কলকাতা, 18 এপ্রিল: ভোটের মধ্যে অস্বস্তিতে মন্ত্রী উদয়ন গুহ ৷ ভোট চলাকালীন শুক্রবার নিজের এলাকা ছেড়ে বেরোতে পারবেন না তিনি ৷ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের আর্জিতে সাড়া দিল নির্বাচন কমিশন ৷ এরপরই উদয়ন গুহকে নিয়ে কড়া নির্দেশ কমিশনের ৷ এই নির্দেশ প্রকাশ্যে আসার পর মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে ইটিভি ভারত। মন্ত্রী জানান, কমিশনের তরফ থেকে তাঁকে কোনও সরকারি নির্দেশিকা দেওয়া হয়নি । অতএব এই বিষয়ে তিনি মন্তব্য করবেন না।
কমিশনের নির্দেশ, আগামিকাল শুক্রবার সকাল ছ'টা থেকে ভোট গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত তৃণমূল কংগ্রেস নেতা উদয়ন গুহ নিজের এলাকা ছেড়ে বেরোতে পারবেন না। এমনটাই নির্দেশ দিল নির্বাচন কমিশন। অর্থাৎ আগামিকাল নিজের বিধানসভা কেন্দ্র দিনহাটাতেই থাকতে হবে তাঁকে। তিনি অন্য কোথাও যাতায়াত করতে পারবেন না বলে জানিয়েছে কমিশন ৷
এর আগে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানিয়েছে একাধিক রাজনৈতিক দল। সম্প্রতি বিজেপির তরফে মন্ত্রীর গতিবিধির উপরে নজর রাখা এবং প্রয়োজনে তাঁর গতিবিধি নিয়ন্ত্রণ করার দাবি জানিয়ে কোচবিহারের পুলিশ পর্যবেক্ষক এবং নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলেন বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক। এবার এই অভিযোগগুলিকে মান্যতা জানিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আগামিকাল অর্থাৎ শুক্রবার সকাল ছ'টা থেকে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত উদয়ন এলাকা ছেড়ে অন্য কোথাও যেতে পারবেন না।
নির্বাচন কমিশনের পাশাপাশি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, কোচবিহারের পুলিশ পর্যবেক্ষক ও রিটার্নিং অফিসারকে চিঠি দিয়েছিলেন নিশীথ প্রামাণিক। চিঠির বয়ান অনুসারে প্রথম পর্বের ভোটের 48 ঘণ্টা আগে উদয়ন গুহর গতিবিধির নিয়ন্ত্রণ করুক কমিশন ৷ চিঠিতে বিজেপি প্রার্থী দাবি করেন, নির্বাচনী আচরণ বিধি লাগু হয়ে যাবার পরেও দু'বার উদয়ন গুহ হামলা চালিয়েছেন তাঁর উপর ৷ 2021 সালের বিধানসভা নির্বাচনের পর উদয়ন ভোট পরবর্তী হিংসার সঙ্গে যুক্ত ছিলেন।এই বিষয়টি জীতায় মানবাধিকার কমিশন নিজেদের রিপোর্টে উল্লেখ করেছিল বলেও কমিশনে জানান নিশীথ।
অন্যদিকে, কমিশনে বিজেপি প্রার্থীর অভিযোগ ছিল, উদয়ন গুহ বিভিন্ন উস্কানিমূলক মন্তব্য (হেট স্পিচ) করেছেন প্রচার পর্বে। এছাড়াও উদয়ন গুহর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রয়েছে, এমনকী 302 ধারায় তাঁর বিরুদ্ধে খুনের মামলাও রয়েছে বলে অভিযোগ। এসব অভিযোগের ভিত্তিতে নিশীথ প্রামাণিক চিঠিতে লিখেছেন, ভোটের দিন যেন উদয়ন গুহের গতিবিধি তাঁর বুথ পর্যন্ত সীমিত রাখা হয়।
আরও পড়ুন
মিঠুন বড় গদ্দার, ছেলেকে বাঁচাতে আরএসএস অফিসে মাথা নিচু করেছে: মমতা