ETV Bharat / politics

পাঁচ বছরে বর্ধমান দুর্গাপুরে একটা বাতিস্তম্ভও দেননি আলুওয়ালিয়া, অভিযোগ প্রদীপ মজুমদারের

Lok Sabha Elections 2024: আড়াই বছর আগে আসানসোল থেকে উপ-নির্বাচনে জিতেছিলেন শত্রুঘ্ন সিনহা ৷ তৃণমূল কংগ্রেসের এই সাংসদের দাবি, এই সময়ের মধ্যে তিনি 13 কোটি টাকা খরচ করেছেন ৷ অন্যদিকে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানান, আসানসোলে তৃণমূল সাংসদ কাজ করলেও বর্ধমান-দুর্গাপুরের বিজেপি সাংসদ এসএস আলুওয়ালিয়া কোনও কাজ করেননি ৷

Pradip Mazumder
Pradip Mazumder
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 8, 2024, 1:01 PM IST

Updated : Mar 8, 2024, 1:45 PM IST

পাঁচ বছরে বর্ধমান দুর্গাপুরে একটা বাতিস্তম্ভও দেননি আলুওয়ালিয়া, অভিযোগ প্রদীপ মজুমদারের

আসানসোল, 8 মার্চ: তিন লক্ষ ভোটে আসানসোলে লোকসভা আসন থেকে উপ-নির্বাচনে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের শত্রুঘ্ন সিনহা । এরপর গত আড়াই বছর ধরে তাঁর সাংসদ কোটার টাকায় নানা কাজ করেছেন । তারই পরিসংখ্যান তুলে ধরলেন সাংসদ নিজেই ।

প্রায় 13 কোটি টাকার উন্নয়নমূলক কাজ তিনি আসানসোল লোকসভার জন্য গত আড়াই বছরে করেছেন । আর এই পরিসংখ্যান দিতে গিয়ে পার্শ্ববর্তী সংসদীয় এলাকার সাংসদ এসএস আলুওয়ালিয়ার সমালোচনা করলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার । কার্যত এক সাংসদ শত্রুঘ্ন সিনহাকে পাশে বসিয়ে আরেক সাংসদের সমালোচনা করলেন মন্ত্রী প্রদীপ মজুমদার ।

শুক্রবার প্রদীপ মজুমদার আসানসোল সার্কিট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "আমি পার্শ্ববর্তী এলাকার বিধায়ক আপনারা জানেন । আমাদের এলাকায় অন্য আরেকটি দলের একজন সাংসদ আছেন । আমরা তাঁর দ্বারা গত 5 বছরে একটি বাতিস্তম্ভও পাইনি ।"

শুধু তাই নয়, তিনি আরও বলেন, "আমি দুঃখ করে বলি কেন্দ্রীয় সরকারের বেশ কিছু প্রকল্প আছে, যেখানে সাংসদের অনুমোদনের প্রয়োজন হয় । আমাদের সাংসদ 76 হাজার ভোটে জনসমর্থন পেয়েছিলেন । কিন্তু তারপরেও একটি গুরুত্বপূর্ণ রাস্তার কাজের অনুমোদন তিনি করতে পারেননি । প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় এই রাস্তাটি হতো । কিন্তু সাংসদ অনুমোদন করে দেননি ।’’

তিনি আরও বলেন, ‘‘দুর্গাপুরে ভালুককোন্দা থেকে গোপালপুর মিতালি সংঘ পর্যন্ত এই 5 কিলোমিটার রাস্তার সংস্কারের জন্য আসিবাসীরা জাতীয় সড়ক অবরোধও করেছিল । কিন্তু সাংসদের অনুমোদনের জন্য 3 বছরের অপেক্ষা করেও রাস্তা আর হয়নি । শেষপর্যন্ত রাজ্য সরকারের কোষাগার থেকে অর্থ খরচ করে মুখ্যমন্ত্রী এই রাস্তা নির্মাণ করে দিয়েছেন ।" প্রদীপ মজুমদারের আরও দাবি, সাংসদ অনুমোদন করলেই প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় ওই রাস্তাটি নির্মিত হতো । কিন্তু সংসদের অবহেলা ও গাফিলতির কারণে রাস্তাটি তৈরি হতে পারেনি ।

আরও পড়ুন:

