ETV Bharat / politics

ভোট মিটতেই অনুব্রত-গড়ে সবুজ আবির খেলে ‘বিজয় মিছিল’ তৃণমূলের - Trinamool Congress

author img

By ETV Bharat Bangla Team

Published : May 14, 2024, 3:20 PM IST

Trinamool Congress: সোমবার বীরভূম ও বোলপুর লোকসভা আসনে ভোট নেওয়া হয় ৷ মঙ্গলবার সেখানে বিজয় মিছিল করে তৃণমূল কংগ্রেস ৷ দলের নেতা কাজল শেখের দাবি, সারা বছর তাঁরা মানুষের পাশে থাকেন ৷ তাই জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ৷

Trinamool Congress
বীরভূমে তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল৷ (নিজস্ব চিত্র)

ভোট মিটতেই অনুব্রত গড়ে সবুজ আবির খেলে ‘বিজয় মিছিল’ তৃণমূলের (নিজস্ব চিত্র)

বোলপুর, 14 মে: অনুব্রতর গড়ে ভোট মিটতেই সবুজ আবির খেলায় মেতে বিজয় মিছিল । বীরভূমের নানুরে দলে জেলা কোর কমিটির সদস্য তথা জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের নেতৃত্বে মঙ্গলবার বিশাল বিজয় মিছিল বের করেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা ৷ বিজয় মিছিল নিয়ে কাজল শেখের বক্তব্য, ‘‘সারা বছর পড়াশোনা করেছি, তাই পাশ করবই ৷’’

Trinamool Congress
বীরভূমে তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল৷ (নিজস্ব চিত্র)

গরুপাচার ও মানি লন্ডারিংয়ের মামলায় তিহাড়ে বন্দি অনুব্রত মণ্ডল । তাঁর অনুপস্থিততেই বোলপুর ও বীরভূম লোকসভা কেন্দ্রে হয়ে গেল নির্বাচন । তবে 13 মে ভোটের দিন বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া নির্বিঘ্নেই সমাপন হয় নির্বাচন । অনুব্রতর গড়ে শান্তিপূর্ণ নির্বাচন করাটাই চ্যালেঞ্জ ছিল কমিশনের কাছে ৷ তাই 131 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী-সহ 6 হাজারের বেশি রাজ্য পুলিশের ঘেরাটোপে নির্বাচন পরিচালনা করেছিল কমিশন ৷

Trinamool Congress
বীরভূমে তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল৷ (নিজস্ব চিত্র)

তবে ভোট মিটতেই এ দিন বীরভূমের নানুর বিধানসভার পাপুড়ি গ্রামে বিশাল বিজয় মিছিল বের করেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা ৷ ঢাক-ঢোল সহযোগে হাতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কাজল শেখ ও বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিত মালের ছবি নিয়ে সবুজ আবির খেলে বিজয় মিছিল হয় ৷ বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য তথা জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের নেতৃত্বে হয় এই বিজয় মিছিল ৷ তিনিও এ দিন সবুজ আবির খেলায় মাতেন ৷

Trinamool Congress
বীরভূমে তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল৷ (নিজস্ব চিত্র)

পরে সাংবাদিকদের প্রশ্নে কাজল শেখ বলেন, "আমরা সারা বছর পড়াশোনা করি । মানুষের পাশে থাকি । তাই পরীক্ষার রেজাল্ট কী হবে, তা অনুভব করা যায় । তাছাড়াও বিগত দিনে যে নির্বাচনগুলো হয়েছে, এমন কোনও নির্বাচন হয়নি যেগুলোতে কাটাকাটি, খুনোখুনি, রাহাজানি হয়নি । এবারের ভোট শান্তিপূর্ণ হয়েছে । তাই নানুরের মানুষ উচ্ছ্বাসিত হয়ে বিজয় মিছিলের আয়োজন করেছেন । আমি সেখানে শামিল হয়েছিলাম ।’’

Trinamool Congress
বীরভূমে তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল৷ (নিজস্ব চিত্র)

তিনি আরও বলেন, ‘‘100 শতাংশ জয়ী হব । বোলপুর লোকসভা কেন্দ্রে অসিত মাল দুই থেকে তিন লক্ষ ভোটে জিতবে, আর বীরভূম লোকসভা কেন্দ্রের শতাব্দী রায় এক লক্ষের বেশি ভোটে জিতবে ।"

আরও পড়ুন:

  1. 4 জুন অনুব্রতর গড়ে তৃণমূলের জয় দেখতে বিজেপি প্রার্থীদের আহ্বান কাজল শেখের
  2. বিক্ষিপ্ত অশান্তি ছাড়া নির্বিঘ্নে ভোট অনুব্রত-হীন বীরভূমে
  3. বিরোধীদের অভিযোগ নয়, খোদ নির্বাচন কমিশন দেখল বোলপুরে ছাপ্পা ভোট !

