ETV Bharat / politics

'আমার চাকরি গেলে আপনাদেরও থাকবে না', কর্মীদের নজিরবিহীন হুমকি উদয়নের - Udayan Guha threatened TMC workers

Udayan Guha threatened TMC workers: তাঁর চাকরি গেলে অন্যদেরও চাকরি খাওয়ার হুমকি দিলেন উদয়ন গুহ ৷ লোকসভা ভোটের আগে গোষ্ঠীদ্বন্দ্ব রুখতে দলের নেতাদের হুঁশিয়ারিও দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 14, 2024, 8:03 AM IST

কোচবিহার, 14 মার্চ: লোকসভা নির্বাচনে হারলে তাঁর চাকরি থাকবে না। আর নিজের চাকরি যাওয়ার আগে, বাকিদের যাতে চাকরি না-থাকে তার বন্দোবস্ত করবেন বলে কার্যত হুঁশিয়ারি দিলেন মন্ত্রী উদয়ন গুহ ৷ বুধবার দিনহাটার নয়ারহাট হাইস্কুল মাঠে তৃণমুল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়ার সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে দলের কর্মীদের উদ্দেশে এমই হুমকি দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ টেনে এদিন উদয়ন গুহ বলেন, "দিদির থেকে টাকা এনে আমি এলাকার উন্নয়ন করব, আর দিদিকে কিছু দিতে পারব না। তাহলে এরপর দিদি বলবে, তোমার নেওয়ার দরকার নেই, দেওয়ারও দরকার নেই।" উদয়ন আরও বলেন, "কেউ ভুল করে থাকলে মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। আমি যদি ভুল করে থাকি তবে আমিও ক্ষমা চাইতে দ্বিধাবোধ করব না।" এরপরই দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে কার্যত প্রচ্ছন্ন হুমকির সুর শোনা গিয়েছে উদয়ন গুহর গলায় ৷ তিনি বলেন, "এবার ভোটে হারলে আমার চাকরি থাকবে না ৷ আর আমার চাকরি যাওয়ার আগে আপনাদের যাতে চাকরি না-থাকে তার বন্দোবস্ত করব ৷"

পাশাপাশি ভোটের মুখে জেলায় জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের কাছে এই মুহূর্তে অন্যতম মাথাব্যথার কারণ ৷ নিজের জেলায় সেই কোন্দল রুখতেও কড়াবার্তা দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। দলের নেতাদের হুঁশিয়ারি দিয়ে উদয়ন বলেন, "ভোটের আগে বলবেন লিড দেব। ফল বেরোলে দেখা যাবে লিড হয়নি, তখন আর কিছু বলা যাবে না। ভোটার লিস্ট ধরে যে ভোটগুলো নিশ্চিত সেগুলো সবুজ কালি দিয়ে দাগ দেবেন। যেগুলো অনিশ্চিত সেগুলো লালকালি দিয়ে দাগ দেবেন। এরপর তাদের বাড়ি গিয়ে বোঝানোর চেষ্টা করবেন। ভোট চাইবেন। ভুল করে থাকলে প্রয়োজনে ক্ষমা চাইবেন। কোনও গোষ্ঠীবাজি বরদাস্ত করা হবে না।"

গোবড়াছড়া-নয়ারহাট গ্রাম পঞ্চায়েতে 12 থেকে 15 হাজার ভোটে যাতে দল লিড পায় তার জন্য কর্মীদের নির্দেশও দিয়েছেন মন্ত্রী। সভায় বক্তব্য রাখতে গিয়ে কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃনমুল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনায় সরব হয়েছিলেন।

আরও পড়ুন

'বেসুরো' বাবুনের সঙ্গে সম্পর্ক ছিন্ন মমতার; দিদি মায়ের মতো বকতেই পারেন, প্রতিক্রিয়া ভাইয়ের

খলিসানি কলেজে টিসিএসে'র ক্যাম্পাসিং, টাটার সংস্থায় চাকরি 32 ছাত্রছাত্রীর

কোচবিহার, 14 মার্চ: লোকসভা নির্বাচনে হারলে তাঁর চাকরি থাকবে না। আর নিজের চাকরি যাওয়ার আগে, বাকিদের যাতে চাকরি না-থাকে তার বন্দোবস্ত করবেন বলে কার্যত হুঁশিয়ারি দিলেন মন্ত্রী উদয়ন গুহ ৷ বুধবার দিনহাটার নয়ারহাট হাইস্কুল মাঠে তৃণমুল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়ার সমর্থনে বক্তব্য রাখতে গিয়ে দলের কর্মীদের উদ্দেশে এমই হুমকি দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ টেনে এদিন উদয়ন গুহ বলেন, "দিদির থেকে টাকা এনে আমি এলাকার উন্নয়ন করব, আর দিদিকে কিছু দিতে পারব না। তাহলে এরপর দিদি বলবে, তোমার নেওয়ার দরকার নেই, দেওয়ারও দরকার নেই।" উদয়ন আরও বলেন, "কেউ ভুল করে থাকলে মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। আমি যদি ভুল করে থাকি তবে আমিও ক্ষমা চাইতে দ্বিধাবোধ করব না।" এরপরই দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে কার্যত প্রচ্ছন্ন হুমকির সুর শোনা গিয়েছে উদয়ন গুহর গলায় ৷ তিনি বলেন, "এবার ভোটে হারলে আমার চাকরি থাকবে না ৷ আর আমার চাকরি যাওয়ার আগে আপনাদের যাতে চাকরি না-থাকে তার বন্দোবস্ত করব ৷"

পাশাপাশি ভোটের মুখে জেলায় জেলায় গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের কাছে এই মুহূর্তে অন্যতম মাথাব্যথার কারণ ৷ নিজের জেলায় সেই কোন্দল রুখতেও কড়াবার্তা দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। দলের নেতাদের হুঁশিয়ারি দিয়ে উদয়ন বলেন, "ভোটের আগে বলবেন লিড দেব। ফল বেরোলে দেখা যাবে লিড হয়নি, তখন আর কিছু বলা যাবে না। ভোটার লিস্ট ধরে যে ভোটগুলো নিশ্চিত সেগুলো সবুজ কালি দিয়ে দাগ দেবেন। যেগুলো অনিশ্চিত সেগুলো লালকালি দিয়ে দাগ দেবেন। এরপর তাদের বাড়ি গিয়ে বোঝানোর চেষ্টা করবেন। ভোট চাইবেন। ভুল করে থাকলে প্রয়োজনে ক্ষমা চাইবেন। কোনও গোষ্ঠীবাজি বরদাস্ত করা হবে না।"

গোবড়াছড়া-নয়ারহাট গ্রাম পঞ্চায়েতে 12 থেকে 15 হাজার ভোটে যাতে দল লিড পায় তার জন্য কর্মীদের নির্দেশও দিয়েছেন মন্ত্রী। সভায় বক্তব্য রাখতে গিয়ে কোচবিহার লোকসভা কেন্দ্রের তৃনমুল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনায় সরব হয়েছিলেন।

আরও পড়ুন

'বেসুরো' বাবুনের সঙ্গে সম্পর্ক ছিন্ন মমতার; দিদি মায়ের মতো বকতেই পারেন, প্রতিক্রিয়া ভাইয়ের

খলিসানি কলেজে টিসিএসে'র ক্যাম্পাসিং, টাটার সংস্থায় চাকরি 32 ছাত্রছাত্রীর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.