ETV Bharat / sports

ডুরান্ড সেমি-ফাইনালে থাকছে টিফো ! অনুমতি দিল হাইকোর্ট - Durand Cup 2024

author img

By ETV Bharat Sports Team

Published : Aug 27, 2024, 4:20 PM IST

Updated : Aug 27, 2024, 4:40 PM IST

Durand Cup Semi-Final: ডুরান্ড সেমিতে টিফো-সহ একাধিক জিনিসে নিষেধাজ্ঞা জারি করেছিল পুলিশ ৷ সেই নিষেধাজ্ঞা তুলে নিতে বলল হাইকোর্ট ৷ ফলে শেষ চারের ম্যাচে টিফো নিয়েই ঢুকতে পারবেন সমর্থকরা ৷

Durand Cup Semi-Final
ডুরান্ড সেমি-ফাইনালে থাকবে টিফো ! (ইটিভি ভারত)

কলকাতা, 27 অগস্ট: ডুরান্ড কাপে সেমি-ফাইনালে থাকছে টিফো ৷ বিধাননগর কমিশনারেটের দেওয়া বিজ্ঞপ্তি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট । গতকাল ডুরান্ড সেমিতে টিফো-সহ একাধিক জিনিসে নিষেধাজ্ঞা জারি করেছিল পুলিশ ৷ আজ বিচারপতি হরিশ ট্যাণ্ডন ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই নির্দেশই খারিজ করল ৷

আদালতের পর্যবেক্ষণ, খেলা মানবিক জীবনের অঙ্গ ৷ সেটা যে খেলাই হোক না কেন ৷ খেলোয়াড়দের উৎসাহিত ও সমর্থন করার জন্য সমর্থকেরা বিভিন্ন জিনিস ব্যবহার করেন । সারা বিশ্বজুড়ে এর প্রচলন আছে ।

ডুরান্ড কাপে ‘টিফো’ দেখানো যাবে না ৷ পুলিশের ওই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে আদালতের দারস্থ হন ময়ূখ বিশ্বাস ৷ শুনানি চলাকালীন ‘টিফো’ শব্দটি নিয়ে বিভ্রান্তি তৈরি হয় । আবেদনকারী ময়ূখ বিশ্বাসের আইনজীবীর দাবি, টিফো একটি ইটালিয়ান শব্দ ৷ কেমব্রিজ ডিকশনারি অনুযায়ী টিফো শব্দের অর্থ পোস্টার বা ব্যানার ৷ যেগুলি খেলোয়াড়দের উজ্জীবিত করার জন্য দর্শকাসন থেকে সমর্থকরা প্রদর্শন করেন ৷

রাজ্যের আইনজীবী অমিতেষ বন্দ্যোপাধ্যায়ের দাবি, এই বিজ্ঞপ্তিতে বিশেষ কিছু নেই । নিয়ম অনুয়ায়ী খেলার আগে এই ধরনের বিজ্ঞপ্তি দেওয়া হয় ৷
কেন মামলাকারী এখন হঠাৎ করে হাইকোর্টের দ্বারস্থ হলেন জানি না । তবে মনে হয় কিছুদিন আগে ডার্বি ম্যাচ বাতিল করার জন্য কোথাও মামলাকারী হয়তো শঙ্কিত ৷ ফুটবল ম্যাচে টিফো শব্দের অর্থ হল দীর্ঘায়িত ব্যানার ৷ এর ফলে অন্যান্য দর্শকদের খেলা দেখতে অসুবিধা হয় ৷ ব্যক্তিগতভাবে ব্যানার বা পোস্টার প্রদর্শন করা ‘টিফো’ নয় ৷

ডিভিশন বেঞ্চের মন্তব্য, কোনও দাহ্য পদার্থ বা ড্রাম নিয়ে ঢোকার নিষেধাজ্ঞার সঙ্গে আদালত একমত ৷ তবে ব্যক্তিগতভাবে কোনও পোস্টার বা ব্যানার প্রদর্শন করার ক্ষেত্রে কোনও অসুবিধা আছে বলে আদালত মনে করে না । তবে রাজ্যের আইনজীবীর দেওয়া টিফো শব্দের বিস্তারিত বিবরণ যা দর্শকদের খেলা দেখতে অসুবিধা হয় সেই বিষয়ে আদালত ওয়াকিবহাল । তাই আদালত দেখতে চায়, প্রতিটি খেলার আগে এই একই ধরনের বিজ্ঞপ্তি জারি করা হয় কি না । পুরনো বিজ্ঞপ্তির কপি 3টের মধ্যে আদালতে পেশ করার নির্দেশও দিয়েছিল ডিভিশন বেঞ্চ । যদিও রাজ্যের আইনজীবী অমিতেষ বন্দ্যোপাধ্যায় বেলা তিনটের সময় তেমন কোনও বিজ্ঞপ্তি দেখাতে পারেননি ৷

