ETV Bharat / politics

রাজ্যসভা নির্বাচনে চার প্রার্থীর নাম ঘোষণা তৃণমূলের, তালিকায় সাগরিকা-সুস্মিতাও - তৃণমূল কংগ্রেস

TMC candidate list for Rajya Sabha elections: রাজ্যসভা নির্বাচনে চার প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস ৷ দলের তরফে জানানো হয়েছে, সাগরিকা ঘোষ, সুস্মিতা দেব, মহম্মদ নাদিমুল হক এবং মমতাবালা ঠাকুরকে আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য প্রার্থী করা হয়েছে।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 11, 2024, 3:12 PM IST

Updated : Feb 11, 2024, 3:58 PM IST

কলকাতা, 11 ফেব্রুয়ারি: রাজ্যসভা নির্বাচনে 4 প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল ৷ দলের তরফে জানানো হয়েছে, সাগরিকা ঘোষ, সুস্মিতা দেব, মহম্মদ নাদিমুল হক এবং মমতাবালা ঠাকুরকে আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য প্রার্থী করা হয়েছে। একই সঙ্গে, তৃণমূলের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়েছে, "আমরা তাঁদের প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা জানাই ৷ তাঁরা তৃণমূলের অদম্য চেতনার স্থায়ী উত্তরাধিকার বহন করছেন ৷ প্রতিটি ভারতীয়র অধিকারের পক্ষে সমর্থন করার জন্য কাজ করবেন।"

খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী বেছেছেন বলেই জানা গিয়েছে ৷ সোমবার তৃণমূল প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারেন বলেও তৃণমূল সূত্রে খবর মিলেছে। সুস্মিতা দেব এর আগেও তৃণমূলের টিকিটে রাজ্যসভায় গিয়েছে ৷ তবে এই প্রার্থী তালিকায় স্থান পাননি রাজ্যসভার পুরনো তিন জন সাংসদ। নাদিমুল হককেও ফের স্থান দেওয়া হয়েছে প্রার্থী তালিকায়।

এই নিয়ে তিন বার তিনি তৃণমূলের হয়ে রাজ্যসভায় যাবেন। অন্য তিন প্রার্থী হলেন প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব, মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতাবালা ঠাকুর এবং সাংবাদিক সাগরিকা ঘোষ। পুরনোদের মধ্যে রাজ্যসভায় মনোনয়ন পাননি দক্ষিণ 24 পরগনা জেলা (সদর) তৃণমূলের সভাপতি শুভাশিস চক্রবর্তী, আবীররঞ্জন বিশ্বাস এবং শান্তনু সেন। চলতি বারের রাজ্যসভা ভোটে চার আসনে তৃণমূল প্রার্থীদের জয় কার্যত নিশ্চিত।

27 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ-সহ দেশের 15টি রাজ্যের রাজ্যসভার 56টি আসনে ভোট নেওয়া হবে। ইতিমধ্যেই নির্বাচনের প্রক্রিয়া শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। জানা গিয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি মধ্যপ্রদেশের 5 জন সাংসদেরও মেয়াদ শেষ হতে চলেছে। কর্ণাটক এবং গুজরাতের 4 জন করে সদস্যও অবসর নেবেন ৷ এর পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ওড়িশা,রাজস্থান,ছত্তিশগড়, হরিয়ানা, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের মতো রাজ্যেও ভোট হবে।

আরও পড়ুন

'বেপাত্তা' শিবুর অভিযোগের ভিত্তিতে সন্দেশখালিতে আটক প্রাক্তন সিপিএম বিধায়ক

'নীতীশ কুমার বিজেপিতে না এলে, শত্রুঘ্ন বিহারে জোট-প্রার্থী হতেন', অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্রর

'মমতার আশ্রয়ে কালীঘাটে রয়েছেন শাহজাহান', বিস্ফোরক দাবি শুভেন্দুর

কলকাতা, 11 ফেব্রুয়ারি: রাজ্যসভা নির্বাচনে 4 প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল ৷ দলের তরফে জানানো হয়েছে, সাগরিকা ঘোষ, সুস্মিতা দেব, মহম্মদ নাদিমুল হক এবং মমতাবালা ঠাকুরকে আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য প্রার্থী করা হয়েছে। একই সঙ্গে, তৃণমূলের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়েছে, "আমরা তাঁদের প্রতি আমাদের আন্তরিক শুভেচ্ছা জানাই ৷ তাঁরা তৃণমূলের অদম্য চেতনার স্থায়ী উত্তরাধিকার বহন করছেন ৷ প্রতিটি ভারতীয়র অধিকারের পক্ষে সমর্থন করার জন্য কাজ করবেন।"

খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী বেছেছেন বলেই জানা গিয়েছে ৷ সোমবার তৃণমূল প্রার্থীরা মনোনয়ন জমা দিতে পারেন বলেও তৃণমূল সূত্রে খবর মিলেছে। সুস্মিতা দেব এর আগেও তৃণমূলের টিকিটে রাজ্যসভায় গিয়েছে ৷ তবে এই প্রার্থী তালিকায় স্থান পাননি রাজ্যসভার পুরনো তিন জন সাংসদ। নাদিমুল হককেও ফের স্থান দেওয়া হয়েছে প্রার্থী তালিকায়।

এই নিয়ে তিন বার তিনি তৃণমূলের হয়ে রাজ্যসভায় যাবেন। অন্য তিন প্রার্থী হলেন প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব, মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতাবালা ঠাকুর এবং সাংবাদিক সাগরিকা ঘোষ। পুরনোদের মধ্যে রাজ্যসভায় মনোনয়ন পাননি দক্ষিণ 24 পরগনা জেলা (সদর) তৃণমূলের সভাপতি শুভাশিস চক্রবর্তী, আবীররঞ্জন বিশ্বাস এবং শান্তনু সেন। চলতি বারের রাজ্যসভা ভোটে চার আসনে তৃণমূল প্রার্থীদের জয় কার্যত নিশ্চিত।

27 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ-সহ দেশের 15টি রাজ্যের রাজ্যসভার 56টি আসনে ভোট নেওয়া হবে। ইতিমধ্যেই নির্বাচনের প্রক্রিয়া শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। জানা গিয়েছে পশ্চিমবঙ্গের পাশাপাশি মধ্যপ্রদেশের 5 জন সাংসদেরও মেয়াদ শেষ হতে চলেছে। কর্ণাটক এবং গুজরাতের 4 জন করে সদস্যও অবসর নেবেন ৷ এর পাশাপাশি অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, ওড়িশা,রাজস্থান,ছত্তিশগড়, হরিয়ানা, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের মতো রাজ্যেও ভোট হবে।

আরও পড়ুন

'বেপাত্তা' শিবুর অভিযোগের ভিত্তিতে সন্দেশখালিতে আটক প্রাক্তন সিপিএম বিধায়ক

'নীতীশ কুমার বিজেপিতে না এলে, শত্রুঘ্ন বিহারে জোট-প্রার্থী হতেন', অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্রর

'মমতার আশ্রয়ে কালীঘাটে রয়েছেন শাহজাহান', বিস্ফোরক দাবি শুভেন্দুর

Last Updated : Feb 11, 2024, 3:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.