ETV Bharat / sports

অবসরে ইনিয়েস্তা, পেশাদার ফুটবলকে বিদায় অন্যতম সেরা মিডফিল্ডারের - ANDRES INIESTA RETIREMENT - ANDRES INIESTA RETIREMENT

ANDRES INIESTA SET TO RETIRE: আগামী 8 অক্টোবর ফুটবলকে পাকাপাকি বিদায় জানাতে চলেছেন আন্দ্রে ইনিয়েস্তা ৷ মঙ্গলবার সোশাল মিডিয়ায় তারই ইঙ্গিত দিলেন বার্সেলোনায় একদা মেসির সতীর্থ ৷

ANDRES INIESTA
আন্দ্রে ইনিয়েস্তা (GETTY)
author img

By ETV Bharat Sports Team

Published : Oct 1, 2024, 7:00 PM IST

Updated : Oct 1, 2024, 7:31 PM IST

হায়দরাবাদ, 1 অক্টোবর: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন আগেই ৷ মঙ্গলবার পেশাদার ফুটবলকে চিরতরে বিদায় জানানোর কথা ঘোষণা করলেন আন্দ্রে ইনিয়েস্তা ৷ এক সোশাল মিডিয়া পোস্টে সর্বকালের অন্যতম সেরা মিডফিল্ডার জানিয়ে দিলেন আগামী 8 অক্টোবর পেশাদার কেরিয়ারকে আলবিদা জানাতে চলেছেন তিনি ৷ অর্থাৎ, তাঁর জার্সি নম্বরের সঙ্গে সামঞ্জস্য রেখে ওইদিনে বুটজোড়া পাকাপাকিভাবে তুলে রাখার সিদ্ধান্ত নিলেন স্পেন এবং বার্সেলোনা কিংবদন্তি ৷

কোনও ম্য়াচ খেলে নাকি সাংবাদিক সম্মেলন করে অবসর ঘোষণা করবেন, সে সম্পর্কে অবশ্য স্পষ্ট কিছু জানাননি ইনিয়েস্তা ৷ তবে তাঁর যে মহাপ্রস্থান ঘটছে তা এক ভিডিয়োবার্তায় এদিন স্পষ্ট করেছেন বার্সেলোনার জার্সিতে 674 ম্য়াচে খেলা ফুটবলার ৷ 2002 সালে লা লিগা জায়ান্টদের হয়ে সিনিয়র দলে আত্মপ্রকাশ ঘটেছিল স্প্যানিশ ফুটবলারের ৷ তাঁর অভিষেক ম্য়াচে মায়োর্কাকে 4-0 গোলে হারিয়েছিল বার্সা ৷ এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি ৷ জাভি হার্নান্ডেজ, লিওনেল মেসিদের সঙ্গে একই পংক্তিতে উচ্চারিত হয়েছে তাঁর নাম ৷

বার্সেলোনার ইতিহাসে চতুর্থ সর্বাধিক ম্য়াচ খেলা ইনিয়েস্তার নামের পাশে রয়েছে 57টি গোল ও 135টি অ্যাসিস্ট ৷ সর্বাধিক ম্য়াচ খেলার নিরিখে তাঁর আগে রয়েছেন কেবল লিও মেসি, জাভি হার্নান্ডেজ ও সার্জিয়ো বুসকেতস ৷ 9টি লা লিগা, চারটি চ্যাম্পিয়ন্স লিগ-সহ স্প্যানিশ জায়ান্টদের হয়ে 32টি ট্রফি জেতা ইনিয়েস্তা 2018 সালে বার্সেলোনা ছেড়ে যোগ দেন জাপানের ক্লাব ভিসেল কোবে'তে ৷ সেখানে পাঁচ মরশুম কাটিয়ে গতবছর এই মিডফিল্ড মায়েস্ত্রোর ঠিকানা হয় সংযুক্ত আরব আমিরশাহীর এমিরেটস ক্লাবে ৷

