ETV Bharat / politics

কালীঘাটে মঞ্চ বেঁধে জবাব দেব, মমতার কটাক্ষে হুঁশিয়ারি শুভেন্দুর

Suvendu Adhikari attacks Mamata Banerjee: নন্দীগ্রামে আমাকে আক্রমণ করেছেন ৷ কী অবস্থা হয়েছে সবার জানা ৷ সাহস থাকলে নাম করে আক্রমণ করুন ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষের পালটা দিলেন শুভেন্দু অধিকারী ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 4, 2024, 10:01 PM IST

কালীঘাটে মঞ্চ বেঁধে জবাব দেব,হুঁশিয়ারি শুভেন্দুর

কলকাতা, 4 মার্চ: তমলুকের সভা থেকে নাম না-করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অপব্য়বহারের অভিযোগ ফের শোনা গেল মুখ্যমন্ত্রীর মুখে ৷ সোমবার পূর্ব মেদিনীপুরে তিনি প্রশাসনিক সভা করেন ৷ সেই সভার মঞ্চ থেকেই এই নিয়ে আবার সরব হন মুখ্যমন্ত্রী ৷ নাম না করে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেছেন মমতা ।

তারপরেই মমতার অভিযোগের পালটা দিলেন বিধানসভার বিরোধী দলনেতা ৷ তমলুকে সভার করুণ চিত্র (অবস্থা) আপনি দেখে এসেছেন, কটাক্ষ তৃণমূল সুপ্রিমোর একদা সহকর্মী ৷ শুভেন্দু বলেন, ‘‘নন্দীগ্রামে আমাকে আক্রমণ করেছেন ৷ কী অবস্থা হয়েছে সবার জানা ৷ তাম্রলিপ্ত থেকে নাম না-করে বলছেন ৷ ক্ষমতা থাকলে নাম করে বলুন, কালীঘাটে আপনার বাড়ির সামনে মঞ্চ বেঁধে জবাব দিয়ে আসব ৷’’

দলের মাথা, গদ্দার; কটাক্ষ মমতার...

শুভেন্দুর কথায়, কোনওটাই আমার ক্ষেত্রে খাটে না ৷ দলের মাথা নরেন্দ্র দামোদরদাস মোদি ৷ আর গদ্দার তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়) নিজে ৷ রাজীব গান্ধি পরিচয় দিয়েছিলেন, ছুরি মেরেছেন ৷ অটলবিহারী বাজপেয়ী আশ্রয় দিয়েছিলেন, বিশ্বাসঘাতকতা করেছেন ৷

মমতার অভিযোগ, বিজেপিতে যোগদান করানোর জন্য ইডির হানার ভয় দেখানো হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ৷ চোরের মায়ের বড় গলা, যে চুরি করে সেই আগে বলে চোর চোর চোর, গোটা এলাকায় চাকরি চুরি করেছে । তদন্ত করলে সব বেরিয়ে আসবে। কিন্তু আমি কারোর চাকরি কেড়ে নেব না । ওর নাম নিতে আমি চাইনা। ও হচ্ছে বড় পকেটমার । একই সঙ্গে, লোকসভা ভোটে বিজেপি কেন্দ্রীয় বাহিনীকে চালনা করবে বলেও শঙ্কা প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো ৷

পালটা শুভেন্দু জানান, কেন্দ্রীয় বাহিনীকে চালনা করার দরকার পরে না বিজেপি’র ৷ পাড়ায় পাড়ায় তৃণমূলের শাহজাহান রয়েছে ৷ কেন্দ্রীয় বাহিনী শাহজাহানদের বাড়িতে আটকে রাখলেই শান্তিপূর্ণ ভোট হবে ৷

তাপসকে স্বাগত, অভিজিতে মুখে কুলুপ...

তাপস রায়ে সিদ্ধান্তকে আমি স্বাগত জানাচ্ছি ৷ উনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন ৷ ফলে চোরেদের দলে থাকা কষ্টকর ৷ যদিও তাপস রায়ের সিদ্ধান্তে মুখ খুললেও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিষয়ে চুপ শুভেন্দু ৷ যদিও শুভেন্দু বলেন, ‘‘উনি এখনও কলকাতা হাইকোর্টের বিচারপতি ৷ ফলে আমি কোনও কথা বলব না ৷ যা বলার কাল ওনার ইস্তফার পর বলব ৷’’

আরও পড়ুন:

কালীঘাটে মঞ্চ বেঁধে জবাব দেব,হুঁশিয়ারি শুভেন্দুর

কলকাতা, 4 মার্চ: তমলুকের সভা থেকে নাম না-করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অপব্য়বহারের অভিযোগ ফের শোনা গেল মুখ্যমন্ত্রীর মুখে ৷ সোমবার পূর্ব মেদিনীপুরে তিনি প্রশাসনিক সভা করেন ৷ সেই সভার মঞ্চ থেকেই এই নিয়ে আবার সরব হন মুখ্যমন্ত্রী ৷ নাম না করে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেছেন মমতা ।

তারপরেই মমতার অভিযোগের পালটা দিলেন বিধানসভার বিরোধী দলনেতা ৷ তমলুকে সভার করুণ চিত্র (অবস্থা) আপনি দেখে এসেছেন, কটাক্ষ তৃণমূল সুপ্রিমোর একদা সহকর্মী ৷ শুভেন্দু বলেন, ‘‘নন্দীগ্রামে আমাকে আক্রমণ করেছেন ৷ কী অবস্থা হয়েছে সবার জানা ৷ তাম্রলিপ্ত থেকে নাম না-করে বলছেন ৷ ক্ষমতা থাকলে নাম করে বলুন, কালীঘাটে আপনার বাড়ির সামনে মঞ্চ বেঁধে জবাব দিয়ে আসব ৷’’

দলের মাথা, গদ্দার; কটাক্ষ মমতার...

শুভেন্দুর কথায়, কোনওটাই আমার ক্ষেত্রে খাটে না ৷ দলের মাথা নরেন্দ্র দামোদরদাস মোদি ৷ আর গদ্দার তিনি (মমতা বন্দ্যোপাধ্যায়) নিজে ৷ রাজীব গান্ধি পরিচয় দিয়েছিলেন, ছুরি মেরেছেন ৷ অটলবিহারী বাজপেয়ী আশ্রয় দিয়েছিলেন, বিশ্বাসঘাতকতা করেছেন ৷

মমতার অভিযোগ, বিজেপিতে যোগদান করানোর জন্য ইডির হানার ভয় দেখানো হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের ৷ চোরের মায়ের বড় গলা, যে চুরি করে সেই আগে বলে চোর চোর চোর, গোটা এলাকায় চাকরি চুরি করেছে । তদন্ত করলে সব বেরিয়ে আসবে। কিন্তু আমি কারোর চাকরি কেড়ে নেব না । ওর নাম নিতে আমি চাইনা। ও হচ্ছে বড় পকেটমার । একই সঙ্গে, লোকসভা ভোটে বিজেপি কেন্দ্রীয় বাহিনীকে চালনা করবে বলেও শঙ্কা প্রকাশ করেন তৃণমূল সুপ্রিমো ৷

পালটা শুভেন্দু জানান, কেন্দ্রীয় বাহিনীকে চালনা করার দরকার পরে না বিজেপি’র ৷ পাড়ায় পাড়ায় তৃণমূলের শাহজাহান রয়েছে ৷ কেন্দ্রীয় বাহিনী শাহজাহানদের বাড়িতে আটকে রাখলেই শান্তিপূর্ণ ভোট হবে ৷

তাপসকে স্বাগত, অভিজিতে মুখে কুলুপ...

তাপস রায়ে সিদ্ধান্তকে আমি স্বাগত জানাচ্ছি ৷ উনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন ৷ ফলে চোরেদের দলে থাকা কষ্টকর ৷ যদিও তাপস রায়ের সিদ্ধান্তে মুখ খুললেও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিষয়ে চুপ শুভেন্দু ৷ যদিও শুভেন্দু বলেন, ‘‘উনি এখনও কলকাতা হাইকোর্টের বিচারপতি ৷ ফলে আমি কোনও কথা বলব না ৷ যা বলার কাল ওনার ইস্তফার পর বলব ৷’’

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.