ETV Bharat / sports

স্টার্কের 6 উইকেট ও ম্যাকসুইনি-মার্নসের সাবধানী ব্যাটিং, অ্যাডিলেডে অ্যাডভান্টেজ-অজি - AUSTRALIA VS INDIA 2ND TEST

ম্যাকসুইনির ক্যাচ ফেলার ফল ভুগছে ভারত ! অ্যাডিলেডে মাটি আঁকড়ে পড়ে অজি ওপেনার ৷ সঙ্গ দিচ্ছেন মার্নস লাবুসেন ৷ পিঙ্ক বল টেস্টে চাপে ভারত ৷

AUSTRALIA VS INDIA 2ND TEST
অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্টে প্রথমদিনের খেলা শেষে এগিয়ে অস্ট্রেলিয়া ৷ (ছবি- এপি)
author img

By ETV Bharat Sports Team

Published : Dec 6, 2024, 8:01 PM IST

Updated : Dec 6, 2024, 8:17 PM IST

অ্যাডিলেড, 6 ডিসেম্বর: অ্যাডিলেড ওভাল ভারতের জন্য পয়া মাঠ ৷ তবে, এই মাঠে অস্ট্রেলিয়া একটিও দিন-রাতের পিঙ্ক বল টেস্ট হারেনি ৷ এটাও সত্যি ৷ আর সেটাই যেন আরও বেশি করে মনে করিয়ে দিল অজি ব্রিগেড ৷ অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টের প্রথমদিনের খেলা শেষে অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়া ৷

টস জিতে ভারত অধিনায়ক রোহিত শর্মার ব্যাটিংয়ের 'সঠিক' সিদ্ধান্তকে প্রথমে ভুল প্রমাণ করেন বাঁ-হাতি পেসার মিচেল স্টার্ক ৷ তারপর গোধূলির সময়ে ব্যাটিং করতে নেমে শটের উপর অসাধারণ নিয়ন্ত্রণ দেখালেন অনভিজ্ঞ নাথান ম্যাকসুইনি এবং মার্নস লাবুসেন ৷ দু’জনের দূরন্ত ব্যাটিংয়ের দৌলতে ভারত প্রথমদিনে বেশকিছুটা পিছিয়ে পড়েছে দিন-রাতের এই টেস্টে ৷

ম্যাচের প্রথম বলে যশস্বী জয়সওয়ালের উইকেট বাদ দিলে শুরুটা দারুণ করেছিলেন কেএল রাহুল (37) এবং চোট সারিয়ে মাঠে ফেরা শুভমন গিল (31) ৷ দু’জনে মিলে 67 রানে পার্টনারশিপ করেছিলেন দ্বিতীয় উইকেটে ৷ কিন্তু, কেএল ফিরতেই যেন ধস নামে ভারতের মিডল-অর্ডারে ৷ বিরাট কোহলি (7), রোহিত শর্মা (3), ঋষভ পন্থ (21) কেউ দাঁড়াতে পারেননি ৷

পারথের পর অ্যাডিলেডেও প্রথম ইনিংসে নীতীশ রেড্ডি (42) ভারতের ত্রাতা হওয়ার চেষ্টা করলেন ৷ সঙ্গে ক্ষণিক চেষ্টা করেন রবিচন্দ্রন অশ্বিন (22) ৷ কিন্তু, সঠিক সঙ্গত না-পেয়ে আগ্রাসন দেখাতে গিয়ে আউট হন তিনি ৷ পিঙ্ক বল টেস্টে আগেও ভারতের সামনে পাহাড়-সমান বাধা তৈরি করেছিলেন মিচেল স্টার্ক ৷ আজও তাই করলেন তিনি ৷ 48 রান দিয়ে 6 উইকেট নিয়েছেন ৷ সঙ্গে অজি অধিনায়ক প্যাট কামিন্স এবং স্কট বোল্যান্ড 2টি করে উইকেট নিয়েছেন ৷

