ETV Bharat / politics

দলীয় শৃঙ্খলাভঙ্গের জের, শো-কজ করা হল কুণাল ঘোষকে

TMC sent show cause to Kunal Ghosh: দলীয় শৃঙ্খলাভঙ্গের জেরে শো-কজ করা হল কুণাল ঘোষকে ৷ কারণ দর্শানোর চিঠি পেয়েছেন বলেও জানিয়েছেন কুণাল ৷ তবে এখনই সে বিষয়ে মুখ খুলতে চাননি তিনি ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 4, 2024, 2:51 PM IST

Updated : Mar 4, 2024, 4:23 PM IST

কলকাতা, 4 মার্চ: জল্পনা ছিলই ৷ সেই মতো অবশেষে শো-কজ-এর চিঠি হাতে পেলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। মূলত দলীয় শৃঙ্খলাভঙ্গের জন্যই তাঁকে এই শো-কজ-এর চিঠি ধরানো হয়েছে বলে খবর তৃণমূল সূত্রে খবর। তবে এই প্রসঙ্গে, এদিন বিকেলেও কুণাল জানান তিনি সেই চিঠি তিনি পড়েননি ৷ তবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাবেন বলেও জানান কুণাল ৷

সোমবার কুণাল ঘোষকে শো-কজ করেছে দল ৷ সূত্রের খবর, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি কুণালকে এই শো-কজ করেছেন। প্রসঙ্গত, গত কয়েকদিন দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রকাশ্য সংবাদমাধ্যমে মুখ খুলেছিলেন কুণাল ঘোষ। দলীয় সূত্র থেকে জানা গিয়েছে, বিষয়টিকে আদেও ভালোভাবে নেননি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনও জানা যাচ্ছিল তাঁকে শো-কজ পর্যন্ত করা হতে পারে। অবশেষে তিনি শো-কজের চিঠি পেয়েছেন বলে জানিয়েছেন কুণাল।

কুণালকে চিঠি প্রসঙ্গে দলত্যাগী তাপস রায় জানান, এদিন সকলে তাঁর বাড়ি এসেছিলেন কুণাল ঘোষ ৷ আর তাঁর সঙ্গে সাক্ষাতের সময়ই কুণালকে শো-কজের চিঠি ধরানো হয়েছে দলের তরফে। যদিও ঘনিষ্ঠ মহলে কুণাল জানিয়েছেন, তিনি শো-কজ-এর চিঠি পেয়েছেন ৷ তবে সেখানে কী লেখা আছে এখনও তা পড়ে দেখেননি। চিঠি পড়ে যা বলার পরবর্তী সময় বলবেন বলেও জানিয়েছেন কুণাল। বিকালে কুণাল বলেন, "দলের কোনও চিঠির বিষয়ে কোনও কথা বলব না ৷ সকালে তাপস রায়ের বাড়িতে গিয়েছিলাম ব্রাত্য বসুও ছিলেন ৷ সেই সময় দলের চিঠি পেয়েছি ৷ এখনও শো-কজ লেটার পড়িনি ৷ তৃণমূল কংগ্রেস করি মমতা বন্দ্যোপাধ্য়ায়, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে সামনে রেখে দল করি ৷ সুদীপ বন্দ্যোপাধ্য়ায় ফোন করেছিলেন ৷ আমাকে ডেকেছেন, আমি যাব ওনার বাড়িতে ৷ উনি দলের জেলা সভাপতি, আমার নেতা ৷"

একই সঙ্গে তাপস রায় প্রসঙ্গে কুণাল বলেন, "উনি ইস্তফা দিয়েছেন ৷ সুস্থ থাকুন, ভালো থাকুন ৷ অন্য দলে যাবেন না, এটা আমার অনুরোধ ৷" তবে কথা বলে ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে বলেও এদিন জানান কুণাল ঘোষ ৷

কলকাতা, 4 মার্চ: জল্পনা ছিলই ৷ সেই মতো অবশেষে শো-কজ-এর চিঠি হাতে পেলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। মূলত দলীয় শৃঙ্খলাভঙ্গের জন্যই তাঁকে এই শো-কজ-এর চিঠি ধরানো হয়েছে বলে খবর তৃণমূল সূত্রে খবর। তবে এই প্রসঙ্গে, এদিন বিকেলেও কুণাল জানান তিনি সেই চিঠি তিনি পড়েননি ৷ তবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যাবেন বলেও জানান কুণাল ৷

সোমবার কুণাল ঘোষকে শো-কজ করেছে দল ৷ সূত্রের খবর, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি কুণালকে এই শো-কজ করেছেন। প্রসঙ্গত, গত কয়েকদিন দলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রকাশ্য সংবাদমাধ্যমে মুখ খুলেছিলেন কুণাল ঘোষ। দলীয় সূত্র থেকে জানা গিয়েছে, বিষয়টিকে আদেও ভালোভাবে নেননি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনও জানা যাচ্ছিল তাঁকে শো-কজ পর্যন্ত করা হতে পারে। অবশেষে তিনি শো-কজের চিঠি পেয়েছেন বলে জানিয়েছেন কুণাল।

কুণালকে চিঠি প্রসঙ্গে দলত্যাগী তাপস রায় জানান, এদিন সকলে তাঁর বাড়ি এসেছিলেন কুণাল ঘোষ ৷ আর তাঁর সঙ্গে সাক্ষাতের সময়ই কুণালকে শো-কজের চিঠি ধরানো হয়েছে দলের তরফে। যদিও ঘনিষ্ঠ মহলে কুণাল জানিয়েছেন, তিনি শো-কজ-এর চিঠি পেয়েছেন ৷ তবে সেখানে কী লেখা আছে এখনও তা পড়ে দেখেননি। চিঠি পড়ে যা বলার পরবর্তী সময় বলবেন বলেও জানিয়েছেন কুণাল। বিকালে কুণাল বলেন, "দলের কোনও চিঠির বিষয়ে কোনও কথা বলব না ৷ সকালে তাপস রায়ের বাড়িতে গিয়েছিলাম ব্রাত্য বসুও ছিলেন ৷ সেই সময় দলের চিঠি পেয়েছি ৷ এখনও শো-কজ লেটার পড়িনি ৷ তৃণমূল কংগ্রেস করি মমতা বন্দ্যোপাধ্য়ায়, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে সামনে রেখে দল করি ৷ সুদীপ বন্দ্যোপাধ্য়ায় ফোন করেছিলেন ৷ আমাকে ডেকেছেন, আমি যাব ওনার বাড়িতে ৷ উনি দলের জেলা সভাপতি, আমার নেতা ৷"

একই সঙ্গে তাপস রায় প্রসঙ্গে কুণাল বলেন, "উনি ইস্তফা দিয়েছেন ৷ সুস্থ থাকুন, ভালো থাকুন ৷ অন্য দলে যাবেন না, এটা আমার অনুরোধ ৷" তবে কথা বলে ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে বলেও এদিন জানান কুণাল ঘোষ ৷

Last Updated : Mar 4, 2024, 4:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.