ETV Bharat / sports

ব্যর্থ শামি ! সৈয়দ মুস্তাক আলিতে শেষ আটে থামল বাংলার অভিযান - SYED MUSHTAQ ALI TROPHY 2024

কাজে এল না শাহবাজ আহমেদের লড়াই ৷ হার্দিক পান্ডিয়া, লুকমান মেরিওয়ালার দুরন্ত বোলিংয়ে কোয়ার্টার ফাইনালেই থেমে গেল বাংলার সৈয়দ মুস্তাক আলির সফর ৷

Syed Mushtaq Ali Trophy 2024
ব্যর্থ শামি ! (X)
author img

By ETV Bharat Sports Team

Published : Dec 11, 2024, 2:35 PM IST

Updated : Dec 11, 2024, 3:34 PM IST

বেঙ্গালুরু, 11 ডিসেম্বর: ব্য়র্থ বাংলার ব্যাটিং লাইন-আপ ৷ সৈয়দ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টারেই থামল সুদীপ ঘরামিদের দৌড় ৷ গত কয়েকবছর ধরে ক্রিকেটে ব্যর্থতাই সঙ্গী বাংলার (Bengal Cricket Team) ৷ এবারও সেই ছবিটা বদলাল না ৷ শেষ আটে বরোদার কাছে হেরে শেষ বাংলার সৈয়দ মুস্তাক আলি অভিযান ৷

20 ওভারে 349 রান ৷ টি-20 ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়া হার্দিক-ক্রুণালের দলকে বাংলা থামিয়েছিল 172 রানে ৷ ফলে মনে হয়েছিল, অভিষেক পোড়েল-সুদীপ ঘরামিরা সেই রান তাড়া করতে পারবে ৷ কোনও প্রতিরোধ ছাড়াই 131 রানে শেষ হয়ে গেল বাংলার ইনিংস ৷ ব্যর্থ হয়ে গেল শাহবাজ আহমেদের (36 বলে 55) লড়াই ৷

চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলার অধিনায়ক সুদীপ ঘরামি ৷ প্রদীপ্ত প্রামাণিক, সক্ষম চৌধুরী ও সায়ন ঘোষ কৃপণ বোলিং করলেও ব্যর্থ মহম্মদ শামি ৷ বাংলার তারকা পেসার 4 ওভারে খরচ করলেন 43 রান ৷ শেষ ওভারে দু’উইকেট তুললেও ততক্ষণে লড়াইয়ের জায়গায় পৌঁছে যায় বরদা ৷

রান তাড়া করতে শুরুতেই ধাক্কা খায় বাংলা ৷ 29 থেকে 31 রানের মধ্যে চার উইকেট হারায় 2010-11 সৈয়দ মুস্তাক আলি ট্রফিজয়ীরা ৷ করণ লাল, সুদীপ ঘরামি, ঋত্বিক চট্টোপাধ্যায়, তিন ব্যাটারের মিলিত অবদান 8 রান ৷ অভিষেক পোড়েল ফেরেন 22 রান করে ৷ টপ-অর্ডারের ব্যর্থতা সামলে ম্যাচে ফিরতে পারেনি বাংলা দল ৷ ঋত্বিক রায়চৌধুরী ও শাহবাজ আহমেদ 54 রানের জুটি গড়লেও তা কাজে আসেনি ৷

ঋত্বিক (18 বলে 29) ফেরার পর একা লড়াই চালিয়ে যাচ্ছিলেন শাহবাজ ৷ পরপর ছক্কায় আশা বাঁচিয়ে রেখেছিলেন ৷ যদিও ব্যক্তিগত 55 রানে তিনি ফেরার পরই বাংলার যাবতীয় জয়ের আশা শেষ হয়ে যায় ৷ শেষ পর্যন্ত 41 রানে ম্যাচ হেরে এবারের সৈয়দ মুস্তাক আলি অভিযানে ইতি ৷

আরও পড়ুন

বেঙ্গালুরু, 11 ডিসেম্বর: ব্য়র্থ বাংলার ব্যাটিং লাইন-আপ ৷ সৈয়দ মুস্তাক আলি ট্রফির কোয়ার্টারেই থামল সুদীপ ঘরামিদের দৌড় ৷ গত কয়েকবছর ধরে ক্রিকেটে ব্যর্থতাই সঙ্গী বাংলার (Bengal Cricket Team) ৷ এবারও সেই ছবিটা বদলাল না ৷ শেষ আটে বরোদার কাছে হেরে শেষ বাংলার সৈয়দ মুস্তাক আলি অভিযান ৷

20 ওভারে 349 রান ৷ টি-20 ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়া হার্দিক-ক্রুণালের দলকে বাংলা থামিয়েছিল 172 রানে ৷ ফলে মনে হয়েছিল, অভিষেক পোড়েল-সুদীপ ঘরামিরা সেই রান তাড়া করতে পারবে ৷ কোনও প্রতিরোধ ছাড়াই 131 রানে শেষ হয়ে গেল বাংলার ইনিংস ৷ ব্যর্থ হয়ে গেল শাহবাজ আহমেদের (36 বলে 55) লড়াই ৷

চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলার অধিনায়ক সুদীপ ঘরামি ৷ প্রদীপ্ত প্রামাণিক, সক্ষম চৌধুরী ও সায়ন ঘোষ কৃপণ বোলিং করলেও ব্যর্থ মহম্মদ শামি ৷ বাংলার তারকা পেসার 4 ওভারে খরচ করলেন 43 রান ৷ শেষ ওভারে দু’উইকেট তুললেও ততক্ষণে লড়াইয়ের জায়গায় পৌঁছে যায় বরদা ৷

রান তাড়া করতে শুরুতেই ধাক্কা খায় বাংলা ৷ 29 থেকে 31 রানের মধ্যে চার উইকেট হারায় 2010-11 সৈয়দ মুস্তাক আলি ট্রফিজয়ীরা ৷ করণ লাল, সুদীপ ঘরামি, ঋত্বিক চট্টোপাধ্যায়, তিন ব্যাটারের মিলিত অবদান 8 রান ৷ অভিষেক পোড়েল ফেরেন 22 রান করে ৷ টপ-অর্ডারের ব্যর্থতা সামলে ম্যাচে ফিরতে পারেনি বাংলা দল ৷ ঋত্বিক রায়চৌধুরী ও শাহবাজ আহমেদ 54 রানের জুটি গড়লেও তা কাজে আসেনি ৷

ঋত্বিক (18 বলে 29) ফেরার পর একা লড়াই চালিয়ে যাচ্ছিলেন শাহবাজ ৷ পরপর ছক্কায় আশা বাঁচিয়ে রেখেছিলেন ৷ যদিও ব্যক্তিগত 55 রানে তিনি ফেরার পরই বাংলার যাবতীয় জয়ের আশা শেষ হয়ে যায় ৷ শেষ পর্যন্ত 41 রানে ম্যাচ হেরে এবারের সৈয়দ মুস্তাক আলি অভিযানে ইতি ৷

আরও পড়ুন

Last Updated : Dec 11, 2024, 3:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.