ETV Bharat / politics

ডিএ আন্দোলনের অনশন মঞ্চে শুভেন্দু, মমতার বিরুদ্ধে আন্দোলনে পাশে থাকার বার্তা - Suvendu Adhikari

Suvendu Adhikari Assures to Stand by Sangrami Joutha Mancha: ডিএ আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চে শুভেন্দু অধিকারী ৷ আজ সকালে অনশনরত সরকারি কর্মচারীদের সঙ্গে গিয়ে দেখা করলেন তিনি ৷ সঙ্গে চাঁচাছোলা ভাষায় নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 23, 2024, 1:59 PM IST

মঙ্গলবার সাতসকালে সংগ্রামী যৌথ মঞ্চে শুভেন্দু অধিকারী

কলকাতা, 23 জানুয়ারি: সকাল সকাল শহিদ মিনারে সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চে দেখা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ৷ ডিএ-সহ একাধিক দাবিতে চারদিন ধরে আমরণ অনশনে বসেছেন সরকারি কর্মচারীদের একাংশ ৷ তাঁদের সমর্থনে এ দিন শুভেন্দু বলেন, "ডাকুন নবান্ন অভিযান ৷ আমি যাব আপনাদের সঙ্গে ৷" লোকসভা নির্বাচনের আগে বকেয়া ডিএ’র দাবিতে আন্দোলনকারীদের পাশে থাকার আশ্বাস দিলেন শুভেন্দু ৷

এদিন চাঁচাছোলা ভাষায় মুখ্যমন্ত্রীকে নিশানা করেন বিরোধী দলনেতা ৷ তিনি বলেন, "এই সরকার প্রাপ্য ডিএ দেবে না, পে-স্কেল দেবে না ৷ এটা মমতার বাপ দিয়েছে নাকি ? সরকারি কর্মচারীদের দম দেওয়া পুতুলের মতো ছেড়ে দেওয়া যায় না ৷ তাঁরা এই সরকারকে প্রথমদিন থেকে সাহায্য করেছে ৷ 2016 সালের পর থেকে এই সরকারের স্বরূপটা তারা বুঝতে পেরেছেন তাঁরা ৷ ওনারা দেখেছেন, আপাদ-মস্তক দুর্নীতিগ্রস্ত সরকার সবাইকে বঞ্চিত করেছে ৷ ওনারা দেখেছেন যে আবাস যোজনার টাকা ভুয়ো তালিকা তৈরি করে তৃণমূলের নেতাদের কাছে গিয়েছে ৷ মানরেগার টাকার দুর্নীতি দেখেছেন ৷"

তাই নিজেদের দাবি একাধিকবার সরকারকে বলার পরেও যখন তাতে কর্ণপাত করা হয়নি ৷ তখন বাধ্য হয়ে সরকারি কর্মচারীরা আন্দোলনে নেমেছেন বলে জানান শুভেন্দু ৷ উল্লেখ্য, গত 19 জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন ডিএ আন্দোলনে সামিল সরকারি যৌথ মঞ্চের প্রতিনিধি দল ৷ কিন্তু, মুখ্যমন্ত্রীর দফতর থেকে কোনও উত্তর আসেনি ৷ ওই দিন হাজরা, শিয়ালদা ও হাওড়া থেকে শহিদ মিনার পর্যন্ত মিছিল করে সংগ্রামী যৌথ মঞ্চ ৷ যে মিছিলে পা মিলিয়ে ছিল চাকরিপ্রার্থী, অঙ্গনওয়াড়ি-সহ একাধিক সংগঠনের সদস্যরা ৷

সেদিন থেকেই সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের একাংশ আমরণ অনশনে বসেছেন ৷ সেই মঞ্চেই এ দিন দেখা গেল শুভেন্দুকে ৷ তাঁদের পাশে থাকার আশ্বাস দিলেন বিরোধী দলনেতা ৷ আগামী 29 জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা ৷ যেখানে সামিল হবেন স্কুলের শিক্ষকরাও ৷ কিন্তু, আর কয়েকদিনের মধ্যে রাজ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা ৷ এই পরিস্থিতিতে, শিক্ষকরা ধর্মঘটে সামিল হলে পরীক্ষার কী হবে ? যা নিয়ে ইতিমধ্যেই, সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন, পরীক্ষার্থীদের অসুবিধা তাঁরা করবেন না ৷ কিন্তু, সেই সমস্যা যাতে না হয়, তা দেখার দায়িত্ব সরকারের বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি ৷

আরও পড়ুন:

  1. মুখ্যমন্ত্রী দেখা না করলে লাগাতার ধর্মঘট! বকেয়া ডিএ-র দাবিতে মহামিছিল সংগ্রামী যৌথ মঞ্চের
  2. 'ক্ষমতায় আসবে ইন্ডিয়া জোট, নিশ্চিন্তে থাকতে পারেন'; হুগলিতে বার্তা মন্ত্রী শোভনদেবের
  3. 4 শতাংশ মহার্ঘ ভাতা নিয়ে বর্ধমানে ডান-বাম কাজিয়া, বাকি ডিএ নিয়ে ফের আন্দোলনের হুঁশিয়ারি

মঙ্গলবার সাতসকালে সংগ্রামী যৌথ মঞ্চে শুভেন্দু অধিকারী

কলকাতা, 23 জানুয়ারি: সকাল সকাল শহিদ মিনারে সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চে দেখা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ৷ ডিএ-সহ একাধিক দাবিতে চারদিন ধরে আমরণ অনশনে বসেছেন সরকারি কর্মচারীদের একাংশ ৷ তাঁদের সমর্থনে এ দিন শুভেন্দু বলেন, "ডাকুন নবান্ন অভিযান ৷ আমি যাব আপনাদের সঙ্গে ৷" লোকসভা নির্বাচনের আগে বকেয়া ডিএ’র দাবিতে আন্দোলনকারীদের পাশে থাকার আশ্বাস দিলেন শুভেন্দু ৷

এদিন চাঁচাছোলা ভাষায় মুখ্যমন্ত্রীকে নিশানা করেন বিরোধী দলনেতা ৷ তিনি বলেন, "এই সরকার প্রাপ্য ডিএ দেবে না, পে-স্কেল দেবে না ৷ এটা মমতার বাপ দিয়েছে নাকি ? সরকারি কর্মচারীদের দম দেওয়া পুতুলের মতো ছেড়ে দেওয়া যায় না ৷ তাঁরা এই সরকারকে প্রথমদিন থেকে সাহায্য করেছে ৷ 2016 সালের পর থেকে এই সরকারের স্বরূপটা তারা বুঝতে পেরেছেন তাঁরা ৷ ওনারা দেখেছেন, আপাদ-মস্তক দুর্নীতিগ্রস্ত সরকার সবাইকে বঞ্চিত করেছে ৷ ওনারা দেখেছেন যে আবাস যোজনার টাকা ভুয়ো তালিকা তৈরি করে তৃণমূলের নেতাদের কাছে গিয়েছে ৷ মানরেগার টাকার দুর্নীতি দেখেছেন ৷"

তাই নিজেদের দাবি একাধিকবার সরকারকে বলার পরেও যখন তাতে কর্ণপাত করা হয়নি ৷ তখন বাধ্য হয়ে সরকারি কর্মচারীরা আন্দোলনে নেমেছেন বলে জানান শুভেন্দু ৷ উল্লেখ্য, গত 19 জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন ডিএ আন্দোলনে সামিল সরকারি যৌথ মঞ্চের প্রতিনিধি দল ৷ কিন্তু, মুখ্যমন্ত্রীর দফতর থেকে কোনও উত্তর আসেনি ৷ ওই দিন হাজরা, শিয়ালদা ও হাওড়া থেকে শহিদ মিনার পর্যন্ত মিছিল করে সংগ্রামী যৌথ মঞ্চ ৷ যে মিছিলে পা মিলিয়ে ছিল চাকরিপ্রার্থী, অঙ্গনওয়াড়ি-সহ একাধিক সংগঠনের সদস্যরা ৷

সেদিন থেকেই সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের একাংশ আমরণ অনশনে বসেছেন ৷ সেই মঞ্চেই এ দিন দেখা গেল শুভেন্দুকে ৷ তাঁদের পাশে থাকার আশ্বাস দিলেন বিরোধী দলনেতা ৷ আগামী 29 জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা ৷ যেখানে সামিল হবেন স্কুলের শিক্ষকরাও ৷ কিন্তু, আর কয়েকদিনের মধ্যে রাজ্যে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা ৷ এই পরিস্থিতিতে, শিক্ষকরা ধর্মঘটে সামিল হলে পরীক্ষার কী হবে ? যা নিয়ে ইতিমধ্যেই, সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানিয়েছেন, পরীক্ষার্থীদের অসুবিধা তাঁরা করবেন না ৷ কিন্তু, সেই সমস্যা যাতে না হয়, তা দেখার দায়িত্ব সরকারের বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি ৷

আরও পড়ুন:

  1. মুখ্যমন্ত্রী দেখা না করলে লাগাতার ধর্মঘট! বকেয়া ডিএ-র দাবিতে মহামিছিল সংগ্রামী যৌথ মঞ্চের
  2. 'ক্ষমতায় আসবে ইন্ডিয়া জোট, নিশ্চিন্তে থাকতে পারেন'; হুগলিতে বার্তা মন্ত্রী শোভনদেবের
  3. 4 শতাংশ মহার্ঘ ভাতা নিয়ে বর্ধমানে ডান-বাম কাজিয়া, বাকি ডিএ নিয়ে ফের আন্দোলনের হুঁশিয়ারি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.