ETV Bharat / sports

ডব্লিউপিএলে বিশাল দাম পেলেন তামিলনাড়ুর কমলিনী, চিনে নিন আনক্য়াপড ষোড়শীকে - WPL AUCTION

দেশের হয়ে এখনও অভিষেক হয়নি ৷ মাত্র ষোল বছর বয়সে ডব্লুপিএল নিলামে বিরাট দাম পেলেন জি কমলিনী ৷ কোন ফ্র্যাঞ্চাইজিতে কত দামে বিকোলেন তিনি?

MI BUYS G KAMALINI IN WPL AUCTION
মুম্বই ইন্ডিয়ান্স (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : 2 hours ago

বেঙ্গালুরু, 15 ডিসেম্বর: জি কমলিনী ৷ রবিবাসরীয় দুপুরের আগে এই মহিলা ক্রিকেটারের নাম হয়তো শোনেননি ভারতীয় ক্রিকেটের অতি বড় ভক্তও ৷ শুনবেনই বা কী করে? বয়স মাত্র ষোল ৷ তার উপর আন্তর্জাতিক ক্রিকেটের চৌহদ্দিতে এখনও যে প্রবেশ করেননি কমলিনী ৷ তবে রবিবার বিকেলের পর থেকে চর্চায় তামিলনাড়ুর ষোড়শী ৷ আর কারণটা অবশ্যই ডব্লিউপিএল মিনি অকশন ৷ রবিবার বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হওয়া প্রতিযোগিতার মিনি নিলামে 1.60 কোটি টাকায় মুম্বই ইন্ডিয়ান্সে অন্তর্ভুক্ত হয়ে শিরোনামে কমলিনী ৷

বাঁ-হাতি ব্যাটার, পার্টটাইম স্পিনার ৷ প্রয়োজনে উইকেটের পিছনেও দায়িত্ব সামলাতে পারেন কিশোরী এই ক্রিকেটার ৷ যাঁকে নিয়ে রবিবার দুপুরে মিনি অকশনে রীতিমতো লড়াই হল দিল্লি ক্য়াপিটালস এবং মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে ৷ বেস প্রাইস ছিল 10 লক্ষ টাকা ৷ সেখান থেকে দর হেঁকে 1.60 কোটি টাকায় মুম্বই ফ্র্যাঞ্চাইজির শরিক হলেন স্টাম্পার-ব্যাটার ৷

  • কে এই কমলিনী?

ভারতীয় ক্রিকেটের আগামীর তারকা হিসেবে দেখা হচ্ছে কমলিনীকে ৷ অনূর্ধ্ব-19 উইমেন্স টি-20 ট্রফিতে দ্বিতীয় সর্বাধিক রান করে সম্প্রতি প্রচারের আলোয় এসেছেন তামিলনাড়ু ক্রিকেটার ৷ আট ম্যাচে 311 রান করে অক্টোবরে তামিলনাড়ুকে জয় এনে দিয়েছেন কমলিনী ৷ টুর্নামেন্টজুড়ে 10টি ছক্কা হাঁকানো তরুণ এই প্রতিভা পরিচিতি পেয়েছেন তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য ৷

ভারতীয়-বি দলের হয়ে অনূর্ধ্ব-19 ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সম্প্রতি দুরন্ত 79 রান করেন কমলিনী ৷ সেই পারফরম্য়ান্সে ভর করেই মালয়েশিয়ায় চলতি অনূর্ধ্ব-19 এশিয়া কাপে দলে ডাক পড়ে তাঁর ৷ সেখানেও নিরাশ করেননি তিনি ৷ এদিনই কুয়ালা লামপুরে পাকিস্তানের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে 29 বলে ঝোড়ো 44 রানের দুর্ধর্ষ ইনিংস এসেছে কমলিনীর ব্যাটে ৷ সবমিলিয়ে নিলামে বড় দর হাঁকানো জি কমলিনী আসন্ন মহিলা প্রিমিয়র লিগে কেবল মুম্বইয়ের হয়ে নন, ভবিষ্যতে তারকা হয়ে উঠতে পারেন ভারতীয় দলেও ৷

জি কমলিনীর পাশাপাশি নিলামে এদিন 30 লক্ষ টাকায় প্রোটিয়া অলরাউন্ডার নাডিন ডি ক্লার্ককে স্কোয়াডে অন্তর্ভুক্ত করল মুম্বই ইন্ডিয়ান্স ৷ 2024 প্রিমিয়র লিগে বেঙ্গালুরুর ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ক্লার্কের ৷ এছাড়া ক্য়ারিবিয়ান অলরাউন্ডার ডিয়েন্ড্রা ডটিন এবং মুম্বই ব্যাটার সিমরন শেখ বড় দাম পেলেন এদিনের নিলামে ৷ ইউপি ওয়ারিয়র্সের সঙ্গে দড়ি টানাটানির পর 1.70 কোটিতে গুজরাত জায়ান্টসে গেলেন ডটিন ৷ 1.90 কোটিতে মিনি নিলামে সবচেয়ে দামি সিমরন ৷ তাঁকেও কিনল গুজরাত ৷

