ETV Bharat / sports

রবিবারের ফাইনালের প্রথম একাদশে ফিরছেন মহেশ-লালচুংনুঙ্গা ? সাসপেন্স বজায় রাখলেন কুয়াদ্রাত - East Bengal vs Odish FC

East Bengal vs Odish FC in Super Cup Final: মহেশ নওরেম সিং এবং লালচুংনুঙ্গা ইস্টবেঙ্গলের প্রথম একাদশে ফিরবেন কিনা তা নিয়ে সাসপেন্স বজায় রেখেছেন কোচ কার্লেস কুয়াদ্রাত ৷ তবে, ম্যাচে যে দুই প্রতিপক্ষের হাড্ডাহাড্ডি লড়াই হবে ৷ তাতে কোনও সাসপেন্স নেই ৷ আর এই দ্বৈরথের আগে ইস্টবেঙ্গল ক্লাবকে শুভেচ্ছা বার্তা পাঠালেন সৌরভ গঙ্গোপাধ্যায় ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 27, 2024, 8:21 PM IST

Updated : Jan 27, 2024, 8:46 PM IST

সুপার কাপ ফাইনালে ওড়িশা এফসি-র বিরুদ্ধে নামার আগে সাংবাদিক বৈঠকে কার্লেস কুয়াদ্রাত

কলকাতা, 27 জানুয়ারি: 2018 সালের পর এবার আবার সুপার কাপের ফাইনালে উঠেছে ইস্টবেঙ্গল ৷ সেবার বেঙ্গালুরু এফসির কাছে হেরেছিল খালেদ জামিল এবং সুভাষ ভৌমিকের কোচিংয়ে খেলা ইস্টবেঙ্গল ৷ রবিবার আবারও সুপার কাপের ফাইনালে লাল-হলুদ শিবির ৷ এবার প্রতিপক্ষ ওড়িশা এফসি ৷ তাদের ঘরের মাঠেই মুখোমুখি হবে দুই দল। ফাইনালে কি দলে ফিরবেন এশিয়ান কাপ খেলে ফেরা মহেশ নওরেম সিং এবং লালচুংনুঙ্গা ? তা নিয়ে সাসপেন্স জিইয়ে রাখলেন কার্লেস কুয়াদ্রাত ৷

গত তিনবছরে আইএসএলের মঞ্চে দুই দলের লড়াই মানেই ছিল গোলের বন্যা ৷ এবার ছবিটা আলাদা ৷ আইএসএলে যুবভারতী ক্রীড়াঙ্গনে দুই দলের লড়াই গোলশূন্য ভাবেই শেষ হয়েছিল ৷ এই মরশুমে সের্জেই লোবেরার ওড়িশা এফসি যথেষ্ট শক্তিশালী দল ৷ মুম্বই সিটি এফসির থেকে আসা একাধিক ফুটবলার এখানে খেলছেন ৷ মুর্তাদা, আহমেদ জাহুরা রয়েছেন দলে ৷ তাছাড়া গতবছর সুপার কাপে চ্যাম্পিয়ন হয়েছিল ওড়িশা এফসি ৷ ফলে এবছর ঘরের মাঠে কাপ দখলে রাখার চ্যালেঞ্জ তাঁদের সামনে ৷

অন্যদিকে, ইস্টবেঙ্গল এফসি আইএসএলের শেষ পাঁচটি ম্যাচ থেকে সুপার কাপ সেমিফাইনাল পর্যন্ত মোট ন’টি ম্যাচে অপরাজিত ৷ সুপার কাপে লাল-হলুদ ব্রিগেড যে ছন্দে রয়েছে, তা প্রমাণিত হয়েছে একাধিক দাপুটে জয়ে থেকেই ৷ ডার্বিতে মোহনবাগান এফসিকে 3-1 গোলে হারিয়েছে কার্লেস কুয়াদ্রাতের দল ৷ চলতি মরসুমে ডুরান্ড কাপের পর, সুপার কাপের ফাইনালে ক্লেইটন সিলভারা ৷ তবে, ডুরান্ড কাপ হাতছাড়া হয়েছিল ৷ সুপার কাপে সেই ভুলের পুনরাবৃত্তিতে নারাজ কুয়াদ্রাত ৷

সাউল ক্রেসপোকে নিয়ে সাংবাদিক সম্মেলনে এসে তিনি জানিয়েছেন, তাঁর দল যেমন ছন্দে রয়েছে প্রতিপক্ষ ওড়িশা এফসিও তেমনই যথেষ্ট ফর্মে আছে ৷ তাই কঠিন লড়াই অপেক্ষা করছে ৷ তা সামলাতে ইস্টবেঙ্গল যে তৈরি সেটাও জানিয়েছেন ৷ কার্ড সমস্যা কাটিয়ে বোরহা হেরেরা দলে ফিরছেন ৷ একই সঙ্গে জাতীয় দল থেকে অনুশীলনে যোগ দিয়েছেন মহেশ নওরেম সিং এবং লালচুংনুঙ্গা ৷ তাঁদের যোগদানে ইস্টবেঙ্গলের শক্তি বেড়েছে নিঃসন্দেহে ৷

