ETV Bharat / politics

বিজেপিকে মানুষ ভোট দিলেও রায় মাথা পেতে নেবেন, নারায়ণগড়ে দাঁড়িয়ে বললেন অভিষেক

Abhishek Banerjee: শনিবার পশ্চিম মেদিনীরপুরের নারায়ণগড়ে সভা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেই সভা থেকে বিজেপির সমালোচনায় সরব হন তিনি ৷ তবে জানিয়ে দিয়েছেন যে যদি মানুষ বিজেপিকেও ভোট দেয়, তাহলে সেই রায় মাথা পেতে নেবেন তিনি ৷

Abhishek Banerjee
Abhishek Banerjee
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 16, 2024, 4:18 PM IST

Updated : Mar 16, 2024, 4:57 PM IST

নারায়ণগড় (পশ্চিম মেদিনীপুর), 16 মার্চ: আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের সাধারণ মানুষকে নিজেদের অধিকার সামনে রেখে ভোট দেওয়ার আবেদন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তার জন্য যদি মানুষ বিজেপিকেও ভোট দেয়, তাহলে সেই রায় মাথা পেতে নেবেন বলেও জানিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷

শনিবার পশ্চিম মেদিনীপুরের বেলদা স্টেডিয়ামে জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ এই এলাকা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে ৷ 2019 সালে এই আসনে জিতেছিলেন বিজেপির দিলীপ ঘোষ ৷ এ দিন ভাষণ দেওয়ার সময় প্রসঙ্গ তোলেন ৷ বিজেপির প্রার্থীকে জেতানোর জন্য কী পেয়েছেন মেদিনীপুরের বাসিন্দারা, সেই প্রশ্নও তুলেছেন তিনি ৷

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, মেদিনীপুরে যারা ভোট চেয়েছিল, যারা উন্নয়নের কথা বলেছিল ৷ তাদের ভাঁওতা মানুষ উপলব্ধি করতে পেরেছেন ৷ বিজেপিকে ভোট দেওয়া আর খাল কেটে কুমীর আনা এক ব্যাপার ৷

এর পরই তিনি মেদিনীপুরে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী জুন মালিয়ার ভাষণের প্রসঙ্গ তোলেন তিনি ৷ জুন মালিয়া জানিয়েছিলেন যে 2019 সালে বিজেপিকে ভোট দিয়েছি ভুল করেছেন মেদিনীপুরবাসী ৷ সেই বিষয়টি ভাষণের সময় সংশোধন করে দেন অভিষেক ৷ তাঁর মতে, জনতার রায়ই শেষকথা ৷ মানুষই সব ৷ আর সেই কারণেই তিনি বলেন, ‘‘মানুষ বিজেপিকে ভোট দিলে আমরা মাথা পেতে নেব ৷ তৃণমূলকে ভোট দিলে মাথা পেতে নেব ৷’’

একই সঙ্গে তিনি জানান যে অন্য কোনও রাজনৈতিক দলের কোনও নেতাই একথা বলবেন না ৷ এর পর তিনি সাধারণ মানুষের কাছে তিনি অনুরোধ করেন, ‘‘শুধু একটা অনুরোধ, যাকে ইচ্ছে ভোট দিন নিজের অধিকার সামনে রেখে ভোট দিন ৷’’

এ দিন অভিষেক যখন ভাষণ দিচ্ছেন, সেই সময়ই ঘোষণা হয় লোকসভা নির্বাচন ৷ নিজের ভাষণে সেই কথাও তুলে ধরেন তিনি ৷ অভিষেক জানান, নির্বাচন ঘোষণার দিন মেদিনীপুরের মাটি থেকে প্রচার শুরু করা তৃণমূল কংগ্রেসের কাছে সৌভাগ্যের ৷ পাশাপাশি তিনি মেদিনীপুরের তৃণমূল প্রার্থী জুন মালিয়া জেতানোর আবেদনও জানান ৷

আরও পড়ুন:

  1. বিধানসভায় রেকর্ড জয়, লোকসভায় ক্ষমা প্রার্থনা করে ভোট চাইবেন তৃণমূল প্রার্থী
  2. 'লকেট রাজনীতিতে সিনিয়র, রেসপেক্টফুল লড়াই হবে', প্রচারের আগে খোলা আড্ডায় রচনা
  3. 'ছবি তোলার জন্য আদিবাসীদের ব্যবহার করে বিজেপি', তফশিলির সংলাপ শোনাবে তৃণমূল

নারায়ণগড় (পশ্চিম মেদিনীপুর), 16 মার্চ: আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের সাধারণ মানুষকে নিজেদের অধিকার সামনে রেখে ভোট দেওয়ার আবেদন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তার জন্য যদি মানুষ বিজেপিকেও ভোট দেয়, তাহলে সেই রায় মাথা পেতে নেবেন বলেও জানিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷

শনিবার পশ্চিম মেদিনীপুরের বেলদা স্টেডিয়ামে জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ এই এলাকা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে ৷ 2019 সালে এই আসনে জিতেছিলেন বিজেপির দিলীপ ঘোষ ৷ এ দিন ভাষণ দেওয়ার সময় প্রসঙ্গ তোলেন ৷ বিজেপির প্রার্থীকে জেতানোর জন্য কী পেয়েছেন মেদিনীপুরের বাসিন্দারা, সেই প্রশ্নও তুলেছেন তিনি ৷

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, মেদিনীপুরে যারা ভোট চেয়েছিল, যারা উন্নয়নের কথা বলেছিল ৷ তাদের ভাঁওতা মানুষ উপলব্ধি করতে পেরেছেন ৷ বিজেপিকে ভোট দেওয়া আর খাল কেটে কুমীর আনা এক ব্যাপার ৷

এর পরই তিনি মেদিনীপুরে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী জুন মালিয়ার ভাষণের প্রসঙ্গ তোলেন তিনি ৷ জুন মালিয়া জানিয়েছিলেন যে 2019 সালে বিজেপিকে ভোট দিয়েছি ভুল করেছেন মেদিনীপুরবাসী ৷ সেই বিষয়টি ভাষণের সময় সংশোধন করে দেন অভিষেক ৷ তাঁর মতে, জনতার রায়ই শেষকথা ৷ মানুষই সব ৷ আর সেই কারণেই তিনি বলেন, ‘‘মানুষ বিজেপিকে ভোট দিলে আমরা মাথা পেতে নেব ৷ তৃণমূলকে ভোট দিলে মাথা পেতে নেব ৷’’

একই সঙ্গে তিনি জানান যে অন্য কোনও রাজনৈতিক দলের কোনও নেতাই একথা বলবেন না ৷ এর পর তিনি সাধারণ মানুষের কাছে তিনি অনুরোধ করেন, ‘‘শুধু একটা অনুরোধ, যাকে ইচ্ছে ভোট দিন নিজের অধিকার সামনে রেখে ভোট দিন ৷’’

এ দিন অভিষেক যখন ভাষণ দিচ্ছেন, সেই সময়ই ঘোষণা হয় লোকসভা নির্বাচন ৷ নিজের ভাষণে সেই কথাও তুলে ধরেন তিনি ৷ অভিষেক জানান, নির্বাচন ঘোষণার দিন মেদিনীপুরের মাটি থেকে প্রচার শুরু করা তৃণমূল কংগ্রেসের কাছে সৌভাগ্যের ৷ পাশাপাশি তিনি মেদিনীপুরের তৃণমূল প্রার্থী জুন মালিয়া জেতানোর আবেদনও জানান ৷

আরও পড়ুন:

  1. বিধানসভায় রেকর্ড জয়, লোকসভায় ক্ষমা প্রার্থনা করে ভোট চাইবেন তৃণমূল প্রার্থী
  2. 'লকেট রাজনীতিতে সিনিয়র, রেসপেক্টফুল লড়াই হবে', প্রচারের আগে খোলা আড্ডায় রচনা
  3. 'ছবি তোলার জন্য আদিবাসীদের ব্যবহার করে বিজেপি', তফশিলির সংলাপ শোনাবে তৃণমূল
Last Updated : Mar 16, 2024, 4:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.