নয়াদিল্লি, 31 জানুয়ারি: বৃহস্পতিবার লোকসভায় অন্তর্বর্তী বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ আসন্ন লোকসভা নির্বাচনের আগে এই বাজেট অধিবেশনে বিরোধী কংগ্রেসের নীতি কী হতে চলেছে ? সেটাই বড় প্রশ্ন ৷ বাজেট অধিবেশনের সেই নীতি নির্ধারণ করতে বুধের বিকেলে কংগ্রেসের সংসদীয় দলের বৈঠক ডেকেছেন সোনিয়া গান্ধি ৷
সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, সন্ধে সাড়ে পাঁচটা নাগাদ সোনিয়া গান্ধির বাসভবনে কংগ্রেসের সংসদীয় পরিকল্পনা কমিটির সদস্যদের ডাকা হয়েছে ৷ যে বৈঠকে সংসদীয় দলের চেয়ারপার্সন হিসেবে নেতৃত্ব দেবেন সোনিয়া ৷ থাকবেন রাজ্যসভার নেতা তথা কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খাড়গে ৷ সঙ্গে কংগ্রেসের শীর্ষস্থানীয় সাংসদরা উপস্থিত থাকবেন এই বৈঠকে ৷ তবে, রাহুল গান্ধি এবং কংগ্রেসে লোকসভার নেতা অধীর চৌধুরী এই বৈঠকে থাকবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে ৷
উল্লেখ্য, এই মুহূর্তে রাহুলর গান্ধি 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' মালদায় রয়েছে ৷ এরপর মুর্শিদাবাদ ও বীরভূম হয়ে ঝাড়খণ্ডে যাবে তাঁর 'ন্যায় যাত্রা' সফর ৷ অন্যদিকে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসেবেও 'ন্যায় যাত্রা'য় রয়েছেন অধীর চৌধুরী ৷ লোকসভা নির্বাচনের কারণে, এবার অন্তবর্তী বাজেট পেশ করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন দ্বিতীয় এনডিএ সরকার ৷ সেই কারণে, এবারের বাজেট অধিবেশন 9 ফেব্রুয়ারি শেষ হয়ে যাচ্ছে ৷ ফলে অল্প সময়ের এই বাজেট অধিবেশনে শাসক শিবিরকে কোণঠাসা করতে চাইছে কংগ্রেস ৷
তবে এদিন বাজেট অধিবেশনের আগে প্রধানমন্ত্রী সংবাদ মাধ্যমের সামনে নিজের বিবৃতিতে বিরোধীদের সমালোচনায় সরব হন ৷ যেখানে গত শীতকালীন অধিবেশনে সংসদের 144 জন বিরোধী সাংসদের সাসপেন্ড হওয়ার বিষয়টি তুলে আনেন তিনি ৷ এনডিএ-র গত দশবছরের শাসনকালে বিরোধীরা প্রতিপদে সংসদীয় গণতন্ত্রের মূল্যবোধকে আঘাত করেছেন বলে অভিযোগ করেন নরেন্দ্র মোদি ৷ বর্তমান সরকারের শেষ অধিবেশনে তাই বিরোধীরা নিজেদের সংশোধন করার সুযোগ পাচ্ছেন বলে মন্তব্য করেন তিনি ৷
আরও পড়ুন: