ETV Bharat / politics

দিল্লি থেকে ফিরেই দল ছাড়া বা পদত্যাগ প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা-সাংসদ দেব - Dev

TMC MP Dev: তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব বরবারই সৌজন্যতার রাজনীতিতে বিশ্বাসী ৷ আর তা সকলেই দেখে এসেছেন এতদিন ৷ এবারও দল ছাড়া প্রসঙ্গে হাসিমুখে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে বোঝালেন তাঁর 'রাজনীতি' অন্য ৷ সাংবাদিকদের একঝাঁক প্রশ্নে কী উত্তর দিলেন তিনি ?

ETV Bharat
ছবি সৌজন্যে : দেবের এক্স (টুইটার) পেজ
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 9, 2024, 7:02 AM IST

Updated : Feb 9, 2024, 9:58 AM IST

দল ছাড়া প্রসঙ্গে দেবের বক্তব্য

দমদম, 9 ফেব্রুয়ারি: "দল ছাড়ব কেন, কেনই বা অন্য দলে যাব, রিজাইন কেন দেব ?" তৃণমূল সাংসদ দেবের এইসব প্রশ্ন বোধহয় বিরোধীদের তাঁর দল ছাড়া নিয়ে কাটাছেঁড়া করার জবাব দিল ৷ আর শাসকদলে ফেরাল স্বস্তি ৷ তাঁর তৃণমূল ছাড়া নিয়ে এই মুহূর্তে তোলপাড় বঙ্গ রাজনীতি ৷ তার মাঝেই বৃহস্পতিবার রাতে দমদম বিমানবন্দর থেকে বেরোনোর মুখে খোশমেজাজে সাংবাদিকদের প্রশ্নবাণের স্পষ্ট জবাব দিলেন তৃণমূল সাংসদ দেব ৷ ঠান্ডা মাথায় হাসি মুখে এক এক করে সব প্রশ্নের উত্তর দিলেন এই মুহূর্তে বহুল চর্চিত তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব ৷

দল ছাড়ার সমস্ত জল্পনায় ইতি টেনে এদিন দেব বলেন," আমি দল ছাড়তে যাব কেন বা অন্য দলে যাবই বা কেন ? আমি দলের কাছে এমন কী চেয়েছি যা আমাকে দল দেবে না বলেছে আর অন্য দল হ্যাঁ দেবে বলেছে ? আমি কেন রিজাইন করব ?" সাংবাদিকদের প্রশ্নে দেবের এই পালটা প্রশ্নগুলিই বোধহয় উত্তর দিচ্ছে বিরোধীদের ৷

অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ ক'দিন আগে বলেছিলেন দেব বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন ৷ সেই প্রসঙ্গে দেবের বক্তব্য,"আমার সঙ্গে কোনও দলের কারও কোনও কথা হয় না । যিনি এই কথা বলেছেন তিনি হয়তো আমার জীবনটা আমার থেকে বেশি জানেন ৷ আপনারা তাহলে ওকে গিয়েই জিজ্ঞাসা করুন ৷ আর তোমরা যে রাজনীতির (দল ছাড়ার রাজনীতি) কথা বলছ আমি গত 10 বছরে সেই রাজনীতি করিনি । আমি যে রাজনীতিতে বিশ্বাস করি সেটা হচ্ছে মানুষের উন্নয়ন ও মানুষকে ভালো রাখা । আমি মানুষকে বাঁচিয়ে রাখা ও ভালো রাখাই বিশ্বাস করি ৷ আর সেটাই আমি করেছি । আমার মনে হয় না মানুষের ভালো কাজ করার জন্য কোনও পদ লাগে ।"

আসন্ন লোকসভা নির্বাচনে লড়ার বিষয়ে দেব বলেন,"এটা পুরোপুরি দিদির উপর নির্ভর । আমার সঙ্গে দিদির গত 10 বছর ধরে কথা হচ্ছে ৷ নতুন করে কথা বলার কিছু নেই । আর ইনস্টাগ্রামে যেটা পোস্ট করেছি সেটা তো সত্যিই ৷ 2024-এর আগে সংসদে সেটাই শেষ দিন ছিল আমার ৷ আমি সত্যিই জানিনা 2024-এ কী হবে ৷ আমি দাঁড়াব কী দাঁড়াব না, সেটা নিয়ে একটা প্রশ্ন আছে ৷ ডেফিনেটলি আমার মাথায় কিছু চলছে । এবারে হয়তো আমি নাও দাঁড়াতে পারি । তার মানে এই নয় যে দল ছেড়ে দেব ৷ আমার সঙ্গে সবার সম্পর্ক খুব ভালো । দিদির সঙ্গেও আমার অদ্ভুত একটা সম্পর্ক রয়েছে । এই নিয়ে আগেও আলোচনা হয়েছে আবারও হবে । সবটাই নির্ভর করছে দিদি কি চাইছে তার উপর । আমি দিদিকে সত্যিই ভালোবাসি ও শ্রদ্ধা করি । আমি আমার মনের কথা দিদিকে বলেছি ।"

আরও পড়ুন :