কিন্তু, জাতীয় দল ফেরত দুই ফুটবলারকে প্রথম একাদশে রাখা হবে কি না, তা খোলসা করেননি কার্লেস কুয়াদ্রাত ৷ চলতি সুপার কাপে ইস্টবেঙ্গল রক্ষণ এবং আক্রমণভাগের দুরন্ত বোঝাপড়া প্রতিপক্ষকে ধাধায় ফেলেছে ৷ হিজাজি মাহের রক্ষণে ভরসা দেওয়ার পাশাপাশি আক্রমণে উঠে গোলও করছেন ৷ গোলের মধ্যে রয়েছেন ক্লেইটন সিলভা এবং নন্দকুমারও ৷ স্কোরিং বুট খুঁজে পেয়েছেন সিভেরিও ৷ সম্ভবত, লাল-হলুদ জার্সিতে শেষ ম্যাচ খেলতে চলেছেন স্প্যানিশ স্ট্রাইকার ৷ শেষ ম্যাচে নিজেকে আরও একবার প্রমাণের চেষ্টা করবেন তিনি ৷

কুয়াদ্রাত বলছেন, 6 বিদেশির ব্যবহারে তাঁর দলের আক্রমণে বৈচিত্র্য বেড়েছে ৷ তবে, দল ছন্দে রয়েছে বলেই প্রতিপক্ষকে নিয়ে চিন্তা নেই বিষয়টি তেমন নয় তাঁর কাছে ৷ কুয়াদ্রাত প্রতিপক্ষকে মেপে নিয়ে ছক সাজাচ্ছেন ৷ শুধু দলের প্রতিষ্ঠিত তারকারাই নন, পিভি বিষ্ণু, সায়ন বন্দ্যোপাধ্যায়রা স্বল্প সুযোগে প্রমাণ করেছেন নিজেদের ৷ যা কুয়াদ্রাতকে ভরসা যোগাচ্ছে ৷

আরও পড়ুন:

  1. সুপার কাপ কি লালহলুদে সিভেরিওর ভবিষ্যত বদলে দেবে ? বেঙ্গালুরুতে চিঙ্গালসানা সিং
  2. দ্রুত শুরু হবে সৌরভের বায়োপিকের শুটিং, পরিকল্পনা রয়েছে আত্মজীবনী লেখারও
  3. কোহলির পর সেরা ব্যাটার পন্ত, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত প্রসঙ্গে 'বিরাট' মন্তব্য সৌরভের

সুপার কাপ ফাইনালে ওড়িশা এফসি-র বিরুদ্ধে নামার আগে সাংবাদিক বৈঠকে কার্লেস কুয়াদ্রাত

কলকাতা, 27 জানুয়ারি: 2018 সালের পর এবার আবার সুপার কাপের ফাইনালে উঠেছে ইস্টবেঙ্গল ৷ সেবার বেঙ্গালুরু এফসির কাছে হেরেছিল খালেদ জামিল এবং সুভাষ ভৌমিকের কোচিংয়ে খেলা ইস্টবেঙ্গল ৷ রবিবার আবারও সুপার কাপের ফাইনালে লাল-হলুদ শিবির ৷ এবার প্রতিপক্ষ ওড়িশা এফসি ৷ তাদের ঘরের মাঠেই মুখোমুখি হবে দুই দল। ফাইনালে কি দলে ফিরবেন এশিয়ান কাপ খেলে ফেরা মহেশ নওরেম সিং এবং লালচুংনুঙ্গা ? তা নিয়ে সাসপেন্স জিইয়ে রাখলেন কার্লেস কুয়াদ্রাত ৷

গত তিনবছরে আইএসএলের মঞ্চে দুই দলের লড়াই মানেই ছিল গোলের বন্যা ৷ এবার ছবিটা আলাদা ৷ আইএসএলে যুবভারতী ক্রীড়াঙ্গনে দুই দলের লড়াই গোলশূন্য ভাবেই শেষ হয়েছিল ৷ এই মরশুমে সের্জেই লোবেরার ওড়িশা এফসি যথেষ্ট শক্তিশালী দল ৷ মুম্বই সিটি এফসির থেকে আসা একাধিক ফুটবলার এখানে খেলছেন ৷ মুর্তাদা, আহমেদ জাহুরা রয়েছেন দলে ৷ তাছাড়া গতবছর সুপার কাপে চ্যাম্পিয়ন হয়েছিল ওড়িশা এফসি ৷ ফলে এবছর ঘরের মাঠে কাপ দখলে রাখার চ্যালেঞ্জ তাঁদের সামনে ৷