ভোট মিটতেই অনুব্রত গড়ে সবুজ আবির খেলে ‘বিজয় মিছিল’ তৃণমূলের (নিজস্ব চিত্র)

বোলপুর, 14 মে: অনুব্রতর গড়ে ভোট মিটতেই সবুজ আবির খেলায় মেতে বিজয় মিছিল । বীরভূমের নানুরে দলে জেলা কোর কমিটির সদস্য তথা জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের নেতৃত্বে মঙ্গলবার বিশাল বিজয় মিছিল বের করেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা ৷ বিজয় মিছিল নিয়ে কাজল শেখের বক্তব্য, ‘‘সারা বছর পড়াশোনা করেছি, তাই পাশ করবই ৷’’

Trinamool Congress
বীরভূমে তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল৷ (নিজস্ব চিত্র)

গরুপাচার ও মানি লন্ডারিংয়ের মামলায় তিহাড়ে বন্দি অনুব্রত মণ্ডল । তাঁর অনুপস্থিততেই বোলপুর ও বীরভূম লোকসভা কেন্দ্রে হয়ে গেল নির্বাচন । তবে 13 মে ভোটের দিন বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ছাড়া নির্বিঘ্নেই সমাপন হয় নির্বাচন । অনুব্রতর গড়ে শান্তিপূর্ণ নির্বাচন করাটাই চ্যালেঞ্জ ছিল কমিশনের কাছে ৷ তাই 131 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী-সহ 6 হাজারের বেশি রাজ্য পুলিশের ঘেরাটোপে নির্বাচন পরিচালনা করেছিল কমিশন ৷

Trinamool Congress
বীরভূমে তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল৷ (নিজস্ব চিত্র)

তবে ভোট মিটতেই এ দিন বীরভূমের নানুর বিধানসভার পাপুড়ি গ্রামে বিশাল বিজয় মিছিল বের করেন তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকেরা ৷ ঢাক-ঢোল সহযোগে হাতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কাজল শেখ ও বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিত মালের ছবি নিয়ে সবুজ আবির খেলে বিজয় মিছিল হয় ৷ বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য তথা জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের নেতৃত্বে হয় এই বিজয় মিছিল ৷ তিনিও এ দিন সবুজ আবির খেলায় মাতেন ৷

Trinamool Congress
বীরভূমে তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল৷ (নিজস্ব চিত্র)

পরে সাংবাদিকদের প্রশ্নে কাজল শেখ বলেন, "আমরা সারা বছর পড়াশোনা করি । মানুষের পাশে থাকি । তাই পরীক্ষার রেজাল্ট কী হবে, তা অনুভব করা যায় । তাছাড়াও বিগত দিনে যে নির্বাচনগুলো হয়েছে, এমন কোনও নির্বাচন হয়নি যেগুলোতে কাটাকাটি, খুনোখুনি, রাহাজানি হয়নি । এবারের ভোট শান্তিপূর্ণ হয়েছে । তাই নানুরের মানুষ উচ্ছ্বাসিত হয়ে বিজয় মিছিলের আয়োজন করেছেন । আমি সেখানে শামিল হয়েছিলাম ।’’

Trinamool Congress
বীরভূমে তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল৷ (নিজস্ব চিত্র)

তিনি আরও বলেন, ‘‘100 শতাংশ জয়ী হব । বোলপুর লোকসভা কেন্দ্রে অসিত মাল দুই থেকে তিন লক্ষ ভোটে জিতবে, আর বীরভূম লোকসভা কেন্দ্রের শতাব্দী রায় এক লক্ষের বেশি ভোটে জিতবে ।"

আরও পড়ুন:

  1. 4 জুন অনুব্রতর গড়ে তৃণমূলের জয় দেখতে বিজেপি প্রার্থীদের আহ্বান কাজল শেখের
  2. বিক্ষিপ্ত অশান্তি ছাড়া নির্বিঘ্নে ভোট অনুব্রত-হীন বীরভূমে
  3. বিরোধীদের অভিযোগ নয়, খোদ নির্বাচন কমিশন দেখল বোলপুরে ছাপ্পা ভোট !
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.