ETV Bharat / politics

বিজেপির তাপস রায়ের প্রশংসা করে কলকাতা উত্তরে ছাপ্পা ভোট আটকানোর ডাক কুণালের - Kunal Ghosh Praises Tapas Roy - KUNAL GHOSH PRAISES TAPAS ROY

Kunal Ghosh: কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের সঙ্গে একমঞ্চে দেখা গেল তৃণমূল নেতা কুণাল ঘোষকে ৷ উত্তর কলকাতার একটি রক্তদান শিবির উপলক্ষ্য়ে একমঞ্চে হাজির হয়েছিলেন তাঁরা ৷ পরে কুণাল তাপস রায়ের প্রশংসাও করেন ৷ কুণাল সম্পর্কে পালটা প্রশংসা শোনা যায় তাপসের গলাতেও ৷ যদিও কলকাতা উত্তরে ছাপ্পা ভোট আটকানোর ডাক দিয়ে নতুন জল্পনা তৈরি করেছেন কুণাল ৷

Kunal Ghosh
Kunal Ghosh
author img

By ETV Bharat Bangla Team

Published : May 1, 2024, 3:50 PM IST

Updated : May 1, 2024, 4:19 PM IST

বিজেপির তাপস রায়ের প্রশংসা করে কলকাতা উত্তরে ছাপ্পা ভোট আটকানোর ডাক কুণালের

কলকাতা, 1 মে: তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষের মুখে বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসা ৷ বুধবার উত্তর কলকাতার বেচু চ্যাটার্জি স্ট্রিটে একটি ক্লাবের রক্তদান শিবিরে উপস্থিত হয়ে তাপস রায়ের প্রশংসায় পঞ্চমুখ হন কুণাল ঘোষ ৷ তিনি যে সময় মঞ্চে দাঁড়িয়ে তাপস রায়কে জনপ্রতিনিধি ও রাজনীতিবিদ হিসেবে ‘সার্টিফিকেট’ দিলেন, সেই সময় মঞ্চেই বসেছিলেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় ৷ পরে তাপসের মুখেও কুণালের পালটা প্রশংসা শোনা যায় ৷ পাশাপাশি কলকাতা উত্তরে ছাপ্পা ভোট আটকানোর ডাক শোনা গিয়েছে কুণাল ঘোষের মুখে ৷ মানুষ যেন মানুষের ভোট দিতে পারে, সেই আবেদন শোনা গিয়েছে তৃণমূলের এই নেতার গলায় ৷

উত্তর কলকাতার বেচু চ্যাটার্জি স্ট্রিটের অগ্নিবীণা ক্লাবে এ দিন রক্তদান শিবির ছিল ৷ সেখানেই একমঞ্চে দেখা যায় তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষ ও বিজেপি প্রার্থী তাপস রায় ৷ সেখানেই কুণাল ঘোষ বলেন, ‘‘এই মঞ্চে আমার খুব প্রিয় তবে এখন অন্য দলের লোক তাপসদা রয়েছেন । তমঘ্ন (বিজেপি নেতা) অন্য দলের লোক তিনিও রয়েছেন । রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক । আমি সেসব নিয়ে কথা বলতে চাই না । তাপসদাকে আমরা শেষ চেষ্টা করেছিলাম এক পরিবারের মধ্যে রাখতে । কারণ, তাপসদা আমাদের খুব প্রিয় পাত্র ।’’

এখানেই না থেমে তাপস রায়ের প্রশংসায় কুণাল বলেন, ‘‘তাপসদার দরজা সারাদিন সকলের জন্য খোলা থাকে । তাপস রায় অতীতেও যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছেন, সেটা রাজনীতিবিদ তাপস রায়ের একটা বড় ফ্যাক্টর । যখন তখন যেকোনও দলের কর্মী তাঁকে পায় । কিন্তু দুর্ভাগ্য রাজনীতির ময়দানে আমরা একটা উলটোদিকে পড়ে গিয়েছি । চেষ্টা করেও তাঁকে দলে রাখতে পারিনি ।’’

উল্লেখ্য, গত মার্চের গোড়ায় তৃণমূল কংগ্রেসের টিকিটে জেতা বিধায়ক পদ ও শাসক দলের সমস্ত পদ ছেড়ে বিজেপিতে যোগদান করেন তাপস রায় ৷ তার পর তাঁকে বিজেপি কলকাতা উত্তরে প্রার্থী করে ৷ সেখানে তিনি লড়ছেন শাসক দলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ৷ তিনি 2009 থেকে টানা ওই কেন্দ্রে জিতছেন ৷ প্রচারে নেমে সুদীপ বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন তাপস রায় ৷

তবে ভোট ঘোষণা বা তাপসের দলবদলের অনেক আগেই সুদীপের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছিল কুণাল ঘোষকে ৷ এমনকী, তাপস রায়কে কলকাতা উত্তরে তৃণমূল প্রার্থী করার বিষয়ে সওয়াল করতেও দেখা গিয়েছিল তাঁকে ৷ আর এ দিন কুণাল ঘোষ বললেন, ‘‘তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে এখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন । একইভাবে জনপ্রতিনিধি হিসাবে তাপস রায়কে তবে আমি এখানে এতোটুকু পিছনে রাখতে পারব না । তাপস রায় দরজা খুলে মন খুলে মানুষের জন্য কাজ করে কিন্তু দুর্ভাগ্য সেটা অন্যদিকে ।’’

একই সঙ্গে কলকাতা উত্তরে ছাপ্পা ভোট আটকানোর ডাকও দেন তিনি ৷ কুণাল বলেন, ‘‘আমরা আমাদের জন্য কাজ করব ৷ তাপসদার দলের কর্মীরা তাপসদার জন্য কাজ করবেন ৷ বাকিটা মানুষের উপর ৷ এখানে কোনও ছাপ্পা ভোট হবে না ৷ যাঁর ভোট তাঁকে দিতে দিন ৷ মানুষ ঠিক করে নিন, কে প্রকৃত প্রার্থী ৷ যদি কোথাও কোনও ছাপ্পা হয় জেনে রেখে দেবেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বই বারণ করবে যে একটা ভোটও যেন মানুষের ইচ্ছার বাইরে কোনও বুথে কোনও অবস্থায় না পড়ে ৷ বাকি মানুষের উপর ছেড়ে দিন ৷’’

ভোটের আবহে কুণাল ঘোষের এই সব মন্তব্য স্বাভাবিকভাবেই রাজনৈতিকমহলে জল্পনা তৈরি হয়েছে ৷ এই নিয়ে তৃণমূলের কারও বক্তব্য পাওয়া যায়নি ৷ তবে তাপস রায় পালটা প্রশংসা করেছেন কুণাল ঘোষের ৷ কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী বলেন, ‘‘অন্য রাজনৈতিক দলের হলেও কুণাল আমার ভাইয়ের মতো । সেই জায়গা থেকেই ও এসব বলেছে ।’’

আরও পড়ুন:

  1. কুণালের কথায় মান ভাঙল মোনালিসার, অনশন তুলে থাকছেন সুদীপের প্রচারে
  2. তাপসের বাড়িতে ব্রাত্য-কুণালের বৈঠকেও বরফ গলল না
  3. চায়ের কাপে অভিমান গলে জল, সুদীপের বাড়িতে খোশমেজাজে আড্ডা কুণালের

বিজেপির তাপস রায়ের প্রশংসা করে কলকাতা উত্তরে ছাপ্পা ভোট আটকানোর ডাক কুণালের

কলকাতা, 1 মে: তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষের মুখে বিজেপি প্রার্থী তাপস রায়ের প্রশংসা ৷ বুধবার উত্তর কলকাতার বেচু চ্যাটার্জি স্ট্রিটে একটি ক্লাবের রক্তদান শিবিরে উপস্থিত হয়ে তাপস রায়ের প্রশংসায় পঞ্চমুখ হন কুণাল ঘোষ ৷ তিনি যে সময় মঞ্চে দাঁড়িয়ে তাপস রায়কে জনপ্রতিনিধি ও রাজনীতিবিদ হিসেবে ‘সার্টিফিকেট’ দিলেন, সেই সময় মঞ্চেই বসেছিলেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় ৷ পরে তাপসের মুখেও কুণালের পালটা প্রশংসা শোনা যায় ৷ পাশাপাশি কলকাতা উত্তরে ছাপ্পা ভোট আটকানোর ডাক শোনা গিয়েছে কুণাল ঘোষের মুখে ৷ মানুষ যেন মানুষের ভোট দিতে পারে, সেই আবেদন শোনা গিয়েছে তৃণমূলের এই নেতার গলায় ৷

উত্তর কলকাতার বেচু চ্যাটার্জি স্ট্রিটের অগ্নিবীণা ক্লাবে এ দিন রক্তদান শিবির ছিল ৷ সেখানেই একমঞ্চে দেখা যায় তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষ ও বিজেপি প্রার্থী তাপস রায় ৷ সেখানেই কুণাল ঘোষ বলেন, ‘‘এই মঞ্চে আমার খুব প্রিয় তবে এখন অন্য দলের লোক তাপসদা রয়েছেন । তমঘ্ন (বিজেপি নেতা) অন্য দলের লোক তিনিও রয়েছেন । রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক । আমি সেসব নিয়ে কথা বলতে চাই না । তাপসদাকে আমরা শেষ চেষ্টা করেছিলাম এক পরিবারের মধ্যে রাখতে । কারণ, তাপসদা আমাদের খুব প্রিয় পাত্র ।’’

এখানেই না থেমে তাপস রায়ের প্রশংসায় কুণাল বলেন, ‘‘তাপসদার দরজা সারাদিন সকলের জন্য খোলা থাকে । তাপস রায় অতীতেও যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছেন, সেটা রাজনীতিবিদ তাপস রায়ের একটা বড় ফ্যাক্টর । যখন তখন যেকোনও দলের কর্মী তাঁকে পায় । কিন্তু দুর্ভাগ্য রাজনীতির ময়দানে আমরা একটা উলটোদিকে পড়ে গিয়েছি । চেষ্টা করেও তাঁকে দলে রাখতে পারিনি ।’’

উল্লেখ্য, গত মার্চের গোড়ায় তৃণমূল কংগ্রেসের টিকিটে জেতা বিধায়ক পদ ও শাসক দলের সমস্ত পদ ছেড়ে বিজেপিতে যোগদান করেন তাপস রায় ৷ তার পর তাঁকে বিজেপি কলকাতা উত্তরে প্রার্থী করে ৷ সেখানে তিনি লড়ছেন শাসক দলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ৷ তিনি 2009 থেকে টানা ওই কেন্দ্রে জিতছেন ৷ প্রচারে নেমে সুদীপ বন্দ্যোপাধ্য়ায়ের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন তাপস রায় ৷

তবে ভোট ঘোষণা বা তাপসের দলবদলের অনেক আগেই সুদীপের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছিল কুণাল ঘোষকে ৷ এমনকী, তাপস রায়কে কলকাতা উত্তরে তৃণমূল প্রার্থী করার বিষয়ে সওয়াল করতেও দেখা গিয়েছিল তাঁকে ৷ আর এ দিন কুণাল ঘোষ বললেন, ‘‘তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে এখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন । একইভাবে জনপ্রতিনিধি হিসাবে তাপস রায়কে তবে আমি এখানে এতোটুকু পিছনে রাখতে পারব না । তাপস রায় দরজা খুলে মন খুলে মানুষের জন্য কাজ করে কিন্তু দুর্ভাগ্য সেটা অন্যদিকে ।’’

একই সঙ্গে কলকাতা উত্তরে ছাপ্পা ভোট আটকানোর ডাকও দেন তিনি ৷ কুণাল বলেন, ‘‘আমরা আমাদের জন্য কাজ করব ৷ তাপসদার দলের কর্মীরা তাপসদার জন্য কাজ করবেন ৷ বাকিটা মানুষের উপর ৷ এখানে কোনও ছাপ্পা ভোট হবে না ৷ যাঁর ভোট তাঁকে দিতে দিন ৷ মানুষ ঠিক করে নিন, কে প্রকৃত প্রার্থী ৷ যদি কোথাও কোনও ছাপ্পা হয় জেনে রেখে দেবেন তৃণমূল কংগ্রেস নেতৃত্বই বারণ করবে যে একটা ভোটও যেন মানুষের ইচ্ছার বাইরে কোনও বুথে কোনও অবস্থায় না পড়ে ৷ বাকি মানুষের উপর ছেড়ে দিন ৷’’

ভোটের আবহে কুণাল ঘোষের এই সব মন্তব্য স্বাভাবিকভাবেই রাজনৈতিকমহলে জল্পনা তৈরি হয়েছে ৷ এই নিয়ে তৃণমূলের কারও বক্তব্য পাওয়া যায়নি ৷ তবে তাপস রায় পালটা প্রশংসা করেছেন কুণাল ঘোষের ৷ কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী বলেন, ‘‘অন্য রাজনৈতিক দলের হলেও কুণাল আমার ভাইয়ের মতো । সেই জায়গা থেকেই ও এসব বলেছে ।’’

আরও পড়ুন:

  1. কুণালের কথায় মান ভাঙল মোনালিসার, অনশন তুলে থাকছেন সুদীপের প্রচারে
  2. তাপসের বাড়িতে ব্রাত্য-কুণালের বৈঠকেও বরফ গলল না
  3. চায়ের কাপে অভিমান গলে জল, সুদীপের বাড়িতে খোশমেজাজে আড্ডা কুণালের
Last Updated : May 1, 2024, 4:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.