তবে, পারথে লাল বলকে যেভাবে 'কথা' বলিয়ে ছিলেন জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ এবং হর্ষিত রানারা ৷ পিঙ্ক বলে তার ধারে কাছেও দেখা গেল না ৷ যদিও, বুমরা সেই তুলনায় অনেকটাই সভ্য-ভদ্র ৷ অবশ্যই তাঁর মান হিসেবে, সেটা স্বাভাবিক ৷ উসমান খোয়াজার একমাত্র উইকেটটিও তিনিই নিয়েছেন ৷

AUSTRALIA VS INDIA 2ND TEST
উসমান খোয়াজাকে আউট করে জসপ্রীত বুমরার সেলিব্রেশন ৷ (ছবি- এপি)

অন্যদিকে, মহম্মদ সিরাজকে এ দিন ছন্নছাড়া দেখালো ৷ শুরুর দিকে সঠিক লাইন-লেন্থে বল করলেও, যত অস্ট্রেলিয়ার দ্বিতীয় উইকেটের পার্টনারশিপ পোক্ত হয়েছে, তত বোলিংয়ে নিয়ন্ত্রণ হারাতে দেখা গেল সিরাজকে ৷ তবে, তা পিঙ্ক বলের চরিত্র ও গঠনের জন্য কি না, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না ৷ তবে, শেষের দিকে বলহাতে অতিরিক্ত কিছু করার একটা চেষ্টা সিরাজের মধ্যে দেখা গিয়েছে ৷ যা অজি ব্যাটারদের উলটে সাহায্য করেছে ৷ হর্ষিত রানা অসাধারণ স্পেল করলেও, পিঙ্ক বলের স্যুইং নিয়ন্ত্রণ করতে সক্ষম হলেন না ৷

এখন দেখার দ্বিতীয় দিনের শুরুতে ভারত ম্যাচে ফিরতে পারে কি না ! প্রথমদিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার স্কোর 1 উইকেট হারিয়ে 86 রান ৷ ভারতের প্রথম ইনিংসের থেকে এখনও 94 রানে পিছিয়ে ক্যাঙারুরা ৷ আর ভারতকে ম্যাচ ফিরতে হলে দ্রুত 9 উইকেট ফেলতে হবে ৷ যেখানে আবারও হয়তো জসপ্রীত বুমরার দিকেই তাকিয়ে থাকবেন অধিনায়ক রোহিত শর্মা ৷

অ্যাডিলেড, 6 ডিসেম্বর: অ্যাডিলেড ওভাল ভারতের জন্য পয়া মাঠ ৷ তবে, এই মাঠে অস্ট্রেলিয়া একটিও দিন-রাতের পিঙ্ক বল টেস্ট হারেনি ৷ এটাও সত্যি ৷ আর সেটাই যেন আরও বেশি করে মনে করিয়ে দিল অজি ব্রিগেড ৷ অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টের প্রথমদিনের খেলা শেষে অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়া ৷

টস জিতে ভারত অধিনায়ক রোহিত শর্মার ব্যাটিংয়ের 'সঠিক' সিদ্ধান্তকে প্রথমে ভুল প্রমাণ করেন বাঁ-হাতি পেসার মিচেল স্টার্ক ৷ তারপর গোধূলির সময়ে ব্যাটিং করতে নেমে শটের উপর অসাধারণ নিয়ন্ত্রণ দেখালেন অনভিজ্ঞ নাথান ম্যাকসুইনি এবং মার্নস লাবুসেন ৷ দু’জনের দূরন্ত ব্যাটিংয়ের দৌলতে ভারত প্রথমদিনে বেশকিছুটা পিছিয়ে পড়েছে দিন-রাতের এই টেস্টে ৷

ম্যাচের প্রথম বলে যশস্বী জয়সওয়ালের উইকেট বাদ দিলে শুরুটা দারুণ করেছিলেন কেএল রাহুল (37) এবং চোট সারিয়ে মাঠে ফেরা শুভমন গিল (31) ৷ দু’জনে মিলে 67 রানে পার্টনারশিপ করেছিলেন দ্বিতীয় উইকেটে ৷ কিন্তু, কেএল ফিরতেই যেন ধস নামে ভারতের মিডল-অর্ডারে ৷ বিরাট কোহলি (7), রোহিত শর্মা (3), ঋষভ পন্থ (21) কেউ দাঁড়াতে পারেননি ৷

পারথের পর অ্যাডিলেডেও প্রথম ইনিংসে নীতীশ রেড্ডি (42) ভারতের ত্রাতা হওয়ার চেষ্টা করলেন ৷ সঙ্গে ক্ষণিক চেষ্টা করেন রবিচন্দ্রন অশ্বিন (22) ৷ কিন্তু, সঠিক সঙ্গত না-পেয়ে আগ্রাসন দেখাতে গিয়ে আউট হন তিনি ৷ পিঙ্ক বল টেস্টে আগেও ভারতের সামনে পাহাড়-সমান বাধা তৈরি করেছিলেন মিচেল স্টার্ক ৷ আজও তাই করলেন তিনি ৷ 48 রান দিয়ে 6 উইকেট নিয়েছেন ৷ সঙ্গে অজি অধিনায়ক প্যাট কামিন্স এবং স্কট বোল্যান্ড 2টি করে উইকেট নিয়েছেন ৷

তবে, পারথে লাল বলকে যেভাবে 'কথা' বলিয়ে ছিলেন জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ এবং হর্ষিত রানারা ৷ পিঙ্ক বলে তার ধারে কাছেও দেখা গেল না ৷ যদিও, বুমরা সেই তুলনায় অনেকটাই সভ্য-ভদ্র ৷ অবশ্যই তাঁর মান হিসেবে, সেটা স্বাভাবিক ৷ উসমান খোয়াজার একমাত্র উইকেটটিও তিনিই নিয়েছেন ৷

AUSTRALIA VS INDIA 2ND TEST
উসমান খোয়াজাকে আউট করে জসপ্রীত বুমরার সেলিব্রেশন ৷ (ছবি- এপি)

অন্যদিকে, মহম্মদ সিরাজকে এ দিন ছন্নছাড়া দেখালো ৷ শুরুর দিকে সঠিক লাইন-লেন্থে বল করলেও, যত অস্ট্রেলিয়ার দ্বিতীয় উইকেটের পার্টনারশিপ পোক্ত হয়েছে, তত বোলিংয়ে নিয়ন্ত্রণ হারাতে দেখা গেল সিরাজকে ৷ তবে, তা পিঙ্ক বলের চরিত্র ও গঠনের জন্য কি না, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না ৷ তবে, শেষের দিকে বলহাতে অতিরিক্ত কিছু করার একটা চেষ্টা সিরাজের মধ্যে দেখা গিয়েছে ৷ যা অজি ব্যাটারদের উলটে সাহায্য করেছে ৷ হর্ষিত রানা অসাধারণ স্পেল করলেও, পিঙ্ক বলের স্যুইং নিয়ন্ত্রণ করতে সক্ষম হলেন না ৷

এখন দেখার দ্বিতীয় দিনের শুরুতে ভারত ম্যাচে ফিরতে পারে কি না ! প্রথমদিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার স্কোর 1 উইকেট হারিয়ে 86 রান ৷ ভারতের প্রথম ইনিংসের থেকে এখনও 94 রানে পিছিয়ে ক্যাঙারুরা ৷ আর ভারতকে ম্যাচ ফিরতে হলে দ্রুত 9 উইকেট ফেলতে হবে ৷ যেখানে আবারও হয়তো জসপ্রীত বুমরার দিকেই তাকিয়ে থাকবেন অধিনায়ক রোহিত শর্মা ৷

Last Updated : Dec 6, 2024, 8:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.