আরও পড়ুন:

বেঙ্গালুরু, 15 ডিসেম্বর: জি কমলিনী ৷ রবিবাসরীয় দুপুরের আগে এই মহিলা ক্রিকেটারের নাম হয়তো শোনেননি ভারতীয় ক্রিকেটের অতি বড় ভক্তও ৷ শুনবেনই বা কী করে? বয়স মাত্র ষোল ৷ তার উপর আন্তর্জাতিক ক্রিকেটের চৌহদ্দিতে এখনও যে প্রবেশ করেননি কমলিনী ৷ তবে রবিবার বিকেলের পর থেকে চর্চায় তামিলনাড়ুর ষোড়শী ৷ আর কারণটা অবশ্যই ডব্লিউপিএল মিনি অকশন ৷ রবিবার বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হওয়া প্রতিযোগিতার মিনি নিলামে 1.60 কোটি টাকায় মুম্বই ইন্ডিয়ান্সে অন্তর্ভুক্ত হয়ে শিরোনামে কমলিনী ৷

বাঁ-হাতি ব্যাটার, পার্টটাইম স্পিনার ৷ প্রয়োজনে উইকেটের পিছনেও দায়িত্ব সামলাতে পারেন কিশোরী এই ক্রিকেটার ৷ যাঁকে নিয়ে রবিবার দুপুরে মিনি অকশনে রীতিমতো লড়াই হল দিল্লি ক্য়াপিটালস এবং মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে ৷ বেস প্রাইস ছিল 10 লক্ষ টাকা ৷ সেখান থেকে দর হেঁকে 1.60 কোটি টাকায় মুম্বই ফ্র্যাঞ্চাইজির শরিক হলেন স্টাম্পার-ব্যাটার ৷

  • কে এই কমলিনী?

ভারতীয় ক্রিকেটের আগামীর তারকা হিসেবে দেখা হচ্ছে কমলিনীকে ৷ অনূর্ধ্ব-19 উইমেন্স টি-20 ট্রফিতে দ্বিতীয় সর্বাধিক রান করে সম্প্রতি প্রচারের আলোয় এসেছেন তামিলনাড়ু ক্রিকেটার ৷ আট ম্যাচে 311 রান করে অক্টোবরে তামিলনাড়ুকে জয় এনে দিয়েছেন কমলিনী ৷ টুর্নামেন্টজুড়ে 10টি ছক্কা হাঁকানো তরুণ এই প্রতিভা পরিচিতি পেয়েছেন তাঁর বিধ্বংসী ব্যাটিংয়ের জন্য ৷

ভারতীয়-বি দলের হয়ে অনূর্ধ্ব-19 ত্রিদেশীয় সিরিজের ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সম্প্রতি দুরন্ত 79 রান করেন কমলিনী ৷ সেই পারফরম্য়ান্সে ভর করেই মালয়েশিয়ায় চলতি অনূর্ধ্ব-19 এশিয়া কাপে দলে ডাক পড়ে তাঁর ৷ সেখানেও নিরাশ করেননি তিনি ৷ এদিনই কুয়ালা লামপুরে পাকিস্তানের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে 29 বলে ঝোড়ো 44 রানের দুর্ধর্ষ ইনিংস এসেছে কমলিনীর ব্যাটে ৷ সবমিলিয়ে নিলামে বড় দর হাঁকানো জি কমলিনী আসন্ন মহিলা প্রিমিয়র লিগে কেবল মুম্বইয়ের হয়ে নন, ভবিষ্যতে তারকা হয়ে উঠতে পারেন ভারতীয় দলেও ৷

জি কমলিনীর পাশাপাশি নিলামে এদিন 30 লক্ষ টাকায় প্রোটিয়া অলরাউন্ডার নাডিন ডি ক্লার্ককে স্কোয়াডে অন্তর্ভুক্ত করল মুম্বই ইন্ডিয়ান্স ৷ 2024 প্রিমিয়র লিগে বেঙ্গালুরুর ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ক্লার্কের ৷ এছাড়া ক্য়ারিবিয়ান অলরাউন্ডার ডিয়েন্ড্রা ডটিন এবং মুম্বই ব্যাটার সিমরন শেখ বড় দাম পেলেন এদিনের নিলামে ৷ ইউপি ওয়ারিয়র্সের সঙ্গে দড়ি টানাটানির পর 1.70 কোটিতে গুজরাত জায়ান্টসে গেলেন ডটিন ৷ 1.90 কোটিতে মিনি নিলামে সবচেয়ে দামি সিমরন ৷ তাঁকেও কিনল গুজরাত ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.