কলকাতা, 16 মে: লোকসভা নির্বাচনের পর কেন্দ্রে ‘ইন্ডিয়া’ ব্লকের সরকার বাইরে থেকে সমর্থন দিয়ে তৈরি করে দেবেন বলে বুধবার জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়৷ তাঁর মন্তব্যের সমালোচনা শোনা গেল সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির মুখে৷ সীতারামের কথায়, বাইরে থেকে সমর্থনের কথা বলে মমতা প্রমাণ করতে চাইছেন যে ইন্ডিয়া ব্লকের সরকারে তৃণমূল থাকবে না৷
বৃহস্পতিবার কলকাতায় সিপিএমের রাজ্য সদর দফতরে সাংবাদিক বৈঠক করেন সীতারাম ইয়েচুরি ৷ সেখানেই তিনি মমতার ওই বক্তব্যের প্রসঙ্গ তোলেন ৷ ‘ইন্ডিয়া’র সরকার তৈরি হলে মমতার বাইরে থেকে সমর্থন দেওয়ার কথা শুনে তিনি বিভ্রান্ত বলেও দাবি করেন সীতারাম ৷ তাঁর আরও দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েকমাস ধরে মমতা ইন্ডিয়া জোটকে কোনও সাহায্য করছেন না ৷ এখন হঠাৎ করে বলছেন যে তৃণমূল ‘ইন্ডিয়া’ ব্লককে বাইরে থেকে সমর্থন করবে ৷ এর অর্থ তৃণমূল ‘ইন্ডিয়া’র সরকারে থাকতে চায় না ৷
ইয়েচুরি মমতার অতীতে এনডিএ সরকারে মন্ত্রী থাকার প্রসঙ্গ তোলেন ৷ তাঁর অভিযোগ, গোধরা-কাণ্ডের পরও তৎকালীন প্রধানমন্ত্রী (অধুনা প্রয়াত) অটল বিহারী বাজপেয়ীর সরকারেও মন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সীতারামের আরও দাবি, মমতা একদিকে দেখাতে চাইছেন তিনি যে ইন্ডিয়ার বিরুদ্ধে নন ৷ ইন্ডিয়ার বিরুদ্ধে হয়ে গেলে ভোটে খারাপ প্রভাব পড়তে ৷ অন্যদিকে মমতা আবার ইন্ডিয়ার সরকারে থাকতে চান না ৷
মমতাকে আক্রমণের আগে এ দিন সাংবাদিক বৈঠকের শুরুতে বিজেপিকে নিশানা করেন সীতারাম ৷ তাঁর দাবি, চার দফার নির্বাচনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহের প্রতিক্রিয়া দেখেই বোঝা যাচ্ছে এনডিএ কম আসন পেতে চলেছে ৷ সেই কারণে তাঁদের প্রচারে বড় বদল এসেছে ৷ প্রথমে মোদির গ্যারান্টির কথা বলা হচ্ছিল ৷ দ্বিতীয় পর্যায়ের পর ফের সাম্প্রদায়িকতার রাস্তায় চলে এসেছে বিজেপি ৷ বারাণসীতে মনোনয়ন দিয়ে আবার মোদি বলছেন যে ‘হিন্দু-মুসলিম করি না’ ৷ হিন্দু-মুসলিম বিভেদ করাই বিজেপির একমাত্র অস্ত্র ৷ তারা চাইছে সাম্প্রদায়িক হিন্দুরা বিজেপিকে ভোট দেবে ৷
তিনি আরও জানান, বিজেপির চারশো পারের স্লোগান বাতিল হয়ে গিয়েছে ৷ এখনও পর্যন্ত ট্রেন্ড দেখে বোঝা যাচ্ছে যে এনডিএ আড়াইশোর বেশি আসন পাবে না ৷ ‘ইন্ডিয়া’ জোট তিনশোর বেশি আসন পাবে ৷ বিকল্প ধর্মনিরপেক্ষ সরকার গঠনের সম্ভাবনা তৈরি হচ্ছে কেন্দ্রে ৷ পাশাপাশি তাঁর অভিযোগ, চার দফার ভোট হয়ে গিয়েছে, এখনও ভোটের চূড়ান্ত পরিসংখ্যান দেয়নি নির্বাচন কমিশন ৷ এর থেকে কারচুপি করার আশঙ্কা থেকে যায় ৷
কেরালায় বাম ও কংগ্রেস মুখোমুখি লড়াই করলেও বাংলায় একসঙ্গে লড়াই ৷ ‘ইন্ডিয়া’র দুই দলের বাংলায় একসঙ্গে লড়াই প্রসঙ্গে সীতারাম ইয়েচুরির বক্তব্য, বাংলায় কংগ্রেস ও সিপিএম একসঙ্গে লড়ছে ৷ সেই সম্পর্ক আরও মজবুত হচ্ছে ৷ এবার মানুষের সমর্থনও বেশি ৷ বাম-কংগ্রেসই তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়ছে ৷
সিএএ নিয়েও তৃণমূল কংগ্রেসের অবস্থানের সমালোচনা করেন ইয়েচুরি ৷ সন্দেশখালি ইস্যুতে মমতার বিরুদ্ধে সুর চড়ান তিনি ৷
আরও পড়ুন: