নারায়ণগড় (পশ্চিম মেদিনীপুর), 16 মার্চ: আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের সাধারণ মানুষকে নিজেদের অধিকার সামনে রেখে ভোট দেওয়ার আবেদন করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তার জন্য যদি মানুষ বিজেপিকেও ভোট দেয়, তাহলে সেই রায় মাথা পেতে নেবেন বলেও জানিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷
শনিবার পশ্চিম মেদিনীপুরের বেলদা স্টেডিয়ামে জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ এই এলাকা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে ৷ 2019 সালে এই আসনে জিতেছিলেন বিজেপির দিলীপ ঘোষ ৷ এ দিন ভাষণ দেওয়ার সময় প্রসঙ্গ তোলেন ৷ বিজেপির প্রার্থীকে জেতানোর জন্য কী পেয়েছেন মেদিনীপুরের বাসিন্দারা, সেই প্রশ্নও তুলেছেন তিনি ৷
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, মেদিনীপুরে যারা ভোট চেয়েছিল, যারা উন্নয়নের কথা বলেছিল ৷ তাদের ভাঁওতা মানুষ উপলব্ধি করতে পেরেছেন ৷ বিজেপিকে ভোট দেওয়া আর খাল কেটে কুমীর আনা এক ব্যাপার ৷
এর পরই তিনি মেদিনীপুরে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী জুন মালিয়ার ভাষণের প্রসঙ্গ তোলেন তিনি ৷ জুন মালিয়া জানিয়েছিলেন যে 2019 সালে বিজেপিকে ভোট দিয়েছি ভুল করেছেন মেদিনীপুরবাসী ৷ সেই বিষয়টি ভাষণের সময় সংশোধন করে দেন অভিষেক ৷ তাঁর মতে, জনতার রায়ই শেষকথা ৷ মানুষই সব ৷ আর সেই কারণেই তিনি বলেন, ‘‘মানুষ বিজেপিকে ভোট দিলে আমরা মাথা পেতে নেব ৷ তৃণমূলকে ভোট দিলে মাথা পেতে নেব ৷’’
একই সঙ্গে তিনি জানান যে অন্য কোনও রাজনৈতিক দলের কোনও নেতাই একথা বলবেন না ৷ এর পর তিনি সাধারণ মানুষের কাছে তিনি অনুরোধ করেন, ‘‘শুধু একটা অনুরোধ, যাকে ইচ্ছে ভোট দিন নিজের অধিকার সামনে রেখে ভোট দিন ৷’’
এ দিন অভিষেক যখন ভাষণ দিচ্ছেন, সেই সময়ই ঘোষণা হয় লোকসভা নির্বাচন ৷ নিজের ভাষণে সেই কথাও তুলে ধরেন তিনি ৷ অভিষেক জানান, নির্বাচন ঘোষণার দিন মেদিনীপুরের মাটি থেকে প্রচার শুরু করা তৃণমূল কংগ্রেসের কাছে সৌভাগ্যের ৷ পাশাপাশি তিনি মেদিনীপুরের তৃণমূল প্রার্থী জুন মালিয়া জেতানোর আবেদনও জানান ৷
আরও পড়ুন: