কুর্নিশ জানাচ্ছেন মোরে । এখনও পর্যন্ত দস্তানা এবং ব্যাট, দুই জায়গাতেই সফল ঋষভ ৷ বৃহস্পতিবারও স্টাম্পার-ব্যাটারের ব্যাট চললে চালকের আসনেই থাকবে ভারত ৷

গুয়ানা, 26 জুন: বিশ্বকাপ সেমি-ফাইনালে গুয়ানা ন্যাশনাল স্টেডিয়ামে রোহিত শর্মাদের প্রতিপক্ষ ইংল্যান্ড ৷ দু’বছর আগে এই মঞ্চ থেকে বিদায় নিতে হতে হয়েছিল টিম ইন্ডিয়াকে । অ্যাডিলেড ওভালের ওই ম্যাচের ক্ষত এখনও শোকায়নি ৷ চেতন শর্মা, কিরণ মোরের মত প্রাক্তনীরা অবশ্য বলছেন, এবার পরিস্থিতি আলাদা ।

চেতন শর্মা ও কিরণ মোরের বক্তব্য (ইটিভি ভারত)

বেঙ্গল প্রো টি-20 লিগে ধারাভাষ্য দিতে এসে চেতন শর্মা বলছেন, দু’বছর আগের সঙ্গে এবারের তুলনা করা যাবে না। পরিবেশ পরিস্থিতি পিচ-আবহাওয়া সব আলাদা । তাই অ্যাডভান্টেজ ভারত । চলতি বিশ্বকাপে অপরাজিত ‘মেন ইন ব্লু’ । চেতন শর্মা বলছেন, ব্যক্তি নয়, দলের প্রতিটি সদস্য প্রয়োজনীয় সময়ে পারফরম্যান্স করেছেন । তাই ভারতকে অপ্রতিরোধ্য দেখাচ্ছে । তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোহিত শর্মার ইনিংস অন্যতম সেরা ।

অধিনায়ক রান করলেও বিরাট কোহলির রানের খরা অব্যাহত । প্রাক্তন পেসার বলছেন, "বিরাট কোহলি বড় ম্যাচের খেলোয়াড় । সেমিফাইনাল এবং ফাইনালের মত বড় মঞ্চে কোহলি ফের নিজের ছন্দে ফিরবে।" ব্যাটারদের পাশাপাশি জসপ্রীত বুমরার বিধ্বংসী পারফরম্যান্সে মুগ্ধ প্রাক্তন পেসার । ভারতের দাপটে পারফরম্যান্সের মধ্যে আফগানিস্তানের ইতিহাস সৃষ্টি এখন ক্রিকেট বিশ্বে আলোচনায় । চলতি টি-20 বিশ্বকাপে প্রথমে নিউজিল্যান্ডকে হারানোর পরে অস্ট্রেলিয়া এবং বাংলাদেশকেও হারিয়েছে আফগানিস্তান । তাদের এই লড়াকু সাফল্যের প্রশংসায় চেতন শর্মা ।

অন্যদিকে, প্রাক্তন উইকেটরক্ষক কিরণ মোরের মুখে ঋষভ পন্থের প্রশংসা । যেভাবে কঠিন সময় সামলে পন্থ ফিরে এসেছেন, তাকে কুর্নিশ জানাচ্ছেন মোরে । এখনও পর্যন্ত দস্তানা এবং ব্যাট, দুই জায়গাতেই সফল ঋষভ ৷ বৃহস্পতিবারও স্টাম্পার-ব্যাটারের ব্যাট চললে চালকের আসনেই থাকবে ভারত ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.