  1. 'কাটমানি নিয়েছি প্রমাণ করতে পারলে ইন্ডাস্ট্রি ছেড়ে দেব', চ্যালেঞ্জ দেবের
  2. 'পার্লামেন্টে আজ আমার শেষদিন', ঘাটালের মানুষের অধিকার চেয়ে সংসদে বাংলায় সরব দেব
  3. কমিশন চাইছেন সাংসদ দেব, প্রাক্তন তৃণমূল বিধায়কের ভাইরাল অডিয়ো ঘিরে বিতর্ক

দল ছাড়া প্রসঙ্গে দেবের বক্তব্য

দমদম, 9 ফেব্রুয়ারি: "দল ছাড়ব কেন, কেনই বা অন্য দলে যাব, রিজাইন কেন দেব ?" তৃণমূল সাংসদ দেবের এইসব প্রশ্ন বোধহয় বিরোধীদের তাঁর দল ছাড়া নিয়ে কাটাছেঁড়া করার জবাব দিল ৷ আর শাসকদলে ফেরাল স্বস্তি ৷ তাঁর তৃণমূল ছাড়া নিয়ে এই মুহূর্তে তোলপাড় বঙ্গ রাজনীতি ৷ তার মাঝেই বৃহস্পতিবার রাতে দমদম বিমানবন্দর থেকে বেরোনোর মুখে খোশমেজাজে সাংবাদিকদের প্রশ্নবাণের স্পষ্ট জবাব দিলেন তৃণমূল সাংসদ দেব ৷ ঠান্ডা মাথায় হাসি মুখে এক এক করে সব প্রশ্নের উত্তর দিলেন এই মুহূর্তে বহুল চর্চিত তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব ৷

দল ছাড়ার সমস্ত জল্পনায় ইতি টেনে এদিন দেব বলেন," আমি দল ছাড়তে যাব কেন বা অন্য দলে যাবই বা কেন ? আমি দলের কাছে এমন কী চেয়েছি যা আমাকে দল দেবে না বলেছে আর অন্য দল হ্যাঁ দেবে বলেছে ? আমি কেন রিজাইন করব ?" সাংবাদিকদের প্রশ্নে দেবের এই পালটা প্রশ্নগুলিই বোধহয় উত্তর দিচ্ছে বিরোধীদের ৷

অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ ক'দিন আগে বলেছিলেন দেব বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন ৷ সেই প্রসঙ্গে দেবের বক্তব্য,"আমার সঙ্গে কোনও দলের কারও কোনও কথা হয় না । যিনি এই কথা বলেছেন তিনি হয়তো আমার জীবনটা আমার থেকে বেশি জানেন ৷ আপনারা তাহলে ওকে গিয়েই জিজ্ঞাসা করুন ৷ আর তোমরা যে রাজনীতির (দল ছাড়ার রাজনীতি) কথা বলছ আমি গত 10 বছরে সেই রাজনীতি করিনি । আমি যে রাজনীতিতে বিশ্বাস করি সেটা হচ্ছে মানুষের উন্নয়ন ও মানুষকে ভালো রাখা । আমি মানুষকে বাঁচিয়ে রাখা ও ভালো রাখাই বিশ্বাস করি ৷ আর সেটাই আমি করেছি । আমার মনে হয় না মানুষের ভালো কাজ করার জন্য কোনও পদ লাগে ।"

আসন্ন লোকসভা নির্বাচনে লড়ার বিষয়ে দেব বলেন,"এটা পুরোপুরি দিদির উপর নির্ভর । আমার সঙ্গে দিদির গত 10 বছর ধরে কথা হচ্ছে ৷ নতুন করে কথা বলার কিছু নেই । আর ইনস্টাগ্রামে যেটা পোস্ট করেছি সেটা তো সত্যিই ৷ 2024-এর আগে সংসদে সেটাই শেষ দিন ছিল আমার ৷ আমি সত্যিই জানিনা 2024-এ কী হবে ৷ আমি দাঁড়াব কী দাঁড়াব না, সেটা নিয়ে একটা প্রশ্ন আছে ৷ ডেফিনেটলি আমার মাথায় কিছু চলছে । এবারে হয়তো আমি নাও দাঁড়াতে পারি । তার মানে এই নয় যে দল ছেড়ে দেব ৷ আমার সঙ্গে সবার সম্পর্ক খুব ভালো । দিদির সঙ্গেও আমার অদ্ভুত একটা সম্পর্ক রয়েছে । এই নিয়ে আগেও আলোচনা হয়েছে আবারও হবে । সবটাই নির্ভর করছে দিদি কি চাইছে তার উপর । আমি দিদিকে সত্যিই ভালোবাসি ও শ্রদ্ধা করি । আমি আমার মনের কথা দিদিকে বলেছি ।"

আরও পড়ুন :

  1. 'কাটমানি নিয়েছি প্রমাণ করতে পারলে ইন্ডাস্ট্রি ছেড়ে দেব', চ্যালেঞ্জ দেবের
  2. 'পার্লামেন্টে আজ আমার শেষদিন', ঘাটালের মানুষের অধিকার চেয়ে সংসদে বাংলায় সরব দেব
  3. কমিশন চাইছেন সাংসদ দেব, প্রাক্তন তৃণমূল বিধায়কের ভাইরাল অডিয়ো ঘিরে বিতর্ক
Last Updated : Feb 9, 2024, 9:58 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.