অন্যদিকে, ইস্টবেঙ্গল এফসি আইএসএলের শেষ পাঁচটি ম্যাচ থেকে সুপার কাপ সেমিফাইনাল পর্যন্ত মোট ন’টি ম্যাচে অপরাজিত ৷ সুপার কাপে লাল-হলুদ ব্রিগেড যে ছন্দে রয়েছে, তা প্রমাণিত হয়েছে একাধিক দাপুটে জয়ে থেকেই ৷ ডার্বিতে মোহনবাগান এফসিকে 3-1 গোলে হারিয়েছে কার্লেস কুয়াদ্রাতের দল ৷ চলতি মরসুমে ডুরান্ড কাপের পর, সুপার কাপের ফাইনালে ক্লেইটন সিলভারা ৷ তবে, ডুরান্ড কাপ হাতছাড়া হয়েছিল ৷ সুপার কাপে সেই ভুলের পুনরাবৃত্তিতে নারাজ কুয়াদ্রাত ৷

সাউল ক্রেসপোকে নিয়ে সাংবাদিক সম্মেলনে এসে তিনি জানিয়েছেন, তাঁর দল যেমন ছন্দে রয়েছে প্রতিপক্ষ ওড়িশা এফসিও তেমনই যথেষ্ট ফর্মে আছে ৷ তাই কঠিন লড়াই অপেক্ষা করছে ৷ তা সামলাতে ইস্টবেঙ্গল যে তৈরি সেটাও জানিয়েছেন ৷ কার্ড সমস্যা কাটিয়ে বোরহা হেরেরা দলে ফিরছেন ৷ একই সঙ্গে জাতীয় দল থেকে অনুশীলনে যোগ দিয়েছেন মহেশ নওরেম সিং এবং লালচুংনুঙ্গা ৷ তাঁদের যোগদানে ইস্টবেঙ্গলের শক্তি বেড়েছে নিঃসন্দেহে ৷

কিন্তু, জাতীয় দল ফেরত দুই ফুটবলারকে প্রথম একাদশে রাখা হবে কি না, তা খোলসা করেননি কার্লেস কুয়াদ্রাত ৷ চলতি সুপার কাপে ইস্টবেঙ্গল রক্ষণ এবং আক্রমণভাগের দুরন্ত বোঝাপড়া প্রতিপক্ষকে ধাধায় ফেলেছে ৷ হিজাজি মাহের রক্ষণে ভরসা দেওয়ার পাশাপাশি আক্রমণে উঠে গোলও করছেন ৷ গোলের মধ্যে রয়েছেন ক্লেইটন সিলভা এবং নন্দকুমারও ৷ স্কোরিং বুট খুঁজে পেয়েছেন সিভেরিও ৷ সম্ভবত, লাল-হলুদ জার্সিতে শেষ ম্যাচ খেলতে চলেছেন স্প্যানিশ স্ট্রাইকার ৷ শেষ ম্যাচে নিজেকে আরও একবার প্রমাণের চেষ্টা করবেন তিনি ৷

কুয়াদ্রাত বলছেন, 6 বিদেশির ব্যবহারে তাঁর দলের আক্রমণে বৈচিত্র্য বেড়েছে ৷ তবে, দল ছন্দে রয়েছে বলেই প্রতিপক্ষকে নিয়ে চিন্তা নেই বিষয়টি তেমন নয় তাঁর কাছে ৷ কুয়াদ্রাত প্রতিপক্ষকে মেপে নিয়ে ছক সাজাচ্ছেন ৷ শুধু দলের প্রতিষ্ঠিত তারকারাই নন, পিভি বিষ্ণু, সায়ন বন্দ্যোপাধ্যায়রা স্বল্প সুযোগে প্রমাণ করেছেন নিজেদের ৷ যা কুয়াদ্রাতকে ভরসা যোগাচ্ছে ৷

আরও পড়ুন:

  1. সুপার কাপ কি লালহলুদে সিভেরিওর ভবিষ্যত বদলে দেবে ? বেঙ্গালুরুতে চিঙ্গালসানা সিং
  2. দ্রুত শুরু হবে সৌরভের বায়োপিকের শুটিং, পরিকল্পনা রয়েছে আত্মজীবনী লেখারও
  3. কোহলির পর সেরা ব্যাটার পন্ত, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত প্রসঙ্গে 'বিরাট' মন্তব্য সৌরভের
Last Updated : Jan 27, 2024, 8:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.