ETV Bharat / sports

রঞ্জি শুরুর আগে ঘরোয়া ক্রিকেটে একগুচ্ছ নিয়মে বদল, রইল একনজরে - BCCI NEW DOMESTIC RULES

ঘরোয়া ক্রিকেটে এল একাধিক বদল ৷ সেইসব বদলকে সঙ্গী করেই শুক্রবার শুরু হল রঞ্জি ট্রফি ৷ ঘরোয়া ক্রিকেটে কী কী এল? দেখে নিন ৷

BCCI INTRODUCED NEW PLAYING RULES
ঘরোয়া ক্রিকেটে একগুচ্ছ নিয়মে বদল (IANS Photo)
author img

By ETV Bharat Sports Team

Published : Oct 11, 2024, 10:37 PM IST

মুম্বই, 11 অক্টোবর: একগুচ্ছ নিয়মে বদল এনে শুরু হল রঞ্জি ট্রফি ৷ শুক্রবার ঢাকে কাঠি পড়ল ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের ৷ তার আগে ঘরোয়া ক্রিকেটে একাধিক নিয়মে বদল এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ জেন্টলম্য়ানস গেমসের অখণ্ডতা এবং স্বচ্ছতা রক্ষা করতেই এই সিদ্ধান্ত বিসিসিআইয়ের ৷ একনজরে দেখে নেওয়া যাক নিয়মগুলি-

ইনিংসের মাঝপথে ব্য়াটারদের অবসরে নয়া নিয়ম: আহত কিংবা কোনও অসুস্থতা ছাড়া ইনিংসের মাঝপথে ব্য়াটারদের অবসরের ক্ষেত্রে কড়া হল বোর্ড ৷ আহত কিংবা অসুস্থতা ছাড়া ইনিংসের মাঝে কোনও ব্য়াটার অবসর নিলে তাঁকে আউট হিসেবে গণ্য করা হবে ৷ কোনওভাবেই পুনরায় ব্য়াট করতে নামতে পারবেন না সংশ্লিষ্ট ব্য়াটার ৷ বিপক্ষ দলনায়ক চাইলেও ফেরাতে পারবেন না ওই ব্য়াটারকে ৷ এই নিয়ম লাগু হয়েছে সমস্ত ফরম্য়াটের জন্যই ৷

বলে থুথু ব্যবহারে কড়া নির্দেশ: বলে থুথু বা লালা ব্যবহারের ক্ষেত্রে আরও কড়া হল বোর্ড ৷ কোনও দল যদি বলে লালা ব্যবহার করে থাকে তাহলে সেই দলকে পেনাল্টি বা জরিমানা ধার্য করা হবে ৷ একইসঙ্গে লালা ব্যবহার হওয়া বল তৎক্ষণাৎ বদল করার নির্দেশও বলা রয়েছে নয়া নিয়মে ৷

ওভার-থ্রো'য়ে রানের নিয়মে বদল: দুই ব্যাটার রান নিতে উদ্যত হলে তারা যদি নিজেদের অতিক্রম করেন এবং ওভার-থ্রো থেকে চার রান হয়, তাহলে দলের খাতায় যোগ হয় পাঁচ রান ৷ ঘরোয়া ক্রিকেটে বদল এল সেই নিয়মে ৷ নয়া নিয়মে বলা হয়েছে, দুই ব্য়াটার একে অপরকে অতিক্রম করলেও রান যদি পূর্ণ না-হয় তাহলে ওভার-থ্রো থেকে কেবল চার রানই মিলবে, পাঁচ নয় ৷

এর বাইরে অনূর্ধ্ব-23 প্রতিযোগিতা সিকে নাইড়ু ট্রফিতে পয়েন্টের ক্ষেত্রেও বদল এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ ব্য়াটিংয়ের ক্ষেত্রে আরও ধারাবাহিকতা আনার লক্ষ্যে এই নিয়মে বদল বলে জানিয়েছে বোর্ড ৷

মুম্বই, 11 অক্টোবর: একগুচ্ছ নিয়মে বদল এনে শুরু হল রঞ্জি ট্রফি ৷ শুক্রবার ঢাকে কাঠি পড়ল ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের ৷ তার আগে ঘরোয়া ক্রিকেটে একাধিক নিয়মে বদল এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ জেন্টলম্য়ানস গেমসের অখণ্ডতা এবং স্বচ্ছতা রক্ষা করতেই এই সিদ্ধান্ত বিসিসিআইয়ের ৷ একনজরে দেখে নেওয়া যাক নিয়মগুলি-

ইনিংসের মাঝপথে ব্য়াটারদের অবসরে নয়া নিয়ম: আহত কিংবা কোনও অসুস্থতা ছাড়া ইনিংসের মাঝপথে ব্য়াটারদের অবসরের ক্ষেত্রে কড়া হল বোর্ড ৷ আহত কিংবা অসুস্থতা ছাড়া ইনিংসের মাঝে কোনও ব্য়াটার অবসর নিলে তাঁকে আউট হিসেবে গণ্য করা হবে ৷ কোনওভাবেই পুনরায় ব্য়াট করতে নামতে পারবেন না সংশ্লিষ্ট ব্য়াটার ৷ বিপক্ষ দলনায়ক চাইলেও ফেরাতে পারবেন না ওই ব্য়াটারকে ৷ এই নিয়ম লাগু হয়েছে সমস্ত ফরম্য়াটের জন্যই ৷

বলে থুথু ব্যবহারে কড়া নির্দেশ: বলে থুথু বা লালা ব্যবহারের ক্ষেত্রে আরও কড়া হল বোর্ড ৷ কোনও দল যদি বলে লালা ব্যবহার করে থাকে তাহলে সেই দলকে পেনাল্টি বা জরিমানা ধার্য করা হবে ৷ একইসঙ্গে লালা ব্যবহার হওয়া বল তৎক্ষণাৎ বদল করার নির্দেশও বলা রয়েছে নয়া নিয়মে ৷

ওভার-থ্রো'য়ে রানের নিয়মে বদল: দুই ব্যাটার রান নিতে উদ্যত হলে তারা যদি নিজেদের অতিক্রম করেন এবং ওভার-থ্রো থেকে চার রান হয়, তাহলে দলের খাতায় যোগ হয় পাঁচ রান ৷ ঘরোয়া ক্রিকেটে বদল এল সেই নিয়মে ৷ নয়া নিয়মে বলা হয়েছে, দুই ব্য়াটার একে অপরকে অতিক্রম করলেও রান যদি পূর্ণ না-হয় তাহলে ওভার-থ্রো থেকে কেবল চার রানই মিলবে, পাঁচ নয় ৷

এর বাইরে অনূর্ধ্ব-23 প্রতিযোগিতা সিকে নাইড়ু ট্রফিতে পয়েন্টের ক্ষেত্রেও বদল এনেছে ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ ব্য়াটিংয়ের ক্ষেত্রে আরও ধারাবাহিকতা আনার লক্ষ্যে এই নিয়মে বদল বলে জানিয়েছে বোর্ড ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.