মুম্বই, 27 অগস্ট: হরমনপ্রীত কৌরকে নেতা করে টি-20 বিশ্বকাপের দল গড়ল ভারত ৷ মঙ্গলবার 15 জনের দলঘোষণা করেছে বিসিসিআই (বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া) ৷ সহ-অধিনায়ক করা হয়েছে ওপেনিং ব্যাটার স্মৃতি মন্ধনাকে ৷ বাংলা থেকে জায়গা পেয়েছেন রিচা ঘোষ ৷ দীপ্তি শর্মা আগে বাংলার হয়ে খেললেও বর্তমানে নিজের রাজ্য উত্তরপ্রদেশে চলে গিয়েছেন ৷
শক্তিশালী ব্যাটিং লাইন আপ: ছেলেদের টি-20 বিশ্বকাপ জেতার পর এবার লক্ষ্য মেয়েদের টি-20 বিশ্বকাপ ৷ শক্তিশালী ব্যাটিং লাইন আপে নজর দিল টিম ইন্ডিয়া ৷ শেফালি বর্মার সঙ্গে ওপেন করবেন স্মৃতি মন্ধনা ৷ দলে আছেন দয়ালান হেমলতা, যিনি বাংলাদেশ সিরিজে স্বস্তিকা ভাটিয়ার বদলে দলে এসেছিলেন । রয়েছেন জেমিমা রদ্রিগেজ, দীপ্তি শর্মা, রিচা ঘোষ ৷
🚨 NEWS 🚨
— BCCI Women (@BCCIWomen) August 27, 2024
Presenting #TeamIndia's squad for the ICC Women's T20 World Cup 2024 🙌 #T20WorldCup pic.twitter.com/KetQXVsVLX
রিচা ঘোষ ভারতের প্রথম উইকেটরক্ষক হবেন । তাঁর ব্যাক-আপ হিসেবে 15 সদস্যের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে স্বস্তিকাকে ৷ বোলিং ইউনিটে রয়েছেন রেণুকা সিং, পূজা বস্ত্রকার, দীপ্তি শর্মা, রাধা যাদব, আশা শোভনা, সাজনা সজীবন এবং শ্রেয়াঙ্কা পাটিল ৷ যদিও স্বস্তিকা ও শ্রেয়াঙ্কার চোট রয়েছে ৷ ফলে তিন সদস্যের রিজার্ভ টিমে রাখা হয়েছে স্টাম্পার-ব্যাটার উমা ছেত্রীকে ৷
INDIAN TEAM FOR THE T20I WORLD CUP 2024. 🏆 🇮🇳
— Johns. (@CricCrazyJohns) August 27, 2024
Harmanpreet (C), Smriti, Shafali, Deepti, Jemimah, Richa, Yashtika, Pooja, Renuka, Hemalata, Asha, Radha, Shreyanka, Sajana, Arundhati. pic.twitter.com/yQOBbScOGd
আইসিসি মহিলা টি-20 বিশ্বকাপ 2024 ভারতীয় দল: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মন্ধনা (সহ-অধিনায়ক), শেফালি বর্মা, দীপ্তি শর্মা, জেমিমা রড্রিগেজ, রিচা ঘোষ (উইকেটরক্ষক), স্বস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক), পূজা বস্ত্রকর, অরুন্ধতী রেড্ডি , রেণুকা সিং ঠাকুর, দয়ালন হেমলতা, আশা শোভনা, রাধা যাদব, শ্রেয়াঙ্কা পাতিল, সাজনা সজীবন
রিজার্ভ দল: উমা ছেত্রী (স্টাম্পার-ব্যাটার), তনুজা কানওয়ার, সায়মা ঠাকুর