সেখান থেকেই কেরিয়ারে ইতি টানছেন তিনি ৷ সাম্প্রতিক অতীতে টনি ক্রুস, পেপে, রাফায়েল ভারানের মতো তারকা ফুটবলাররা বিদায় জানিয়েছেন কেরিয়ারকে ৷ ইনিয়েস্তা তালিকায় নয়া সংযোজন ৷ সোমবার এক আবেগঘন ভিডিয়োবার্তায় আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন 2018 ফ্রান্সের বিশ্বজয়ের নায়ক আতোয়াঁ গ্রিজম্যানও ৷ তবে ক্লাব ফুটবল চালিয়ে যাবেন তিনি ৷

হায়দরাবাদ, 1 অক্টোবর: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন আগেই ৷ মঙ্গলবার পেশাদার ফুটবলকে চিরতরে বিদায় জানানোর কথা ঘোষণা করলেন আন্দ্রে ইনিয়েস্তা ৷ এক সোশাল মিডিয়া পোস্টে সর্বকালের অন্যতম সেরা মিডফিল্ডার জানিয়ে দিলেন আগামী 8 অক্টোবর পেশাদার কেরিয়ারকে আলবিদা জানাতে চলেছেন তিনি ৷ অর্থাৎ, তাঁর জার্সি নম্বরের সঙ্গে সামঞ্জস্য রেখে ওইদিনে বুটজোড়া পাকাপাকিভাবে তুলে রাখার সিদ্ধান্ত নিলেন স্পেন এবং বার্সেলোনা কিংবদন্তি ৷

কোনও ম্য়াচ খেলে নাকি সাংবাদিক সম্মেলন করে অবসর ঘোষণা করবেন, সে সম্পর্কে অবশ্য স্পষ্ট কিছু জানাননি ইনিয়েস্তা ৷ তবে তাঁর যে মহাপ্রস্থান ঘটছে তা এক ভিডিয়োবার্তায় এদিন স্পষ্ট করেছেন বার্সেলোনার জার্সিতে 674 ম্য়াচে খেলা ফুটবলার ৷ 2002 সালে লা লিগা জায়ান্টদের হয়ে সিনিয়র দলে আত্মপ্রকাশ ঘটেছিল স্প্যানিশ ফুটবলারের ৷ তাঁর অভিষেক ম্য়াচে মায়োর্কাকে 4-0 গোলে হারিয়েছিল বার্সা ৷ এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি ৷ জাভি হার্নান্ডেজ, লিওনেল মেসিদের সঙ্গে একই পংক্তিতে উচ্চারিত হয়েছে তাঁর নাম ৷

বার্সেলোনার ইতিহাসে চতুর্থ সর্বাধিক ম্য়াচ খেলা ইনিয়েস্তার নামের পাশে রয়েছে 57টি গোল ও 135টি অ্যাসিস্ট ৷ সর্বাধিক ম্য়াচ খেলার নিরিখে তাঁর আগে রয়েছেন কেবল লিও মেসি, জাভি হার্নান্ডেজ ও সার্জিয়ো বুসকেতস ৷ 9টি লা লিগা, চারটি চ্যাম্পিয়ন্স লিগ-সহ স্প্যানিশ জায়ান্টদের হয়ে 32টি ট্রফি জেতা ইনিয়েস্তা 2018 সালে বার্সেলোনা ছেড়ে যোগ দেন জাপানের ক্লাব ভিসেল কোবে'তে ৷ সেখানে পাঁচ মরশুম কাটিয়ে গতবছর এই মিডফিল্ড মায়েস্ত্রোর ঠিকানা হয় সংযুক্ত আরব আমিরশাহীর এমিরেটস ক্লাবে ৷

সেখান থেকেই কেরিয়ারে ইতি টানছেন তিনি ৷ সাম্প্রতিক অতীতে টনি ক্রুস, পেপে, রাফায়েল ভারানের মতো তারকা ফুটবলাররা বিদায় জানিয়েছেন কেরিয়ারকে ৷ ইনিয়েস্তা তালিকায় নয়া সংযোজন ৷ সোমবার এক আবেগঘন ভিডিয়োবার্তায় আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন 2018 ফ্রান্সের বিশ্বজয়ের নায়ক আতোয়াঁ গ্রিজম্যানও ৷ তবে ক্লাব ফুটবল চালিয়ে যাবেন তিনি ৷

Last Updated : Oct 1, 2024, 7:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.