ETV Bharat / sports

বায়ার্নের একাধিপত্যের অবসান, আলোন্সোর প্রশিক্ষণে প্রথম বুন্দেসলিগা খেতাব লেভারকুসেনের - Bayer Leverkusen - BAYER LEVERKUSEN

Bundesliga 2023-24: বায়ার্ন মিউনিখ সাম্রাজ্যের অবসান ঘটিয়ে প্রথম বুন্দেসলিগা খেতাবের স্বাদ পেল বায়ার লেভারকুসেন ৷ রবিবার ওয়ের্ডার ব্রেমেনকে 5-0 গোলে হারিয়ে পাঁচ ম্যাচে বাকি থাকতেই খেতাব নিশ্চিত করল জাবি আলোন্সো প্রশিক্ষণাধীন দল ৷

Bayer Leverkusen Wins Bundesliga
প্রথম বুন্দেসলিগা খেতাব লেভারকুসেনের
author img

By ANI

Published : Apr 15, 2024, 11:05 AM IST

Updated : Apr 15, 2024, 11:25 AM IST

লেভারকুসেন (জার্মানি), 15 এপ্রিল: এক নয়, দুই নয়, টানা 11 বছর পর নতুন চ্যাম্পিয়ন পেল বুন্দেসলিগা ৷ বায়ার্ন মিউনিখের একাধিপত্যের অবসান ঘটিয়ে বুন্দেসলিগার নতুন চ্যাম্পিয়ন বায়ার লেভারকুসেন ৷ তাও আবার পাঁচ ম্যাচ বাকি থাকতেই ৷ রবিবার মঞ্চ প্রস্ততই ছিল ৷ ঘরের মাঠের পুরো জনসমর্থন কাজে লাগিয়ে ওয়ের্ডার ব্রেমেনকে এদিন 5-0 হারাতেই খেতাব জয় নিশ্চিত হয়ে যায় লেভারকুসেনের ৷

চলতি লিগে বাকি পাঁচ ম্যাচ ৷ তবে 29 ম্যাচে এখনও পর্যন্ত অপরাজিত জাবি আলোন্সো প্রশিক্ষণাধীন লেভারকুসেন ৷ অর্থাৎ, অপরাজিত থেকেই রবিবার খেতাব নিশ্চিত হল গ্রানিথ জাকাদের ৷ 1993 পর প্রথম কোনও ট্রফি এল লেভারকুসেনের ক্যাবিনেটে ৷ শেষবার জার্মান কাপ চ্যাম্পিয়ন হয়েছিল তারা ৷

ঘরের মাঠে এদিন 25 মিনিটে ভিক্টর বনিফেসের গোলে খাতা খোলে লেভারকুসেন ৷ 90 মিনিটে যার শেষটা করেন ফ্লোরিয়ান উইর্তজ ৷ এদিন হ্যাটট্রিক আসে জার্মানির জাতীয় দলের এই স্ট্রাইকারের পা থেকে ৷ একটি গোল করেন জাকা ৷

দলকে খেতাব জিতিয়ে উচ্ছ্বসিত উইর্তজ বলেন, "এই অনুভূতি ভাষায় বর্ণনা করার নয় ৷ আমি এখনও ভাবতে পারছি না যে আমরা চ্যাম্পিয়ন ৷ গত মরশুমটা আমাদের যেভাবে শেষ হয়েছিল সেখান থেকে এই ফলাফল একেবারেই অপ্রত্যাশিত ৷" আর 2022 অবনমন জোন থেকে বাঁচিয়ে চলতি মরশুমে খেতাব এনে দেওয়া আলোন্সো কী বলছেন? প্রাক্তন রিয়াল মাদ্রিদ তারকা বলেন, "বুন্দেসলিগা একইসঙ্গে জার্মান ফুটবলের বায়ার্ন ব্যতীত অন্য দলের খেতাব জয় স্বাস্থ্যকর ৷"

আরও পড়ুন:

  1. সুপার কাপ সেরা স্মৃতি, নতুন মরশুমে ঘুরে দাঁড়ানোর আশ্বাস কুয়াদ্রাতের
  2. যুবভারতীতে আজ 'ফাইনাল', মুম্বই কাঁটা সরিয়ে প্রথম আইএসএল শিল্ড জয়ে চোখ বাগানের

লেভারকুসেন (জার্মানি), 15 এপ্রিল: এক নয়, দুই নয়, টানা 11 বছর পর নতুন চ্যাম্পিয়ন পেল বুন্দেসলিগা ৷ বায়ার্ন মিউনিখের একাধিপত্যের অবসান ঘটিয়ে বুন্দেসলিগার নতুন চ্যাম্পিয়ন বায়ার লেভারকুসেন ৷ তাও আবার পাঁচ ম্যাচ বাকি থাকতেই ৷ রবিবার মঞ্চ প্রস্ততই ছিল ৷ ঘরের মাঠের পুরো জনসমর্থন কাজে লাগিয়ে ওয়ের্ডার ব্রেমেনকে এদিন 5-0 হারাতেই খেতাব জয় নিশ্চিত হয়ে যায় লেভারকুসেনের ৷

চলতি লিগে বাকি পাঁচ ম্যাচ ৷ তবে 29 ম্যাচে এখনও পর্যন্ত অপরাজিত জাবি আলোন্সো প্রশিক্ষণাধীন লেভারকুসেন ৷ অর্থাৎ, অপরাজিত থেকেই রবিবার খেতাব নিশ্চিত হল গ্রানিথ জাকাদের ৷ 1993 পর প্রথম কোনও ট্রফি এল লেভারকুসেনের ক্যাবিনেটে ৷ শেষবার জার্মান কাপ চ্যাম্পিয়ন হয়েছিল তারা ৷

ঘরের মাঠে এদিন 25 মিনিটে ভিক্টর বনিফেসের গোলে খাতা খোলে লেভারকুসেন ৷ 90 মিনিটে যার শেষটা করেন ফ্লোরিয়ান উইর্তজ ৷ এদিন হ্যাটট্রিক আসে জার্মানির জাতীয় দলের এই স্ট্রাইকারের পা থেকে ৷ একটি গোল করেন জাকা ৷

দলকে খেতাব জিতিয়ে উচ্ছ্বসিত উইর্তজ বলেন, "এই অনুভূতি ভাষায় বর্ণনা করার নয় ৷ আমি এখনও ভাবতে পারছি না যে আমরা চ্যাম্পিয়ন ৷ গত মরশুমটা আমাদের যেভাবে শেষ হয়েছিল সেখান থেকে এই ফলাফল একেবারেই অপ্রত্যাশিত ৷" আর 2022 অবনমন জোন থেকে বাঁচিয়ে চলতি মরশুমে খেতাব এনে দেওয়া আলোন্সো কী বলছেন? প্রাক্তন রিয়াল মাদ্রিদ তারকা বলেন, "বুন্দেসলিগা একইসঙ্গে জার্মান ফুটবলের বায়ার্ন ব্যতীত অন্য দলের খেতাব জয় স্বাস্থ্যকর ৷"

আরও পড়ুন:

  1. সুপার কাপ সেরা স্মৃতি, নতুন মরশুমে ঘুরে দাঁড়ানোর আশ্বাস কুয়াদ্রাতের
  2. যুবভারতীতে আজ 'ফাইনাল', মুম্বই কাঁটা সরিয়ে প্রথম আইএসএল শিল্ড জয়ে চোখ বাগানের
Last Updated : Apr 15, 2024, 11:25 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.