  1. ব্যবধান শুনেই পালিয়েছেন বিজেপির মনোনীত প্রার্থী, পবন সিংকে কটাক্ষ মলয়ের
  2. আসানসোলে দেওয়াল লিখন শুরু পবন সিংয়ের, শুভেচ্ছা জানালেন তৃণমূলের শত্রুঘ্ন
  3. প্রথম ভোটপ্রচারেই মোদিকে 'বন্ধু' কটাক্ষ বিহারীবাবুর

পাঁচ বছরে বর্ধমান দুর্গাপুরে একটা বাতিস্তম্ভও দেননি আলুওয়ালিয়া, অভিযোগ প্রদীপ মজুমদারের

আসানসোল, 8 মার্চ: তিন লক্ষ ভোটে আসানসোলে লোকসভা আসন থেকে উপ-নির্বাচনে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের শত্রুঘ্ন সিনহা । এরপর গত আড়াই বছর ধরে তাঁর সাংসদ কোটার টাকায় নানা কাজ করেছেন । তারই পরিসংখ্যান তুলে ধরলেন সাংসদ নিজেই ।

প্রায় 13 কোটি টাকার উন্নয়নমূলক কাজ তিনি আসানসোল লোকসভার জন্য গত আড়াই বছরে করেছেন । আর এই পরিসংখ্যান দিতে গিয়ে পার্শ্ববর্তী সংসদীয় এলাকার সাংসদ এসএস আলুওয়ালিয়ার সমালোচনা করলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার । কার্যত এক সাংসদ শত্রুঘ্ন সিনহাকে পাশে বসিয়ে আরেক সাংসদের সমালোচনা করলেন মন্ত্রী প্রদীপ মজুমদার ।

শুক্রবার প্রদীপ মজুমদার আসানসোল সার্কিট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "আমি পার্শ্ববর্তী এলাকার বিধায়ক আপনারা জানেন । আমাদের এলাকায় অন্য আরেকটি দলের একজন সাংসদ আছেন । আমরা তাঁর দ্বারা গত 5 বছরে একটি বাতিস্তম্ভও পাইনি ।"

শুধু তাই নয়, তিনি আরও বলেন, "আমি দুঃখ করে বলি কেন্দ্রীয় সরকারের বেশ কিছু প্রকল্প আছে, যেখানে সাংসদের অনুমোদনের প্রয়োজন হয় । আমাদের সাংসদ 76 হাজার ভোটে জনসমর্থন পেয়েছিলেন । কিন্তু তারপরেও একটি গুরুত্বপূর্ণ রাস্তার কাজের অনুমোদন তিনি করতে পারেননি । প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় এই রাস্তাটি হতো । কিন্তু সাংসদ অনুমোদন করে দেননি ।’’

তিনি আরও বলেন, ‘‘দুর্গাপুরে ভালুককোন্দা থেকে গোপালপুর মিতালি সংঘ পর্যন্ত এই 5 কিলোমিটার রাস্তার সংস্কারের জন্য আসিবাসীরা জাতীয় সড়ক অবরোধও করেছিল । কিন্তু সাংসদের অনুমোদনের জন্য 3 বছরের অপেক্ষা করেও রাস্তা আর হয়নি । শেষপর্যন্ত রাজ্য সরকারের কোষাগার থেকে অর্থ খরচ করে মুখ্যমন্ত্রী এই রাস্তা নির্মাণ করে দিয়েছেন ।" প্রদীপ মজুমদারের আরও দাবি, সাংসদ অনুমোদন করলেই প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় ওই রাস্তাটি নির্মিত হতো । কিন্তু সংসদের অবহেলা ও গাফিলতির কারণে রাস্তাটি তৈরি হতে পারেনি ।

আরও পড়ুন:

  1. ব্যবধান শুনেই পালিয়েছেন বিজেপির মনোনীত প্রার্থী, পবন সিংকে কটাক্ষ মলয়ের
  2. আসানসোলে দেওয়াল লিখন শুরু পবন সিংয়ের, শুভেচ্ছা জানালেন তৃণমূলের শত্রুঘ্ন
  3. প্রথম ভোটপ্রচারেই মোদিকে 'বন্ধু' কটাক্ষ বিহারীবাবুর
Last Updated : Mar 8, 2024, 1:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.