কলকাতা, 25 সেপ্টেম্বর: আইএসএলের মঞ্চে আশা জাগিয়ে অভিষেক করেছে মহামেডান স্পোর্টিং ৷ বাংলার ফুটবলের তিন প্রধানের মধ্যে সবচেয়ে নজরকাড়া ফুটবল খেলছে তারা ৷ ঘরের মাঠে প্রথম দু’টি ম্যাচ হার ও ড্র দিয়ে শেষ করলেও, আন্দ্রে চেরিনেশভরের দল নজর কেড়েছে ৷ এবার মহমেডান স্পোর্টিংয়ের সামনে চেন্নাইয়িন এফসি ৷ বৃহস্পতিবার চেন্নাইয়ের মাটিতে নামছে সাদা-কালো ব্রিগেড ৷
প্রথমবার আইএসএল মঞ্চে খেলার চাপ নিয়েই নিজেদের নিংড়ে দিচ্ছে সাদা-কালো শিবির ৷ পরপর দু’টি ম্যাচে শেষ দিকে গোল হজম করতে হয়েছে ৷ পয়েন্ট হাতছাড়াও হয়েছে ৷ কিন্তু, কেন এমন হচ্ছে ? গোল খাওয়া কি মনসংযোগের অভাব, নাকি ক্লান্ত হয়ে পড়া ? বিষয়টি আংশিকভাবে মেনে নিয়েছেন মহমেডান স্পোর্টিং কোচ চেরিনেশভ ৷
তিনি বলছেন, "দ্বিতীয় ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে, আমরা অনেকটাই আক্রমণাত্মক খেলেছি ৷ শেষ দিকে, আমাদের শারীরিক সক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে ছিল না ৷ ফুটবলে এরকমটা হতেই পারে ৷ যেমন ম্যানচেস্টার সিটি বনাম আর্সেনাল ম্যাচের কথাই ধরুন ৷ কিন্তু, অতিরিক্ত কোনও বাহানা দিতে চাই না ৷ আশা করি পরের ম্যাচে এই জিনিসটাকে আমরা আরও শোধরাতে পারব ৷" আইএসএলে নামীদামী দল ও খেলোয়াড়দের ভিড় ৷ আইলিগ চ্যাম্পিয়ন হয়ে আইএসএলের মঞ্চে খেলতে আসা মহামেডান স্পোর্টিং বড় নামের পিছনে না-ছুটে, আস্থা রেখেছে তরুণ ও নতুন ফুটবল প্রতিভায় ৷ তাই বড় কোনও লক্ষ্য স্থির না-করে, সাদা-কালো শিবির ধাপেধাপে উপর উঠতে চাইছে ৷
চেরেনিশভের কথায়, "আইএসএল সম্পূর্ণ আলাদা একটি মঞ্চ ৷ এখানে সেরা পর্যায়ের বিদেশিরা খেলেন ৷ সুতরাং, আমাদের এখান থেকে অনেক বেশি অভিজ্ঞতা হচ্ছে ৷ আমরা আরও যত বেশি খেলব, তত অভিজ্ঞতা লাভ করব ৷" প্রথমবার অ্যাওয়ে ম্যাচ খেলতে কলকাতার বাইরে যাচ্ছে মহামেডান স্পোর্টিং ৷
চেন্নাইয়িন এফসি কীরকম প্রতিপক্ষ ? চেরিনেশভ বলছেন, "গত বছর আইলিগে আমাদের অনেক ভালো দলের সঙ্গেও খেলতে হয়েছে ৷ আবার যারা তালিকার নিচে থাকে সেরকম দলের সঙ্গেও খেলতে হয়েছে ৷ সুতরাং, প্রত্যেক ম্যাচেই আপনাকে নিজের সেরাটা উজাড় করে দিতে হবে ৷ প্রত্যেক ম্যাচ থেকে আপনি কিছু নতুন শিক্ষা পাবেন ৷ এই ম্যাচ আমাদের কাছে আরও বিশেষ ৷ কারণ, আমরা আইএসএলে প্রথমবার ঘরের বাইরে খেলব ৷ নতুন স্টেডিয়াম, নতুন প্লেয়ার, নতুন কোচ, ফলে আমাদের কাছে অন্যরকম অভিজ্ঞতা হতে চলেছে ৷ গতবছর চেন্নাই খুবই ভালো খেলেছিল ৷ আশা করি এবছর তার চেয়েও ভালো খেলবে ৷ সুতরাং আমাদের লড়াই ক্রমশ কঠিন হবে ৷"
প্রায় একই সঙ্গে যোগ করেছেন, "প্রতিপক্ষ দলে কে আছে, কে নেই, তা নিয়ে অযথা ভাবতে চাই না ৷ আমাদের কাছে প্রত্যেকটা ম্যাচই নতুন ৷ সুতরাং, প্রত্যেকটা ম্যাচেই আমাদের নিজেদের সেরাটা দিতে হবে ৷ আমাদের প্লেয়াররা নিজেদের জার্সির মর্যাদা জানেন ৷ ফলে আশা করি ওরা সেরা খেলাটা কাল খেলবে ৷"