কলকাতা, 13 অক্টোবর: উৎসবের বাংলা থেকে বহুদূরে কাজাখস্তানে দশমীর দিন ইতিহাস গড়েছিলেন ঐহিকা মুখোপাধ্যায় ও সুতীর্থা মুখোপাধ্য়ায় ৷ রবিবার নৈহাটির 'মুখোপাধ্য়ায় সিস্টার্সে'র কাছে ছিল সেই ইতিহাস আরও বাড়িয়ে নিয়ে যাওয়ার সুযোগ ৷ কিন্তু পারলেন না দুই বঙ্গতনয়া ৷ এশিয়ান টেবল টেনিস চ্য়াম্পিয়নশিপে ব্রোঞ্জেই থামল দু'জনের দৌড় ৷ রবিবার কাজাখস্তানের রাজধানীতে মেয়েদের ডাবলসের সেমিফাইনালে জাপানের মিওয়া হারিমোতো এবং মিউ কিশারা জুটির কাছে স্ট্রেট গেমে হারলেন দু'জনে ৷
ঐহিকা-সুতীর্থা জুটির বিপক্ষে ম্য়াচের ফল 4-11, 9-11, 8-11 ৷ ফলাফল দেখেই স্পষ্ট, সেমিতে একতরফা জাপানের প্রতিপক্ষের কাছে হারতে হয়েছে ভারতীয় জুটিকে ৷ তাতে কী? এশিয়ান চ্য়াম্পিয়নশিপ থেকে নৈহাটিতে জোড়া ব্রোঞ্জ তো যাচ্ছে ৷ দুই বঙ্গতনয়ার কোচ আরেক বঙ্গতনয় সৌরভ চক্রবর্তী ইটিভি ভারত'কে প্রতিক্রিয়ায় যেমন জানালেন, দুই বঙ্গ প্য়াডলার ভবিষ্যতে আরও ইতিহাস গড়বেন ৷ সুদূর কাজ়াখস্তান থেকে সৌরভ বলেন, "দ্বিতীয় গেমে একটা সময় আমরা 6-2 ফলে এগিয়ে ছিলাম। কিন্তু ওরা দুরন্ত প্রত্যাবর্তন করে সেই গেম জিতে যায়। সেটাই মোড় ঘোরানো মুহূর্ত হয়ে গেল। জাপানের জুটির বোঝাপড়া আমাদের থেকে অনেকটা ভাল ছিল।"
তবে এই ম্যাাচ থেকে শিক্ষা নিয়ে পরবর্তী প্রতিযোগিতাগুলোতে আরও ভাল করার ব্যাপারে আশাবাদী সুতীর্থা-ঐহিকাদের কোচ। বললেন, "কোয়ার্টার ফাইনালে জেতার পরেই ওরা বলেছিল, পদকের রং বদলাতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত তা হয়নি। তবে এই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে এই জুটি আরও ইতিহাস তৈরি করবে।" রবিবার সেমিতে আধঘণ্টার মধ্যেই আত্মসমর্পণ করে ভারতীয় জুটি। তবে শনিবার দুরন্ত ফর্মে ছিলেন ঐহিকা-সুতীর্থা ৷ কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে প্রথম গেম হেরেও ব্রোঞ্জ নিশ্চিত করে এই জুটি ৷ যা প্রতিযোগিতার মহিলা ডাবলসে দেশের প্রথম পদক ৷
ঐহিকা এবং সুতীর্থার পক্ষে ম্য়াচের ফল ছিল 10-12, 11-7, 11-9, 11-8 ৷ তারও আগে মেয়েদের দলগত বিভাগে ঐতিহাসিক ব্রোঞ্জ জয়ের শরিক ছিলেন দু'জনে ৷ ঐহিকা ও সুতীর্থা ছাড়াও ব্রোঞ্জজয়ী সেই দলে ছিলেন মণিকা বাত্রা, সৃজা আকুলা ও দিয়া চিতালে ৷ প্য়ারিস অলিম্পিকিসে ব্রোঞ্জ পদকজয়ী কোরিয়া রিপাবলিককে হারিয়ে চমকে দেয় ভারতীয় দল ৷