কলকাতা, 27 অগস্ট: ডুরান্ড কাপে সেমি-ফাইনালে থাকছে টিফো ৷ বিধাননগর কমিশনারেটের দেওয়া বিজ্ঞপ্তি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট । গতকাল ডুরান্ড সেমিতে টিফো-সহ একাধিক জিনিসে নিষেধাজ্ঞা জারি করেছিল পুলিশ ৷ আজ বিচারপতি হরিশ ট্যাণ্ডন ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই নির্দেশই খারিজ করল ৷

আদালতের পর্যবেক্ষণ, খেলা মানবিক জীবনের অঙ্গ ৷ সেটা যে খেলাই হোক না কেন ৷ খেলোয়াড়দের উৎসাহিত ও সমর্থন করার জন্য সমর্থকেরা বিভিন্ন জিনিস ব্যবহার করেন । সারা বিশ্বজুড়ে এর প্রচলন আছে ।

ডুরান্ড কাপে ‘টিফো’ দেখানো যাবে না ৷ পুলিশের ওই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে আদালতের দারস্থ হন ময়ূখ বিশ্বাস ৷ শুনানি চলাকালীন ‘টিফো’ শব্দটি নিয়ে বিভ্রান্তি তৈরি হয় । আবেদনকারী ময়ূখ বিশ্বাসের আইনজীবীর দাবি, টিফো একটি ইটালিয়ান শব্দ ৷ কেমব্রিজ ডিকশনারি অনুযায়ী টিফো শব্দের অর্থ পোস্টার বা ব্যানার ৷ যেগুলি খেলোয়াড়দের উজ্জীবিত করার জন্য দর্শকাসন থেকে সমর্থকরা প্রদর্শন করেন ৷

রাজ্যের আইনজীবী অমিতেষ বন্দ্যোপাধ্যায়ের দাবি, এই বিজ্ঞপ্তিতে বিশেষ কিছু নেই । নিয়ম অনুয়ায়ী খেলার আগে এই ধরনের বিজ্ঞপ্তি দেওয়া হয় ৷
কেন মামলাকারী এখন হঠাৎ করে হাইকোর্টের দ্বারস্থ হলেন জানি না । তবে মনে হয় কিছুদিন আগে ডার্বি ম্যাচ বাতিল করার জন্য কোথাও মামলাকারী হয়তো শঙ্কিত ৷ ফুটবল ম্যাচে টিফো শব্দের অর্থ হল দীর্ঘায়িত ব্যানার ৷ এর ফলে অন্যান্য দর্শকদের খেলা দেখতে অসুবিধা হয় ৷ ব্যক্তিগতভাবে ব্যানার বা পোস্টার প্রদর্শন করা ‘টিফো’ নয় ৷

ডিভিশন বেঞ্চের মন্তব্য, কোনও দাহ্য পদার্থ বা ড্রাম নিয়ে ঢোকার নিষেধাজ্ঞার সঙ্গে আদালত একমত ৷ তবে ব্যক্তিগতভাবে কোনও পোস্টার বা ব্যানার প্রদর্শন করার ক্ষেত্রে কোনও অসুবিধা আছে বলে আদালত মনে করে না । তবে রাজ্যের আইনজীবীর দেওয়া টিফো শব্দের বিস্তারিত বিবরণ যা দর্শকদের খেলা দেখতে অসুবিধা হয় সেই বিষয়ে আদালত ওয়াকিবহাল । তাই আদালত দেখতে চায়, প্রতিটি খেলার আগে এই একই ধরনের বিজ্ঞপ্তি জারি করা হয় কি না । পুরনো বিজ্ঞপ্তির কপি 3টের মধ্যে আদালতে পেশ করার নির্দেশও দিয়েছিল ডিভিশন বেঞ্চ । যদিও রাজ্যের আইনজীবী অমিতেষ বন্দ্যোপাধ্যায় বেলা তিনটের সময় তেমন কোনও বিজ্ঞপ্তি দেখাতে পারেননি ৷

Last Updated : Aug 27, 2024, 4:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.