কলকাতা, 10 মার্চ: ব্রিগেডের সমাবেশ থেকেই রাজ্যের 42 লোকসভা আসনের প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে তৃণমূল কংগ্রেস ৷ তৃণমূলের ইতিহাসে তো বটেই, অন্য রাজনৈতিক দলও এর আগে কখনও এভাবে প্রকাশ্য সমাবেশ থেকে ফুল ফেজের প্রার্থী তালিকা প্রকাশ করেনি ৷ সুতরাং আজ যদি তৃণমূল প্রার্থী তালিকা ব্রিগেডের সমাবেশে ঘোষণা করে তবে অবশ্যই নজিরবিহীন হবে বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷
এর আগে সাধারণত কালীঘাটের বাড়ির পার্টি অফিস থেকে দলের প্রার্থী তালিকা প্রকাশ করতেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ এমনকী কোনও নির্বাচনের পর কালীঘাটের বাড়ি থেকেই প্রতিক্রিয়া দিতেন তিনি ৷ তৃণমূল সূত্রে খবর, এবার সেই অবস্থার পরিবর্তন হতে চলেছে ৷ এবার ব্রিগেডের জনগর্জন সভা থেকেই রাজ্যের 42 আসনের পাশাপাশি অন্যান্য রাজ্যের কিছু প্রার্থীর নামও ঘোষণা করতে পারেন মমতা ৷ ইতিমধ্যেই জানা গিয়েছে, উত্তরপ্রদেশের একটি আসন থেকে লড়তে পারে তৃণমূল ৷ এছাড়াও উত্তর-পূর্বের রাজ্য থেকেও তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়াতে পারেন কয়েকজন ৷ সেই ঘোষণাও এদিনই করবেন তৃণমূল সুপ্রিমো ৷
লোকসভা ভোটের সন্ধিক্ষণে আজ ব্রিগেডে তৃণমূলের মেগা শো। আর এই সমাবেশ থেকেই লোকসভা নির্বাচনের শঙ্খনাদ করবে তৃণমূল কংগ্রেস ৷ ব্রিগেড থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেন সেদিকেই সবার নজর। আজ এই মঞ্চ থেকেই 42 আসনে প্রার্থী ঘোষণা করবে তৃণমূল। আগামী দিনে দল কোন পথে এগোবে তার দিশা নির্দেশও দেবেন দলনেত্রী। একই সঙ্গে, এই মঞ্চ থেকেই ঘোষণা হবে মেঘালয়ে সবকটি লোকসভা আসনের প্রার্থীর নাম। ঘোষণা হতে পারে উত্তরপ্রদেশের প্রার্থীদের মানও ৷ বিগত সময় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর দল বাংলার মানুষের সামাজিক উন্নয়নে কী কাজ করেছেন, তাও শোনা যাবে মমতার গলায়। সূত্রের খবর, এবার বসিরহাট কেন্দ্র থেকে প্রার্থী নাও হতে পারেন নুসরত ৷ একইভাবে, অর্জুন সিং-এর আসন নিয়েও জল্পনা চলছে দলের অন্দরে ৷ নজর থাকবে, শ্রীরামপুরের কল্যান বন্দ্যোপাধ্য়ায়, কৃষ্ণনগরের মহুয়া মৈত্র, বীরভূমের শতাব্দী রায়, আরামবাগের অপরূপা পোদ্দারের আসনের দিকেও ৷
আরও পড়ুন: