মুম্বই, 22 ফেব্রুয়ারি: ঘোষিত হল 2024 সালের আইপিএলের সূচি ৷ আগামী 22 মার্চ চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ দিয়ে ঢাকে কাঠি পড়তে চলেছে কোটিপতি লিগের 17তম সংস্করণের ৷ যদিও আসন্ন লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে প্রাথমিকভাবে প্রথম 17 দিনের সূচি ঘোষণা হয়েছে আপাতত ৷ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষিত হলে লিগের অবশিষ্ট সূচি প্রকাশ করবে ক্রিকেট বোর্ড ৷
সবমিলিয়ে প্রাথমিক পর্যায়ে 21টি ম্যাচের সূচি প্রকাশিত হয়েছে ৷ 22 মার্চ ঘরের মাঠে চেন্নাই মুখোমুখি হবে ব্যাঙ্গালোরের ৷ পরদিন অর্থাৎ, 23 মার্চ মোহালিতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলবে পঞ্জাব কিংস ৷ একইদিনে কলকাতায় সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি নাইট রাইডার্স ৷ ফরম্যাট অনুযায়ী 10টি দলকে দু'টি গ্রুপে ভাগ করা হয়েছে ৷ প্রত্যেকটি দল গ্রুপ পর্বে 14টি করে ম্যাচ খেলবে ৷
ফরম্যাট অনুযায়ী একটি দল সেই গ্রুপের বাকি 4টি দলের সঙ্গে হোম-অ্যাওয়ে ভিত্তিতে 8টি ম্যাচে খেলবে, অন্য গ্রুপের বাকি চারটি দলের মধ্যে তিনটি দলের সঙ্গে খেলবে একটি করে ম্যাচ ৷ আর অন্য গ্রুপের অবশিষ্ট দলের সঙ্গে জোড়া ম্যাচ খেলবে কোনও দল ৷
মনে করা হচ্চে এপ্রিল-মে'তে অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন ৷ আর নির্বাচনের নির্ঘণ্ট দেখেই বাকি পর্বের সূচি ঘোষণা করবে ভারতীয় ক্রিকেট বোর্ড ৷ পাছে নির্বাচনের সঙ্গে আইপিএলের সূচির কোনওভাবে 'সংঘাত' না-হয় ৷ আর সে কারণেই বৃহস্পতিবার 7 এপ্রিল পর্যন্ত সূচি ঘোষণা করেছে বিসিসিআই ৷
আরও পড়ুন: