ETV Bharat / sports

প্রেমের শহরে তুফান! আরাকুর কফিতে মজবে প্যারিস অলিম্পিক্স - Araku Coffee in Paris Olympics

Araku Coffee in Paris Olympics 2024: প্যারিসে শুক্রবার থেকে শুরু হয়েছে 33তম অলিম্পিক্স ৷ আর প্রেমের শহরে এবার অতিথি আপ্যায়ন করবে আরাকুর কফি ৷ অলিম্পিক্সে ক্রীড়াবিদ থেকে অতিথি সবার জন্যই থাকবে ধোঁয়া ওঠা এক পেয়ালা আরাকু কফি ৷

Araku Coffee in Paris Olympics
অলিম্পিক্সে যাচ্ছে আরাকুর কফি ! (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 27, 2024, 7:36 PM IST

Updated : Jul 27, 2024, 7:42 PM IST

আরাকুভ্যালি, 27 জুলাই: প্যারিস অলিম্পিক্স 2024-এ যাচ্ছে আরাকুর কফি ৷ অন্ধ্রপ্রদেশ রাজ্যের আরাকু কফির আন্তর্জাতিক স্বীকৃতি রয়েছে ৷ সেই ফ্রেশ আরাকু কফি অলিম্পিক্সের অতিথিদের আপ্যায়ন করবে বলে জানা গিয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী মোদি তাঁর 'মন কি বাতে' আরাকু কফির স্বাদের কথা উল্লেখ করেছেন ৷ প্যারিসে আসা ক্রীড়াবিদ ও অতিথিরা সেই আরাকু কফির স্বাদ নেবেন বলেও জানা গিয়েছে ৷

আলুরি সীতারামারাজু জেলার নাম শুনলেই মনে আসে আরাকু কফির নাম ৷ ইতিমধ্যে একাধিক আন্তর্জাতিক পুরস্কার জিতে নিয়েছে এই কফি। শুক্রবার 26 জুলাই থেকে প্যারিসে শুরু হয়েছে 33 তম অলিম্পিক্স। আর প্যারিসে আসা সব ক্রীড়াবিদদের বিনোদনের অংশ হিসাবে থাকবে আরাকু কফির স্বাদ ৷ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এই কফির ব্যাপক প্রচারও করেছিলেন।

এর আগে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবুবাবু নাইডুর সঙ্গে জি-20 সম্মেলনে আরাকু কফির স্বাদ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সম্প্রতি মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, ফের সময় হলে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে এই আরাকু কফি খেতে চান ৷

প্যারিসে 2017 সালে একটি কফি আউটলেট প্রতিষ্ঠিত হয়েছিল ৷ প্যারিসের পর নিউ ইয়র্ক এবং টোকিওতেও আরাকু কফির স্টোর খোলার ইচ্ছে আছে ব্যবসায়ীদের। প্যারিসে অলিম্পিক্স অনুষ্ঠিত হচ্ছে। সেই সুযোগ হাতছাড়া করতে চাইছেন না কফি ব্যবসায়ীরা ৷ বিশিষ্ট শিল্পপতি আনন্দ মহেন্দ্র সম্প্রতি ঘোষণা করেছেন, তিনি আরও একটি আউটলেট খুলতে চান ৷ 2018 সালে, আরাকু কফি প্যারিসে অনুষ্ঠিত প্রিক্স এপিকিউরস-2018-এ স্বর্ণপদকও জিতেছে ।

আরাকুতে সব জমিই সরকারের অধীনে ৷ এখানকার উপজাতিরা জীবিকার প্রয়োজনে অনির্দিষ্ট পরিমাণে জমি নিতে পারেন, তাও বিনামূল্যে ৷ আরাকুতে কফি চাষ শুরু হয় ব্রিটিশদের হাতে ৷ পরবর্তী সময়ে সরকারের উদ্যোগে কফি প্ল্যান্টেশনগুলি চলতে থাকে ৷ কয়েক বছর আগে 1000 একর জমিতে কফি চাষ হত ৷ এখন তা বেড়ে দাঁড়িয়েছে 20 হাজার একরে। বিভিন্ন কর্পোরেট সংস্থাগুলিও চাষের কাজে সাহায্য করছে বলে জানা গিয়েছে ৷ পাশাপাশি জানা গিয়েছে, নতুন এগ্রি এন্টারপ্রাইজও শুরু হতে চলেছে অন্ধ্রপ্রদেশের আরাকু উপত্যকায় ৷

আরাকুভ্যালি, 27 জুলাই: প্যারিস অলিম্পিক্স 2024-এ যাচ্ছে আরাকুর কফি ৷ অন্ধ্রপ্রদেশ রাজ্যের আরাকু কফির আন্তর্জাতিক স্বীকৃতি রয়েছে ৷ সেই ফ্রেশ আরাকু কফি অলিম্পিক্সের অতিথিদের আপ্যায়ন করবে বলে জানা গিয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রী মোদি তাঁর 'মন কি বাতে' আরাকু কফির স্বাদের কথা উল্লেখ করেছেন ৷ প্যারিসে আসা ক্রীড়াবিদ ও অতিথিরা সেই আরাকু কফির স্বাদ নেবেন বলেও জানা গিয়েছে ৷

আলুরি সীতারামারাজু জেলার নাম শুনলেই মনে আসে আরাকু কফির নাম ৷ ইতিমধ্যে একাধিক আন্তর্জাতিক পুরস্কার জিতে নিয়েছে এই কফি। শুক্রবার 26 জুলাই থেকে প্যারিসে শুরু হয়েছে 33 তম অলিম্পিক্স। আর প্যারিসে আসা সব ক্রীড়াবিদদের বিনোদনের অংশ হিসাবে থাকবে আরাকু কফির স্বাদ ৷ অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এই কফির ব্যাপক প্রচারও করেছিলেন।

এর আগে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবুবাবু নাইডুর সঙ্গে জি-20 সম্মেলনে আরাকু কফির স্বাদ নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সম্প্রতি মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, ফের সময় হলে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে এই আরাকু কফি খেতে চান ৷

প্যারিসে 2017 সালে একটি কফি আউটলেট প্রতিষ্ঠিত হয়েছিল ৷ প্যারিসের পর নিউ ইয়র্ক এবং টোকিওতেও আরাকু কফির স্টোর খোলার ইচ্ছে আছে ব্যবসায়ীদের। প্যারিসে অলিম্পিক্স অনুষ্ঠিত হচ্ছে। সেই সুযোগ হাতছাড়া করতে চাইছেন না কফি ব্যবসায়ীরা ৷ বিশিষ্ট শিল্পপতি আনন্দ মহেন্দ্র সম্প্রতি ঘোষণা করেছেন, তিনি আরও একটি আউটলেট খুলতে চান ৷ 2018 সালে, আরাকু কফি প্যারিসে অনুষ্ঠিত প্রিক্স এপিকিউরস-2018-এ স্বর্ণপদকও জিতেছে ।

আরাকুতে সব জমিই সরকারের অধীনে ৷ এখানকার উপজাতিরা জীবিকার প্রয়োজনে অনির্দিষ্ট পরিমাণে জমি নিতে পারেন, তাও বিনামূল্যে ৷ আরাকুতে কফি চাষ শুরু হয় ব্রিটিশদের হাতে ৷ পরবর্তী সময়ে সরকারের উদ্যোগে কফি প্ল্যান্টেশনগুলি চলতে থাকে ৷ কয়েক বছর আগে 1000 একর জমিতে কফি চাষ হত ৷ এখন তা বেড়ে দাঁড়িয়েছে 20 হাজার একরে। বিভিন্ন কর্পোরেট সংস্থাগুলিও চাষের কাজে সাহায্য করছে বলে জানা গিয়েছে ৷ পাশাপাশি জানা গিয়েছে, নতুন এগ্রি এন্টারপ্রাইজও শুরু হতে চলেছে অন্ধ্রপ্রদেশের আরাকু উপত্যকায় ৷

Last Updated : Jul 27, 2024, 7:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.